টেকটিউন্সে ঢোকার সময় ব্রাউজার হ্যাং ও IDM -এর অটোমেটিক ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

টেকটিউন্সে ঢোকার সময় আমাদের মধ্যে অনেক ভিজিটররা প্রথম যে সমস্যায় পড়ি তা হল ব্রাউজার হ্যাং ও অটোমেটিক ডাউনলোড।

কেন এই সমস্যা হয়?

এই সমস্যাটি সবার ক্ষেত্রে হয় না। শুধুমাত্র যারা Internet Download Manager (IDM) ব্যবহার করেন, তারাই এই সমস্যার সম্মুক্ষিণ হন।

কারণ?

টেকটিউন্স cdn নামের একটি সার্ভার ব্যবহার করে। এবং টেকটিউন্সের পেজ লোড হওয়ার সময় সেই সাভার থেকে .gzip ফরমেটের একটি ফাইল পাঠানো হয়। যে যে ফাইলগুলি IDM ডাউনলোড করার চেষ্টা করে তার মধ্যে .gzip ও আছে। তাই যখনি সার্ভার ওই ফাইলটিকে টেকটিউন্সের পেজ লোড হওয়ার জন্য আপনার কম্পিউটারে প্রেরণ করে তখনি IDM ওই ফাইলটিকে ডাউনলোড করার চেষ্টা করে, ফলে কিছুক্ষণের জন্য আপনার ব্রাউজার হ্যাং হয়ে যায।

কিভাবে এই সমস্যার সমাধান করবেন?

প্রথমে আপনার কম্পিউটার থেকে Status Bar (Start) -এর ডান দিকে অর্থাৎ ঘড়ির পাশে IDM এর আইকোনটিকে একবার ক্লিক করুন।

IDM ওপেন হলে Download -মেনু থেকে Options এ ক্লিক করুন।

"Internet Download Manager Configuration" নামের একটি ডায়লক বক্স আসবে। সেখান থেকে "File types" ট্যাবটিকে ক্লিক করুন।

এবার সেখানে "Automatically start downloading the following file types:" এ বিভিন্ন রকমের ফাইল ফরমেটের নাম দেখতে পাবেন। এবার সেখান থেকে GZIP লেখাটি কেটে দিন। এবং OK তে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এখন টেকটিউন্স খুললে কোন ফাইল ডাউনলোড হবে না,  ডাউনলোড করার চেষ্টা করবে না এমনকি ব্রাউজারও হ্যাং করবে না। 🙂

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ চমৎকার, এই সমস্যা টা কিছুদিন আগে অটোমেটিক টিক হয়ে যাই। তবু ও আপনাকে ধন্যবাদ অনেকের উপকার হবে।

Level 0

ভাইয়া অনেক উপকার করলেন।আতা নিয়ে অনেক ঝামেলাই ছিলাম

Level New

আমি এটা আগেই করছিলাম …… সবাইকে জানাই দেয়ার জন্য ধন্যবাদ

Level 0

saiful ভাই এর টাও ঠিক । আমি এভাবে ঠিক করেছি। IDM এর ওই পাতায় নীচে লিখা আছে – Don't start downloading automatically from following sites তার নিচের ঘরে স্পেচ দিয়ে লিখুন *techtunes.io । এবার ওক করে বেরিয়ে আসুন ।

    ধন্যবাদ শামিম ভাইয়া। আপনার টাও ঠিক আমারটাও ঠিক।

    এই কাজ করলে আপনি ভবিষ্যতে টিটি থেকে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন না। তাই সাইফুল ভাইএর ট্রিক তাই কাজের।

ধন্যবাদ আপনাকে।

জানা ছিলনা ।
এ ব্যাপারটা নিয়ে খুব বিরক্তিতে ছিলাম ।
এখন সমাধান পেলাম ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Level 0

good

Level 0

আমার ও এই সমস্যা ছিল । তখন আমি ইন্টারনেট ব্রাউজার করার আগে IDM ডিজেবল করে রাখতাম। তথ্যটি সবার কাজে লাগবে ধন্যবাদ

ভাই আমি কিন্তু সারা দিন ডাউনলোড নিয়া ব্যস্ত থাকি।
দিনে কমে ২ গিগা ডাউনলোড করি,
কোন কষ্ট হয়না,
কিন্ত যখন টিটীতে যাই তখন এই ডাউনলোড টা এত মাথা
গরম করত যেন আতুরা দিয়া পিটাইয়া পিটাইয়া কম্পিউটার
বায়ংগা ফালাই,
তবে আপনার টিপ্সটা এই বাংগনের থেকে পিসি বাঁচায়ল।
তাই আপনি রাগ করেন না।। আপনাকে পরে ধন্যবাদ দিবো।
এখন মাথা পোরা গরম;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    আচ্ছা ঠিক আছে পরেই ধন্যবাদ দিয়েন। গরমের দিনে গরম ধন্যবাদ না দেওয়াই ভাল 😀
    ঠান্ডা ধন্যবাদ দিচ্ছি..
    ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে।

সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ 🙂

এ সমস্যা অনেকের ই হয়। ধন্যবাদ।

এ সমস্যার জন্য মাঝে মাঝে অসহ্য লাগত আপনাকে ধন্যবাদ এ রকম ছোটখাট বিষয় নিয়ে টিউন করবেন

    ধন্যবাদ রাহি ভাইয়া।
    আর কোন বিষয়ই ছোট না। কারও না কারো দরকার পড়েই।

Level 0

thanks

ভাই।। কি বলে যে ধন্যবাদ দেব ? আপনাদের মত কিছু tuner আছে বলেই techtune এত ভাল লাগে।।

    ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। মন্তব্য করেছেন এতেই খুশি।
    ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ…… অনেক আগেই টেকটিউন্সের পক্ষ থেকে টিউনটি হওয়া উচিৎ ছিল … তবে সমস্যায় ভূগলেও কেউ ব্যাপারটি তুলে ধরেনি তাই ব্যাপারটি হয়ত এড়িয়ে যাওয়া হয়েছিল ….. তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার মত টিউনাররা ই আমাদের মূল চালিকা শক্তি।

অশেষ ধন্যবাদ

    এই সমস্যা নিয়ে টেকটিউন্স ডেক্স-এ একজন লিখেছিল। তাই উনাকে এইরকম কোন পোষ্টের লিংক দেওয়ার জন্য অনেক খুজেছি কিন্তু পাইনি। তাই টিউনটি করা।
    অবশ্য টিউন করার সময় আমিও অবাক হয়েছিলাম যে এই সমস্যা নিয়ে আগে কোন টিউন হয়নি।

    অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

    Level New

    টিনটিন ভাই। Techtunes এ প্রোফাইল ইমেজ দেয়ার অ্পশ্ন নাই কেন??? নাকি আমি পাইতেসিনা?

    @ ЯOBAYETH,

    টেকটিউনস এ গ্রাভাটারের মাধ্যমে প্রোফাইল পিকচার সেট কিভাবে করে তা নিচের পোস্ট এ বিস্তারিত দেয়া আছে।

    https://www.techtunes.io/webware/tune-id/36249/

Level New

বাচাইছেন বিরক্তিকর এটা জিনিস থেকে……বিশেষ ধন্যবাদ

Level 0

thank u for ur good information …….>

    ধন্যবাদ তাওফিক ভাইয়া।
    বাংলায় কমেন্ট করার চেষ্টা করুন।

ধন্যবাদ।

Level 0

amio ata niya somossay silam…. thanks

ধন্যবাদ

http://www.trueonlineearn.com

কিছু দিন আগে অন্য একটা কারনে এক ভাইএর সাহায্য নিয়ে এটা করেছিলাম । কিন্তু বুঝতেই পারিনি যে সাথে সাথে আরেকটি প্রব্লেম ও সল্ভ হয়ে গেছে । 😀 জানানোর জন্য ধন্যবাদ 🙂

ধন্যবাদ

onek din dhore ei problen e silam thanks

সাইফুল্লাহ says:
৩১ মার্চ, ২০১১ at 3:40 অপরাহ্ন

ভাই IOS 4.3.1 এর জেইল ব্রেক কি বের হয়েছে?
আমি নোকিয়া এন ৮ আর আইফোন ৪ ব্যাবহার করি,
এন৮ ফ্ল্যাশ দিয়েছি এখন হ্যাক করার পালা!

দয়া করে এই লিঙ্কটা একটু দেখে বুঝিয়ে বলবেন? http://www.n8fanclub.com/2010/11/nokia-n8-hacked-uda-custom-firmware.html

নোকিয়া এন৮ হ্যাক করার জন্য যা যা দরকার সবই ডাউনলোড করেছি কিন্তু থিক মত বুজতে পারছি না!

    IOS 4.3.1 এর জেইল ব্রেক করার জন্য http://www.redmondpie.com/jailbreak-ios-4.3.1-iphone-4-with-pwnagetool-4.3.1-bundle-how-to-guide/ লিংকটি দেখতে পারেন।

    আর নোকিয়া এন ৮ -এ যে লিংকটি দিয়েছেন সেটি দেখলাম। ওইভাবে এন৮ হ্যাক করা যাবে কিন্তু কৌশলটা খুব রিক্সি এবং যারা নতুন মানে কোনদিন সেটকে ফ্ল্যাস দেয়নি তাদের জন্য বুঝতে সমস্যা হবেই। যারা মোবাইল সার্ভিসিং করে তারা ব্যাপারটি আপনাকে ভালভাবে বুঝাতে পারবে।

Level 0

সুন্দর টিউন……..
ধন্যবাদ আপনাকে……..

Level 0

সাইফুল ইসলাম thanks a lot….

খুবই কাজের টিউন। শুকরিয়া ভাই।

অেনক ধন্যবাদ

Level 0

baiya apnar kase nokia n73 er Smartguard.sis with license software ta asea?
thake please jana ben

    Level 0

    bai nokia n73 te install korar por un supported lekha asea???????
    ki korbo?

    Level 0

    Check failed! It is not the normal S60 installing document

    signing hoy ta !!!

    Level 0

    Check failed! It is not the normal S60 installing document
    SING UP PROCESS HOY NA..
    FIRST MONTOBBO TA CALL CEATHER ER PROBLEM………..

    আসলে N73 অনেক আগের সেট তাই এর সফট্ওয়গুলির নতুন ভার্সন বর্তমানে খুব কম পাওয়া যায়।
    আপনি দয়া করে আপনার কাঙ্খিত সফট্ওয়ারটির নাম দিয়ে গুগলে সার্চ দিন। আশা করি পেয়ে যাবেন।
    ধন্যবাদ।

Thanks brother…

ধন্যবাদ দারুন এবং প্রয়োজনীয় Tune টি করার জন্য

সাহায়্যের জন্য প্রস্তুত হইতে ছিলাম। তার আগে তুমি দিলা। অসংখ্য ধন্যবাদ সাইফুল ব্রাদার।

Level 0

bai ai software ki sign up korte hobe..
na direct install hobe mobile a
please jana ben….

    যদি ইন্সটল হতে কোন সমস্যা দেখা দেয় তাহলে সাইন করতে হবে।
    ধন্যবাদ।

ধন্যবাদ, এই সমস্যাটা আগে আমারও হত, বুঝতাম না – এখন আর হবেনা জেনে ভাল লাগল।

Level 0

টিউনার সাইফুলকে বলছি 😛
এটা করলে এই ফরমেটের আপনি কোন ফাইলই ডাউনলোড করতে পারবেননা
এর চেয়ে আরেকটা সহজ উপায় আছে 🙂
যাইহোক নতুন অনেকেরই কাজে লাগবে
ধন্যবাদ

    হুম। তা ঠিক। কিন্তু যখন GZIP ফরমেটের কোন ফাইল ডাউনলোড করবে তখন আবারও IDM -এ ফরমেটটা যোগ করে দিলেই হয়। আর তাছাড়া GZIP ফরমেটের ফাইল আমার জানামতে খুব কমই পাওয়া যায়।

    ধন্যবাদ মন্তব্য করার জন্য। 😀

টিউনটি করার জন্য ধন্যবাদ…

ধন্যবাদ সমাধান দেওয়ার জন্য, আমি অন্য একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হল, techtunes page সেভ করে off line এ খুললে backgroud থাকে না খালি লেখা থাকে, সমাধান জানা থাকলে জানাবেন ধন্যবাদ,

    আমি দুঃখিত। এর সমাধান আমার ঠিক জানা নেই।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

    আসাদ ভাই আপনি কোনো পেইজ সেভ করার সময় save as Type হিসেবে Web page, complete সিলেক্ট করে দিবেন। আপনার বর্তমানে সম্ভবত Web page, HTML only ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে। আশা করি কাজ হবে। ধন্যবাদ।

    সব ভাবে করে দেখছি কাজ হয়না এরকম fire fox এ হচ্ছে explorer ঠিক হয়

আপনাকে ধন্যবাদ।

টিউন টি ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ।

জটিল টিউন আপনাকে অসংখ্য ধন্যবাদ

জানা ছিলনা , শেয়ারের জন্য ধন্যবাদ

Level 0

kew ki amakey Tv card diye tv proggram PC te record korar softwer ebong ki ki lagbe bistarito picture soho post korey amakey sohojogita korte parben plz plz ple

    আপনার এই কথাটি এইখানে না লিখে "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে লিখে টিউন করেন।
    আশা করি সমাধান পাবেন। ধন্যবাদ।

মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টিউনটি পড়ার আগ পর্যন্ত সমস্যায় ভুগতেছিলাম। এখন সমস্যা মুক্ত আছি। আবারও আপনাকে ধন্যবাদ।

    আরে ভাগিনা যে !! অনেকদিন পর টিটিতে আগমন। কি ব্যাপার কিসের এত ব্যস্ততা??

Level 0

bai nokia n73 er skype software asea?

    Skype নোকিয়া N73 এর কমপাটিবল কোন ভার্সন তৈরী করেনি 🙁
    ধন্যবাদ।

    Level 0

    না হবে না , হয় যদি হয় তবু
    http://forum.skype.com/index.php?showtopic=৫৪৪৩৫১

    চেষ্টা টু ডাউনলোড
    http://www.mediafire.com/?ccypmqg3a419v7h

    Level 0

    dux bai hoy na..
    skype diyea nokia kon set a net a khotha bola jabea?
    pleae janaben……

    Level 0

    স্কাইপি এন্ড্রয়েড ওস , আইফোন , সিম্বিয়ান ওস সমর্থন করে.
    নকিয়া এর মধে
    Nokia N8, C7-00, C6-01 ৭
    Nokia N97, N97 mini, 5230, ৫৫৩০ ( এটাতে বেবহারিক আমি দেখছি ) , 5800, x6
    Nokia N78, N79, N81, N81 8GB, N82, N85, N86 8MP, N95, N95 8GB, N96,
    5320, 5730 XpressMusic, 6210 Navigator, 6220 Classic, 6730 Classic, E51, E52, E63, E66, E71, E72, E75 and E90.

    তাছাড়া ফোনের ডিফল্ট ব্রাউসার থেকে skype.com/m ডাউনলোদ করা যায় .

