কি ভাবে MS Word এ লেখার ফন্ট ও ফন্ট সাইজ পরিবর্তন করতে হয়। (ভিডিও সহ)

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসা করি সবাই সৃষ্টিকর্তা রহমতে ভাল আছেন। আজকে আমি দেখাবো কি ভাবে মাইক্রসফট ওয়ার্ডে লেখার ফন্ট ও ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। চলুন শুরু করা যাক

ফন্ট পরিবর্তন করা :

আমরা লেখার ফন্ট পরিবর্তন করতে গেলে আগে সমস্ত লেখাতে ব্লক করে নিতে হবে অথবা ফন্ট সেট করেও আমরা করতে পারি। এখন Home মেনু থেকে Font

এ ক্লিক করে আমাদের যে ফন্টটি দরকার বা ভাল লাগে সেটিকে সিলেক্ট করতে হবে। অথবা আমরা কীবোর্ড এর মাধ্যমেও করতে পারি তার জন্য আমাদের কীবোর্ড থেকে [Ctrl + Shift + F] প্রেস করে ফন্ট সিলেক্ট করে ওকে দিতে হবে।

ফন্ট সাইজ পরিবর্তন করা :

আমরা লেখার ফন্ট সাইজ পরিবর্তন করতে গেলে আগে সমস্ত লেখাতে ব্লক করে নিতে হবে অথবা ফন্ট সাইজ সেট করেও আমরা করতে পারি। এখন Home মেনু থেকে Font Size

এ ক্লিক করে আমাদের যে Size টি দরকার তা সিলেক্ট করতে হবে। অথবা আমরা কীবোর্ড এর মাধ্যমেও করতে পারি তার জন্য আমাদের কীবোর্ড থেকে [Ctrl + Shift + P] প্রেস করে ফন্ট সাইজ সিলেক্ট করে ওকে দিতে হবে। যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার ভিডিওটি দেখতে পারেন

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আমার কাছে ভাল লাগে, তাই প্রযুক্তির সাথে থাকি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস