আর নয় ইংরেজির ভুল উচ্চারণ, এবার নিজেই বানিয়ে ফেলুন Text to Audio কনভার্টার

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি Text to Audio কনভার্টার বানাবেন।

Text to Audio কনভার্টার বানানোর জন্য বাড়তি কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। আপনি আপনার কম্পিউটারের Notepad দিয়েই এটি করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক -

প্রথমে আপনি Notepad ওপেন করুন তারপর নিচের লিখাটা লিখে সেভ করুন।

Dim message, sapi
message = InputBox("A Best Text to Audio converter"+vbcrlf+"From-Learn your self","Text to Audio converter")
Set sapi = CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

ফাইল নেম লিখে শেষে .vbs দিবেন। যেমন:- Text to Audio.vbs

আর Save as type : all file সিলেক্ট করে তারপর সেভ করবেন। যদি এরপরও না পারেন তবে চিন্তর কোনো কারণ নেই।

নিচের ভিডিওটি ভালোকরে দেখুন -

আমার টিউনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

সবাই টেকটিউনস এর সাথে থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। মাতৃভাষা বাংলাই হোক আমাদের প্রযুক্তির ভাষা। সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য। কোন ভুল হলে ক্ষমার ‍দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

speak speed komabo barabo kivabe ?