দেখে নিন কিভাবে Delete হওয়া জিমেইল অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন। ভিডিও টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Title দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে Delete হওয়া জিমেইল অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন।

অনেকেই আসেন যারা জিমেইল অ্যাকাউন্ট ভুলে বা অন্য কারণে ডিলিট করে দিয়েছেন কিন্তু ফিরিয়ে আনতে পারসেন না। এই টিউনটি দেখে আপনে ও পারবেন ডিলিট হওয়া জিমেইল অ্যাকাউন্ট ফিরিয়ে  আনতে।

প্রথমে জিমেইল সাইট এ যান এখন যেই ইমেইলটি Delete হয়ে গেসে সেইটির ইমেইল দিয়ে লগইন করুন তারপর Attempt to restore this account. এ ক্লিক করুন এখন যেই Password টি লাস্ট এ দিয়েসিলেন আপনার মনে আসে এই আইডি এর সেইটি দিন। তারপর Continue তে ক্লিক করলেই আইডি ফিরিয়ে পাবেন।

যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

https://www.youtube.com/watch?v=FrHfpIWtZaY
আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।

আমার আগের টিউনটি হলোঃ

দেখে নিন কিভাবে Facebook Messenger থেকে ফেসবুক আইডি Logout করবেন। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে ফেসবুক Page এর Category Change করবেন। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট Delete করতে হয়। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন কিভাবে ফেসবুকে Single Name এর আইডি খুলবেন Proxy ব্যবহার না করে। ভিডিও টিউটোরিয়াল

দেখে নিন গুগল ক্রোম এর Hidden Game যা খেলতে পারবেন নেট কানেকশন ছারাই। ভিডিও টিউটোরিয়াল

Level New

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস