৫টি ফ্রি রয়ালিটি ইমেজ সাইট লিংক

৫টি ফ্রি রয়ালিটি ইমেজ সাইট লিংক

আপনি ডিজাইন নিয়ে কাজ করেন সেটা হতে পারে ৯৯ ডিজাইনে, ফাইভারে, আপওয়ার্কে অথবা ক্লায়েন্ট এর কোন কাজ। হতে পারে আপনার নিজের সাইটের জন্য ইমেজ প্রয়োজন।
অথবা ইউটিউবের ভিডিওতে প্রফেশনাল থাম্বনেইলের জন্য ইমেজ খুজছেন।

ডিজাইনে ইমেজ এর প্রয়োজনীয়তা অপরিসীম। প্রথম দিকে এই ইমেজ কালেকশনে প্রচুর সমস্যায় পড়তে হয়। ভালো সাইট লিংক অনেকেরই জানা থাকেনা। জানা না থাকার কারণে লো কোয়ালিটি ইমেজ ব্যবহার করে আর ডিজাইন ও তেমন ভালো দেখায়না।

আপনি যদি ্রকম কোন সমস্যায় ভুগে থাকেন তবে এই টিউনটি আপনার জন্যই।

এবার বলি,কেন হাই কোয়লিটি ইমজে ব্যবহার করবেন:

হাই-কোয়লিটি ইমেজ ডিজাইনকে অনেক বেশি প্রফেশনাল লুক দিয়ে দেয়। আবার আপনি কিনে ব্যবহার করবেন তাতে খরচ টাও বেড়ে যায়। আর এমনিতে ব্যবহার করার ক্ষেত্রে কপিরাইট ইস্যু তো আছেই।

এসব সাইট থেকে ব্যবহার করার সুবিধা কি ?

১। হাই কোয়ালিটি ইমেজ পাবেন।
২। মোটামোটি সব ধরনের ক্যাটাগরী আছে।
৩। সম্পূর্ণ ফ্রি এবং কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন।
৪। কোন কপিরাইট ইস্যু নিয়ে ভাবতে হবেনা।
৫। প্রতিদিনই নতুন ইমেজ যুক্ত হতে থাকে তাই ইমেজ ফুরিয়ে যাওয়ার চিন্তাও নেই।

আরো বিস্তারিতভাবে সাইটগুলেঅ সম্পর্কে জানতে হলে নিচের ভিডিওটি দেখে নিন। কিভাবে এবং কোন সাইটগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এরকম ৫টি টপ সাইট নিয়ে কথা হয়েছে। আশা করছি সবার কাজে লাগবে।
Link : https://www.youtube.com/watch?v=VXwNvJIqpTw&t=1s

ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন এবং টিউমেন্ট মতামত জানাবেন। আপনার মতামত ই ভালো কাজ করার যোগান দেয়।
আর এরকম টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইভ করে নিবেন। ধন্যবাদ

Level 0

আমি ইসরাত সুলতানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট! আমাদের জন্য এধনের পোস্ট অত্যান্ত প্রয়োজন এগিয়ে জান …………