টারবো সি কম্পিউটারে সেট আপ করা – সি প্রগ্রামিং ল্যাংগুয়েজ টিউটরিয়াল-০২ (ল্যাব)

পূর্বের পাঠে মূলত: সি প্রগ্রামের প্রাথমিক আলোচনা করেছি, বলা যায় থিওরী ক্লাস। এখন দেখবো কিভাবে টারবো সি প্রগ্রাম সেট আপ ও প্রগ্রাম লিখে কম্পাইল ও রান করা যায়।

টারবো সি প্রগ্রাম ডাউনলোড করা ও সেট আপ করা

এই লিংক থেকে টারবো সি ডাউনলোড করুন। দেখুন ৪.১৭ মেগাবাইটের ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা।
Tc কে আনজিপ করুন । আপনার কম্পিউটারের সি ড্রাইভে tc নামের ফোল্ডারে সেট আপ হবে।
এবার c: ড্রাইভের tc ফোল্ডারের bin নামের ফোল্ডারটি খুলুন। এখানে tc.exe ফাইলটিই মূল c প্রগ্রাম, tc.exe তে ডাবল ক্লিক করুন।
ছবির মতো আসে কিনা দেখুন।

c প্রগ্রাম

প্রগ্রাম লিখে কম্পাইল ও রান করা

প্রথম পাঠের কোডগুলো লিখুন।

#include <stdio.h>
int main()
{
printf( "I am alive! Beware.\n" );
getchar();
return 0;
}

এবার Alt+F9 চাপুন। আপনার প্রগামে কোন ভুল থাকলে তার বর্ননা নিচের দিকে দেখতে পাবেন; সংশোধন করে Alt+F9 চেপে দেখুন ভুল আছে কিনা, না থাকলে ctrl+F9 চাপুন।
স্ক্রিনে প্রদর্শিত হবে I am alive! Beware.

ctrl+F9 চাপার পর সি এর কম্পাইলার আপনার লিখিত কোডগুলোকে মেশিন কোডে পরিনত করে। এই ঘটনাটাকে বলি কম্পাইল করা।

*কম্পাইলার কি?

কম্পাইলার এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রাম-সমষ্টি যা কোন কম্পিউটার ভাষা (উৎস ভাষা) থেকে অপর একটি কম্পিউটার ভাষায় (গন্তব্য ভাষা) টেক্সট অনুবাদ করে। সাধারণত কোন প্রোগ্রামের সোর্সকোড থেকে মেশিনকোডে রূপান্তরের কাজটি কম্পাইলার দিয়ে করা হয়ে থাকে। আরো নিখুঁতভাবে বলতে গেলে, কম্পাইলার সোর্সকোডকে অ্যাসেম্বলি কোডে পরিনত করে, পরবর্তীতে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি কোডকে মেশিনকোড এ পরিনত করে। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর এই মেশিনকোড বুঝতে পারে এবং সেই অনুযায়ী কর্মসম্পাদন করে।*

*..* সূত্র: http://bn.wikipedia.org/wiki/

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান……….

ভাই অনেক ধন্যবাদ আশা করি চালিয়ে যাবেন

ধন্যবাদ পারভেজ ও মামুন ভাই।

চলবে………………………………

This is very beginning level.

Level 0

এটা আনইনস্টল করে কি ভাবে. Add Or Remove Programmes এ এটি নেই. জানালে উপকৃত হব.

@ http://www.Linkinworld.com : চলবে…….আশা রাখি।

@Sarwar: c:\tc মুছে দিলেই হবে। এটা মূলত: কপি হয়েছে।

@www.y2zmusic.com: ঠিক কথা।

ভালো পোষ্ট… তবে আমার মনে হয় C এর সাধারণ ফরম্যাট নিয়ে আলোচনা করলে ভালো হতো. যেহেতু এটা Beginning Level. নতুনদের জন্য ভালই হবে আশাকরি. ধন্যবাদ চালিয়ে যান 😉

কম্পাইলার এবং ইন্টারপ্রিটার সম্পর্কে গত দু’বছর ধরে পড়ছি।এখন টেকটিউনসে পড়ে ভালই লাগল।আচ্ছা কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারে অনুবাদ করা যায়??

@জুয়েল : ধন্যবাদ জুয়েল ভাই।