Unity 3D কী এবং এটা দিয়ে কী করতে পারবো? আর কীভাবে একটি Multi Platform গেইম তৈরি করবো

----------আসসালামু আলাইকুম---------

Unity 3D কী?

উত্তর : Unity3D একটি ক্রস প্ল্যাটফর্ম গেম ইঞ্জিন, Unity Technologies কোম্পানি এটি তৈরি করেছে, যা প্রাথমিকভাবে 3D এবং 2D ভিডিও গেম  তৈরি করার জন্য এবং কম্পিউটার, কনসোল এবং মোবাইল ডিভাইসের সিমুলেশন বিকাশের জন্য ব্যবহার করা হয়।

Unity 3D মূলত Developer রা গেইম তৈরি করার জন্য ব্যবহার করেন, আর খুব অল্প সময়ের মধ্যে এটা খুব জনপ্রিয় হয়ে উটে, Unity দিয়ে অনেক ভালো ভালো গেইম বানানো যায়, আর Unity দিয়ে গেইম বানানো খুব সহজ।

Unity 3D ২০০৫ সালে রিলিজ হয়, তকন থেকেই এটা Developer দের কাছে জনপ্রিয় হয়ে উটে।

Unity3D দিয়ে ২৭ প্লাটফর্ম এর গেইম বানানো যায়, প্ল্যাটফর্মের নিম্নলিখিত তালিকা: iOS,  Android,  Tizen, Windows,  Universal Windows Platform, Mac,  Linux,  WebGL,  PlayStation 4, PlayStation Vita,  Xbox One,  Wii U,  3DS, Oculus Rift,  Google Cardboard,  Steam VR,  Playstation VR,  Gear VR,  Windows Mixed Reality,  Daydream,  Android TV, Samsung Smart TV,  tvOS,  Nintendo Switch,  Fire OS, Facebook Gameroom, Apple ARKit, Google ARCore, and Vuforia.

Unity  আর ৭টি প্ল্যাটফর্ম সমর্থন করে যার মধ্যে তাদের নিজস্ব Unity3D ওয়েব প্লেয়ার রয়েছে।
ইউনিটি ওয়েব প্লেয়ার ছিল একটি ব্রাউজার প্লাগইন যা উইন্ডোজ এ সমর্থিত ছিল, যা এখন ওয়েবজিএলের নামে পরিচিত।

Unity3D দিয়ে আমরা কী করতে পারবো?

উত্তর : Unity দিয়ে আমরা একটি নয় দুটি নয় হাজার হাজার আকর্ষণীয় 3D গেইম বানাতে সক্ষম। যেমন : GTA, Pokemon Go, Shadowgun এছারাও আরো অনেক।

Unity দিয়ে আমরা 2D গেইম ও বানাতে পারবো যেমন Clash of clans, জী হা unity দিয়ে coc এর মত গেইম বানানো সম্ভব, এটা অনেক সপ্নের মত ছিল আগে যা এখন সম্ভব, কিন্তু অনেক টাকা ও লাগবে এতে। Unity দিয়ে আরো অনেক গেইম বানানো সম্ভব।

Unity3D দিয়ে কীভাবে Multiplatform গেইম তৈরি করবো?

উত্তর : Unity3D দিয়ে গেইম বানানো যেমন সহজ তেমনি কঠিন ও বটে, ইউনিটি দিয়ে যদি আপনি গেইম বানাতে চান তাহলে আপনাকে C#  ভাষা জানতে হবে, C# ভাষা না জেনেও গেইম বানানো সম্ভব তবে এতে অনেক টাকা খরচ হবে, আপনি যদি ইউনিটি দিয়ে গেইম বানাতে চান তাহলে আপনার একজন ট্রেইনার লাগবে যে আপনাকে যেকোনো সময় আপনাকে হেল্প করবে।

আপনি চাইলে আমাকে Hire করতে পারেন, আমি কম মুল্যে ভালো সেবা দেওয়ার ছেষ্টা করবো।

আপনি যদি 3D গেইম বানাতে চান তাইলে C# ভাষা জানতে হবে, C# C++ এর মত না, তবে আপনি যদি C++ জানেন তাইলে c# বুঝতে বেশি সময় লাগবে না।

Post টি ভালো লাগলে মন্তব্য করুন।
আর আমার Permit ছাড়া যদি পুস্ট অন্য যায়গায় পুস্ট করেন তাইলে ভালো হবে না আপনার জন্য।

ফেসবুকে আমি : Taher

Level 1

আমি তাহের খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস