ডাচ বাংলার ডেবিট কার্ড দিয়ে ফ্লেক্সি করুন মোবাইলে

মোবাইলে ফ্লেস্কির জন্য CityShop চালু করেছে ফ্লেক্সির সুবিধা। আপাতত বাংলা লিংক ও সিটিসেলে ফ্লেক্সি করতে পারবেন আপনার ডাচ বাংলার নেক্সাস ডেবিট কার্ড বা মাস্টারকার্ড ব্যবহার করে (ভিসা কার্ডধারীরা এই সুবিধা পাবেন না)

প্রক্রিয়াঃ

1. এই লিংকে ক্লিক করে রিচার্জ করার পেজে ঢুকুন।

2.Choose The operator:

Mobile Number:

Amount To Recharge:

E-mail:

ফর্মটি পূরণ করে Click To Continue এ ক্লিক করুন।

3.পরের পেজ আসবে। তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে Click To Continue এ ক্লিক করুন

4. ‍SSL Comerz এর পেজ আসবে। এখানে আপনার কার্ড টাইপ (নেক্সাস বা মাস্টারকার্ড) সিলেক্ট করে Proceed To Pay এ ক্লিক করুন।

5. ডাচ বাংলা ব্যাংক Verisign Secured পেমেন্ট গেটওয়ে তে নিয়ে যাবে। এখানে আপনার কার্ডের গোপন তথ্য ও পিন দিয়ে পেমেন্ট করুন (6%চার্জ কাটবে যত টাকা ফ্লেক্সি করবেন তার উপর)

চার্জ

 

6% চার্জ কাটবে, অর্থাৎ 50 টাকা ফ্লেক্সিতে মোট 53 টাকা খরচ হবে।

নিরাপত্তাঃ

যেহেতু ব্যাংকের নিজস্ব গেটওয়ে দ্বারা পেমেন্ট করা হচ্ছে তাই এটি নিরাপদ।

অনলাইন ব্যাংকিংকে বাড়তি সুরক্ষাঃ

অনলাইনে নিয়মিত কেনাকাটার অভ্যাস থাকলে পিসিতে ভালো মানের এন্টিস্পাইওয়্যারযুক্ত এন্টিভাইরাস রাখুন। এটি আপনার নিরাপত্তাকে নিশ্চিত করবে।

--------------------------------------

ভালো থাকুন, সুস্থ থাকুন...

-- নেট মাস্টার
Author: Dr. Tanzil


Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলালিংক ও সিটিসেল ছাড়া তো কাজ হবে না, তাই না ।

অগের সাইটটা বন্ধ থাকায় অনেকদিন থেকে খুজতেছিলাম।
ধন্যবাদ।

কতক্ষনের মাঝে টাকা আসে? ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ইন্সট্যান্ট রিচার্জ হয়, তবে টেকনিক্যাল সমস্যায় দেরী হতে পারে।

ভাইজান সবই বুজলাম কিন্তু card number টা বুঝতে পারলাম না। এখানে কি নাম্বার দিতে হবে।

    ডেবিট কার্র্ডের উপরে (বেশীরভাগ সময় সোনালী রং এর) একট নম্বর খোদাই করা থাকে। যেমন 359654487586.

Level 0

বাংলালিংক বা সিটিসেলের ফ্লেক্সি বলে কি কিছু আছে?
চার্জের ক্ষেত্রে আপনার
"6% চার্জ কাটবে, অর্থাৎ 50 টাকা ফ্লেক্সিতে মোট 53 টাকা খরচ হবে।"
এ কথাটার অর্থ বুঝলাম না, বুঝিয়ে বলবেন?

    *দেশের প্রচলিত ভাষা ব্যবহারের পক্ষে। আইটপ আপ, ইজিলোড,ই-ফিল, ইত্যাদি শব্দে মানুষকে কনফিউজ করতে পছন্দ করি না।

    আপনি যতটাকা রিচার্জ করবেন তার 6% টাকা সার্ভিস চার্জ দিতে হবে। 100 টাকা রিচার্জ করতে গেল 6 টাকা সার্ভিসচার্জ সহ মোট 106 টাকা কেটে নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে।

ভাল…….. তবে ৬% একটু বেশি হয়ে যায়।

সাড়ে ৯টায় লোড করেছি মাগার ১০:২০ পর্যন্ত লোডের কোন খবর নাই।

    শেষ পর্যন্ত কয়টায় লোড পেয়েছিলেন আমাদের তার আপডেট জানান।

সাইটা কাজ করতাছে না । না আমি পরতাছিনা ঠিক বুজতে পারছি না ?

আমি এখন পর্যন্ত পাই নি। আজিব!

[url=http://www.uploadhouse.com/viewfile.php?id=9158912&showlnk=0][img]http://img2.uploadhouse.com/fileuploads/9158/9158912-holder-d884dc01fb9825e82c9fa2d77d343562.jpg[/img][/url]

    আপনার সিম পোষ্ট পেইড? পোস্ট পেইডে বিল অ্যাডজাস্ট করার কিছু ক্যাচাল আছে।. জিপির পোষ্ট পেইডে একবার বিল দিয়েছিলাম ডাচ বাংলার এটিএম থেকে, টাকা পেয়েছি পরের দিন।. ওদের অফিস টু অফিস বিল ট্রান্সফারের কিছু দাপ্তরীক ঝামেলা রয়েছে।
    01919 তো SME package. আপনারটা SME পোষ্টপেইড? নাকি call and control?

    রিচার্জে সমস্যা হলে অবশ্যই সিটিশপের সাথে যোগাযোগ করবেন।

Dhonnobad. Ami 3 bar load dite perechi. But charge keteche 4.092%.

Level 0

ভাইয়া প্রথমেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা টিউন উপহার দাওয়ার জন্য।আমিও সফল,কিন্তু ভাইয়া আমার acnt nb যে হ্যাক হবে না তার কি নিচ্ছয়তা??????

    Verisign Secured, এবং ডাচ বাংলার নিজস্ব পেমেন্ট গেটওয়ে তে কার্ডের তথ্য দিচ্ছেন। কোন থার্ড পার্টিকে তো আর তথ্য দিচ্ছেন না। অনলাইন ব্যাংকিং করার আগে ‍SSL এনক্রিপশন, ভেরিসাইন ইত্যাদি টার্মগুলো জেনে রাখুন।

    হ্যাকারদের হাত থেকে বাচতে ভালো মানের এন্টিস্পাইওয়্যারযুক্ত এন্টিভাইরাস ব্যবহার করুন।

wow 😀 জটিল, আগে ও একটা সাইত ছিলো ভুলে গেছিলাম। প্রিয় তে রাখলাম কাজে লাগবেই লাগবে। অনেক অনেক ধন্যবাদ। ও ভালো কথা আবার এটা কনো পিশিং নাত ভাই? কার্ড যদি হ্যাক হয় তাইলে কিন্তু খবর আছে আপনার। হাহাহা

    Verisign যদি সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে নিরাপত্তা নিয়ে কথা বলাটা এই নাদানের ঠিক হবেনা ভাই। নিশ্চিন্তে ব্যবহার করুন, তবে আপনার পিসিতে স্পাইওয়্যার থাকলে ক্যাচাল আছে।

Emergency muhurte kaje lagbe. Thanks. Preo te rakhlam

ভাই পারতাছিনা
Parse error: syntax error, unexpected '<' in /home/cityshop/public_html/newflexi/index.php on line 3
এটা দেখাচ্ছে।

Level 0

this site is showing as suspended !!!