মোবাইল দিয়েই প্রফেশনাল অডিও বানিয়ে ফেলুন গান কিংবা ইউটিউব এর জন্য লাখ টাকার মাইক্রোফোন লাগবে নাহ (ভিডিও সহ)

আসসালামুওলাইকুম কেমন আছেন সবাই? কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। ইউটিউব বর্তমানে সব চেয়ে জনপ্রিয় সাইট হয়ে দাঁড়িয়েছে কারণটা মনে হয় আমার আর নতুন করে বলা লাগবে না। হ্যাঁ কারন একটাই সেটা ইউটিউবের মাধ্যমে সবাই সবার ট্যলেন্টকে বিশ্বের সামনে তুলে ধরছে আর সাথে সাথে ইনকামও করার সুযোগ পাচ্ছে কিন্তু ছোট ছোট ইউটিউবারদের একটাই প্রবলেম সেটা হল ভিউ না পাওয়া এর পিছনে অনেক কারন থাকলেও আমি মনে করি যে, ভিউ না পাওয়ার মেইন প্রবলেম হচ্ছে কন্টেনের কোয়ালিটি ভাল না হওয়া আর তার জন্য দায়ি গ্রাফিক্স মোটামুটি হলেও ভাল সাউন্ড কোয়ালিটি না হওয়ার জন্য ভিডিওটা প্রোফেশনাল হয় নাহ। তাছাড়া নিজের প্রয়োজনে অনেকেই ভয়েজ রেকর্ড করেন গান কিংবা অন্য কিছুর জন্য কিন্তু সাউন্ড ভাল হয় নাহ।তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেয় মোবাইল কিংবা অন্য কোন ডিভাইস দিয়ে রেকর্ড করে সেটাকে স্টুডিও প্রফেশনাল HD কোয়ালিটির সাউন্ড বানাবেন তহ চলেন শুরু করি .

প্রথমে আপনাকে যে আডিও ফাইল টা ইডিট করবেন সেটি কম্পিউটারে কপি করতে হবে তার পর অডাসিটি ওপেন করুন।অডাসিটি পাবো কই ? ভিডিও তে লিঙ্ক দেওয়া আছে।

 

https://youtu.be/w3IZ8aMQVEM

তারপর ইফেক্ট থেকে নয়েজ রিমোভাল এ ক্লিক করেন তার পর ইফেক্ট থেকে আবারও নয়েজ রেমোভাল করে নয়েজ রেমোভ করেন।

নয়েজ রিমোভ করার পরে ইকুয়ালাইজেশন থেকে ডিবিআই টা ৯ করে দিন। কিছু কিছু জিনিস লাইভ না দেখে বোঝা যায় না এটা আপনি আরো ভাল জানেন সো প্লিজ ভিডিওটা দেখুন আর কিছু না বুঝলে টিউনে টিউমেন্ট করুণ অথবা ভিডিওতে টিউমেন্ট করুণ।

আপনাদের উৎসাহো আমার অনুপ্রেরনা তাই প্লিজ প্লিজ আমার চ্যনেলটি সাবক্রাইব করুণ আর কিছু ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 🙂

সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন পাঁশে রাখুন 🙂

আল্লাহ হাফেজ।

 

 

 

 

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস