IPv4 Subnetting Tutorial (Part-01)

Advanced Networking যারা শিখছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ২ টি বিষয় হচ্ছে IP Addressing Subnetting। দক্ষ Network Engineer হতে হলে চোখের নিমিষেই Class Name / Subnet Mask / Network IP / Block Size / Total Usable IP/ Subnet IP / 1st Usable IP / Last Usable IP/ Broadcast IP এই গুলা বার করা জানতে হবে।

[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]

ধরুন কেউ যদি আমাদেরকে বলে এই মেশিনে আপনার ইচ্ছা মতো একটা IP assign করুন। আমরা হয়তো 192.168.0.1 অথবা 192.168.100.1 এই IP গুলকেই assign করবো। আসলে আমরা মেক্সিমাম সবাই IP বলতে 192.168.something.something কেই বুঝি। আমাদেরকে যদি বলা হয় 192.168.something.something এর বাইরে কোন IP সিলেক্ট করুন তাহলে সেট IP টি সিলেক্ট করতে আমাদের খুব কম করে হলেও কিছুটা সময় বেশি লাগবে। অথচ 192.168.something.something এই ধরনের IP আমরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। এর কারণ একটাই, আসলে আমরা IP বলতে 192.168.100.1, 192.168.200.1, 192.168.0.1, 192.168.1.1 অথবা 192.168.5.1 এই গুলোকেই বুঝি। আমরা 192.168.something.something এটাকে মুখস্ত করে মাথায় ঢুকিয়ে রেখেছি। কেউ যদি আমাদেরকে বলে 10.10.10.10 অথবা 200.200.200.200 এই গুলো এক একটা IP তাহলে হয়তো আমরা একটু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকবো; কিন্তু অবাক হবার কোন কারণ নাই, ঐ ২টা আসলেই IP. IP adressing এবং Subnetting এই দুইটি বিষয়ের উপর সামনে আমার বেশ কয়েকটি পর্ব আসবে। আমার মনে হয় ঐ ভিডিও টিউটোরিয়াল গুলো একটু ভালো ভাবে দেখলে IP adressing এবং Subnetting সম্পর্কে আর কোন ধরনের জটিলতা থাকবে না। অনেকেরই স্বপ্ন থাকে কিছুদিনের জন্য হলেও একটা ভালো ISP তে Network Engineer হিসাবে জব করবে। আর ISP এর ভাইভা বোর্ডে ৬৫% প্রশ্নই থাকে IP adressing এবং Subnetting এর উপরে। আমি আশা করছি এই সকল ভিডিও টিউটোরিয়াল একটু ভালোভাবে খেয়াল করলে ISP এর ভাইভা বোর্ডের IP adressing এবং Subnetting রিলেটেড সকল প্রশ্নের উত্তর সবাই খুব সহজে দিতে পারবে।

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউন টা ঠিক করেন। এখন আর techtunes আগের মতো নাই। youtube এর লিঙ্ক কাজ করে না। ভালো করে দেখেন টিউন্টা