এবার দেখে নিন “S” লেটার লগো। দেখুন আর শিখুন।

প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আরো একটি লগো টিউটরিয়াল নিয়ে আসলাম। যদিও এটা খুব একটা ব্র্যান্ডেড নয় তার পরও এই লগোতে কি কি টুলস ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। মূলোত কোন টুলস দিয়ে কি কাজ করা হয় সেটা জানতে পারবেন। আমার উদ্দেশ্য এডোবি ইলাস্ট্রেটরের কোন টুলস কী কাজ করে সে সম্পর্কে আপনাদের জানানো। এতে অবশ্যই কারোর না কারোর কাজে লাগবে। আসলে যারা লগো ডিজাইন করে আউটসোর্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে চান বা করছেন। তাদের জন্য এডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে বিশদ জ্ঞান থাকা জরুরী। েএ বিষয়ে যার যত জ্ঞান আছে সে তত সফল হয় বা হয়েছে। তাই দেখতে সিম্পল মনে হলেও কিভাবে কাজ করা হয়েছে একটি লগোরর উপর সেটা জানা দরকার বলে আমি মনে করি। যাই হোক কাজের কথায় আসি। আমি যে লগোটা আজিআপনাদের সামনে তেুলে ধরেছি সেটা ইংরেজী S লেটার লগো টাইপ বলে আমি মনে করি। এখন বিবেচনা আপনাদের কাছে নিচে ভিডিও টা দেওয়া হলো আপনারা দেখে নেবেন। আর জানাবেন কেমন হলো।

 

https://www.youtube.com/watch?v=TNM9D_WuI28

Level 3

আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বরাবরের মতই সুন্দর টিউটোরিয়াল। তবে টেকটিউনসের oEmbed প্রযুক্তির জন্য https://www.youtube.com/watch?v=TNM9D_WuI28 এর পরিবর্তে http://www.youtube.com/watch?v=TNM9D_WuI28 এই লিংকটি দিয়ে পোস্ট আপডেট করে দিলে ভাল হয়।