    Level 0

    ভালো কথা , আপনার সেট তা কি হেক করা আছে .? আপনার কি সফট ইনস্টল করতে কোনো ঝামেলা হয় ?
    ঘটনা এমন হলে ভালো মানুষের মত অভি ষ্টোর থেকে সফট নামাতে হবে.
    অথবা
    সেট হেক করে ঝামেলা দূর করেন.

    এজন্য সাইফুল ভাই র টিউন তা অনুসরণ করতে পারেন. সার্চ করলে পাবেন.
    না বুঝলে , আছি.

    Level 0

    ভাইয়া আমার আই'িড'এম টা েরিজসেটশ্ন ক্রিতিস , চলেতেছ িঠকমত । িকন্তু যখনই িপিস অফ
    কের অন ক্রিতিছ তখন আবার েরিজসেটশ্ন চায় । বারবারই এরকম হয় অফ
    কের অন করেল । আশা কির সমাধান িদেবন .।.।.।

    Level 0

    dux bai kisu bujlam na..
    tobe amar n73 te software install korte problem hoy..
    ar software ta signing up korte hoy………
    r সেট হেক korbo kemon kore????

দারুন

সাইফুল অনেক ধন্যবাদ তোমাকে। খুবই কাজের একটা টিউন করেছ। অনেকই উপকৃত হবে এই টিউন থেকে আশাকরি।

Level 2

মাত্রই দীর্ঘ দিন ভোগার পর IDM Reinstall দিলাম, অত:পর ……… কি বলে যে ধন্যবাদ দেব!

অসংখ্য ধন্যবাদ। এই টিপসটি আমার পিসির জন্য খুবই প্রয়োজন ছিল।

Level 0

আমার অনেক উপকারে লাগলো। অনেক ধন্যবাদ ভাই।

গ্রামীণফোন ফ্রি ইন্টারনেেটর কী হল?
আইডিয়া বাজরা আওয়াজ দেন

    এখন আর ফ্রি নাই। টাকা কাটে।
    নতুন কোন পদ্ধতি বের হলে অটোমেটিক জানতে পারবেন।
    ধন্যবাদ।

Many Many Thanks 🙂 🙂 🙂

হুমমমম, ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার খুব কাজে দেবে?

Level 0

thanks..

Level 0

আমার একটা CDMA মডেম আছে। কিন্তু ঐ মডেমটার Driver Software নাই। মডেমটা TIAN TUO XIN DIAN CDMA Technologies এর। এর Driver Software পাবার পদ্ধতি বলবেন প্লিজ।
আমি সাহায্য চাই বিভাগে এটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্ত পারি নাই। এ বিভাগে পোস্ট করছিলাম কিন্তু তা ড্রাফট হয়ে আছে। এ বিভাগে পোস্ট করতে পারলে ছবি সহ দিতে পারতাম।
এমন কি পদ্ধতি আছে যা দিয়ে আমি মডেমের Driver Software এর থেকে রেহাই পেতে পারি।
Help me please.
[email protected]

Level 0

ভাই অসংখ্য ধন্যবাদ, বাঁচালেন।

Level 0

thanks brother

Level 0

pls if possible to write about laptop bios password if forgot……………

Very nice tune you is very excellent…..
Thanks a lot.

    বাংলায় কমেন্ট করার চেষ্টা করুন।
    মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া… আজাইরা একটা ঝামেলা থেকে বাচালেন। তবে আমার কিন্তু .gz ফাইলটাও নিজে থেকে ডাউনলোড হয়। ওটাও অফ করে দিলাম। থেঙ্কু 😀

thnx. its really effective

সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টিপসটির জন্য।

Level 0

লেখাটি ভাল হয়েছে…….অনেক সুন্দর টিউন করেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

thank you যদিও আমার idm এই সমস্যাটা করে না

আমার ব্লগার খুলতে গেলে সমস্যা হত, এখন ঠিক হয়ে গেছে। ধন্যবাদ সাইফুল ভাই।

ধন্যবাদ ভাইয়া।।।।।