কি ভাবে ভিজিট করবেন অন্ধকার জগত ডীপ ওয়েব

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি মেহেদী হাসান। নাম দেখে বুঝতে পারছেন আজকের আলচনার বিষয় কি? আলোচনায় যাবার আগে কিছু কথা বলে নেই।

সতর্কতা

এই ভিডিও দ্বারা আপনি/ আপনারা যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্থহন তাহলে আমি অথবা টেকটিউনস কোনো ভাবেই দায়ী থাকবে না। সুতরাং সব কিছু করার আগে সাবধানতা অবলম্বন করুন। ভিডিওটার সাউন্ড একটু ডাউন হয়ে গেছে হয়তো তবে কোয়ালিটি ঠিক আছে সব ক্লিয়ার বুঝতে পারবেন। ধন্যবাদ।

এবার আলোচনায় চলে যাই। ডর্ক/ ডীপ ওয়েব সম্পর্কে সকলে চায় অনেক কিছু জানতে তবে শুধু নাম দেখেই এটার কার্যক্রম জানা সম্ভব না। কারণ, ডর্ক ওয়েব হলো এমন একটি মায়াজাল দ্বারা ঘেরা, আপনাকে কখন নেশা ধরিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। এটা অত্যন্ত বিপদজনক একটা দুনিয়া।

এখানে যে কোনো ব্রাউজার দ্বারা প্রবেশ করা সম্ভবা না। কেননা এটার ওয়েব সাইট এক্সটেইনশন হলো .Onion। এই ওয়েব লিংক এমন ভাবে লেখা যা আপনি অনেক চেষ্টা করার পর মুখস্থ করতে পারবেন। যেমন একটা লিংক দেখনু hfgdhjkskshdb.onion ঠিক এই ধরণের ওয়েব লিংক পাবেন।

মানুষ এই জগতের প্রতি খুবই আকৃষ্ট। কেন আকৃষ্ট সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। আপনার কি চাই? ড্রাগস লাগবে? গান লাগবে? প্রফেশনাল কিলার লাগবে? অবৈধ যে কোনো জিনিষ আপনি এখানে কম মূল্যে পাবেন। তাহলে কেন আপনি এখানে যাবেন না ? কেনই বা আকৃষ্ট হবেন না? তবে এই লোভের পেছনে অনেক ভয়ের কারণ লক্ষ্যনীয়। যা আপনাকে বিপদ থেকেই বিপদে ফেলতে পারে।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এখানে এতো অবৈধ জিনিষপত্র ক্রয় বিক্রয় করা হয় তাহলে আইনি কোনো ব্যবস্থা কেন না হয় না? মজার ব্যাপার হলো আপনাকে খুঁজেই বের করতে পারবে না। কেন না টর ব্রাউজার আপনার ভিজিটকৃত সকল ডাটা এনক্রিপ্ট করে তাদের সার্ভারে পাঠায় এবং সেফ ভাবে আবার আপনাকে প্রেরণ করে। তাহলে কি ভাবে এনক্রিপ্ট কৃত ডাটার সন্ধান পাবেন? কখনো কি সম্ভব সেটা? আমার যানামতে অসম্ভব প্রায়।

কি এবার তো মনে আনন্দ লাগছে তাই না? হুম লাগারই কথা। কেন না আপনি প্রবেশ করতে চলেছেন। এখান থেকে টর ব্রাউজার ডাউনলোড করে ফেলুন। যদি মজিলা অথবা ক্রম দিয়ে ভিজিট করতে চান তাহলে মজিলার এডন্স ও ক্রমের এক্সটেইনশন ডাউনলোড করে নিবেন। সমস্যা নেই ভিডিওর ডিস্ক্রিশনে লিংক দেয়া আছে শুধু কষ্ট করে ডাউনলোড করে ফেলুন। তার পর ভিডিও দেখে সেটাপ করুন।

সকল লিংক পাবেন ভিডিওর ডিস্ক্রিশনে।

এন্ড্রয়েডের জন্য ভিডিও থাকবে আগামী টিউটোরিয়ালে

ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাবেন। এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য থাকুন, মেতে থাকুন প্রযিক্তির সুরে। আমি মেহেদী। খোদা হাফিয। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ মেহেদী হাসানমামুন

প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
ডীপ ওয়েব সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করুন
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস