গেম খেলতে, আলোচনা করতে এবং গেম তৈরি করার জন্য অবিশ্বাস্য মাধ্যম হচ্ছে Steam – গেম খেলুন আর উপভোগ করুন – ক্রস প্লাটফর্ম সাপোর্টেড

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন  সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

আমরা যারা ইয়্যাং জেনারেশন এর তারা প্রায় সবাই ই গেম খেলতে পছন্দ করে। কেউ রেসিং, কেউ অ্যাকশান, কেউ মিশন আর কেউবা স্পোর্টস গেম খেলতে ভালবাসে। আমিও এক সময় ফিফা ফুটবল গেম খেলতাম প্রচুর, এর আগে খেলতাম ক্ল্যাশ অফ ক্লান ইত্যাদি। তো আমি মনে করি আপনারাও বিভিন্ন ধরনের গেম খেলতে পছন্দ করেন, আর তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো Steam গেমিং টুলস নিয়ে। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক।

Steam কি?

Steam হচ্ছে ভিডিও গেমস আদান প্রদানের একটি ডিজিটাল প্লাটফর্ম। যেমন Amazon Kindle হচ্ছে ইবুক আদান প্রদানের ডিজিটাল প্লাটফর্ম,  iTunes হচ্ছে মিউজিক আদান প্রদানের জন্য একই ভাবে Steam হচ্ছে গেমস আদান প্রদানের একটি ডিজিটাল মাধ্যম। Steam এর মাধ্যমে আপনি গেম কিনতে এবং ইন্সটল করতে পারবেন, মাল্টিপ্লেয়ারে গেম খেলতে পারবেন এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অন্যান্য গেমগুলির সম্পর্কে আপডেট পেয়ে যাবেন অনায়েসেই।

সুতরাং, আপনি যদি Steam এর মাধ্যমে কোনও গেম কিনেন/ডাউনলোড করেন তবে আপনার স্টিম অ্যাকাউন্ট ব্যবহার করে  বিভিন্ন ডিভাইসে এবং প্ল্যাটফর্মে ইনস্টল করতে পারবেন। নিচের ভিডিও টি দেখুন, ছোট্ট একটি রিভিও।

 

ইন্সট্যান্টলি গেমে অ্যাক্সেস করুন

Steam এর মাধ্যমে আপনি ৩০০০০ এর অধিক গেমের কাল্কেটশনে অনায়েসেই অ্যাক্সেস করতে পারবেন। এছারাও আপনি উপভোগ করতে পারবেন অসাধারণ সকল অফার, অটোম্যাটিক গেমস আপডেট, এবং আরো অনেক কিছু। Steam এর শপে ব্রাউজ করতে এখানে ক্লিক করুন

কমিউনিতি'তে জয়েন করুন

Steam এ আমার আপনার মত প্রায় ১ কোটি মানুষ এতে জয়েন করা আছে। ফলে আপনি সহজেই নতুন নতুন ফ্রেন্ড এর সাথে কানেক্ট হতে পারবেন, নতুন গ্রুপে জয়েন হতে পারবেন, গেমের ভিতরে থেকেই চ্যাট করতে পারবেন ইত্যাদি।

Steam এর হার্ডওয়্যার ব্যবহার করুন

Steam আপনাদের জন্য তৈরি করেছে কন্ট্রোলার এবং VR টেকনোলজি যা HTC Vive এর সাহাজ্যে তৈরি করা হয়েছে। আর এই হার্ডওয়্যার ব্যবহার করে পিসির জন্য গেম তৈরি করা যাবে আগের তুলনায় অনেক উন্নত মানের।

গেম রিলিজ করুন

Steam প্লার্টফর্ম ব্যবহার করে গেম ডেভলপার এবং পাবলিশার সহজেই তাদের গেমকে টার্গেট অডিয়েন্স এর সামনে উপস্থাপন করতে পারবে।

এক নজরে Steam এর ফিচার সমূহ

Steam এর টিম প্রতিনিয়তই নতুন নতুন আপডেট দিয়ে থাকে আর একই সাথে নতুন ফিচার আবিস্কার করার চেষ্টা করে থাকে। নিচে এর সব ফিচার নিয়ে আলোচনা করা হল।

Steam চ্যাট

Steam এর এই ফিচার ব্যবহার করে, Steam থেকে বের না হয়েই আপনি সহজেই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধুদের সাথেই ম্যাসেজিং করতে পারবেন, ভয়েস চ্যাট করতে পারবেন।

গেম হাব

Steam এর গেম হাব ফিচারের মাধ্যমে আপনি সহজেই আপনার পছন্দের গেম সম্পর্কে জানতে পারবেন, আর সব কিছুই পাবেন একই প্লাটফর্মে। এছাড়াও আপনি ডিস্ক্যাশনে জয়েন, কন্টেন্ট আপলোড এবং আপনি হতে পারেন প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম জানতে পারবেন গেমের আপডেট সম্পর্কে।

Steam ব্রডকাস্ট

Steam এর মাধ্যমে আপনি গেম খেলার সময় একটি মাত্র বাটন ক্লিক করার মাধ্যমে গেমপ্লে লাইভ শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ড এর সাথে অথবা Steam কমিউনিটিতে থাকা অন্য সবার সাথেও শেয়ার করতে পারবেন।

Steam ওয়ার্কশপ

Steam এর ইউজার ফ্রেন্ডলি এই ফিচার ব্যবহারের মাধ্যমে আপনি গেমের মোড তৈরি করতে পারবেন বা অন্যান্য প্লেয়ারের ক্রিয়েট করা মোড ডাউনলোড করে তা উপভোগ করতে পারবেন যা ১০০০ এর অধিক গেমস সাপোর্টেড।

মোবাইলের মাধ্যমে Steam এ অ্যাক্সেস

Steam তার ব্যবহারকারীদের কথা চিন্তা করে অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড এর জন্য মোবাইল অ্যাপ তৈরি করেছে। যার ফলে আপনি সহজেই Steam কমিউনিটির সাথে কানেক্ট হতে পারবেন যে কোন যায়গা থেকে আপনার মোবাইলের সাহায্যে।

গেমে আর্লি অ্যাক্সেস করুন

Steam সফটওয়্যার ব্যবহার করে সহজেই নতুন নতুন অনেক গেমস আবিষ্কার করতে পারবেন, সেই সাথে গেমস খেলে দেখতে পারবেন। আর তাদের গেম আর্লি অ্যাক্সেস এ যোগ দিয়ে আপনি হতে পারেন তাদের গেম ডেভলপমেন্টের একজন অংশীদার

মাল্টি ল্যাঙ্গুয়েজ

Steam টিম তাদের এই সফটওয়্যারকে একটি গ্লোবাল সফটওয়্যারে পরিনতি করার জন্য এতে ২৮ এর অধিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে থাকে আর একই সাথে আরো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ এতে যুক্ত করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।

পারসেইজ মেইড ইজি

Steam স্টোরে আপনি ১০০ এর অধিক পেমেন্ট মেথড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যা ৩৫ এর অধিক কারেন্সি এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে পারবেন। ফলে আপনি সহজেই আপনার ইচ্ছা মত কারেন্সি এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে ট্রাঞ্জেক্টশন করতে পারবেন।

কন্ট্রোলার সাপোর্ট

Steam তাদের ডেভলপারদের প্রতিনিয়ত উৎসাহিত করছে তাদের সফটওয়্যারে নতুন নতুন কন্ট্রোলার সাপোর্ট করানোর জন্য। Steam সফটওয়্যারে বর্তমানে PlayStation, Xbox, এবং Nintendo এর কন্ট্রোলার সাপোর্ট করে থাকে।

Steam ডাউনলোড

Steam সফটওয়্যার অফিসিয়াল পেইজ থেকে ডাউনলোড করতে পারবেন। Steam সফটওয়্যার বর্তমানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম এর জন্য পাওয়া যাচ্ছে।

ডাউনলোড @ Steam অফিসিয়াল সাইট

শেষ কথা

Steam সফটওয়্যারে সমস্ত ফিচার বিবেচনা করলে বুঝতে পারছি যে, এটি সম্পূর্ন গেমার আর গেমস ডেভলপারদের ফোকাস করে তৈরি করা হয়েছে। আর গেমারদের জন্য রয়েছে অস্থির সব ফিচার যেমনঃ Steam চ্যাট, Steam ব্রডকাস্ট, Steam ওয়ার্কশপ ইত্যাদি। আপনারা যারা গেমারস আছেন তারা আশা করি সফটওয়্যারটি ব্যবহার করবেন এবং আপনাদের সকল অসম্পূর্ণ চাহিদা এই সফটওয়্যার এর মাধ্যমে পূরণ করতে পারবেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

আজকের টিউনটি কেমন হলো তা টিউমেন্ট করে জানিয়ে দিন, তাছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। টিউনটি জোস করুন, টিউমেন্ট করুন এবং শেয়ার করুন আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা পেইড গেমিং প্লাটফরম,এইরকম তো অনেক আছে। পারলে ফ্রি কোন প্লাটফরম থাকলে শেয়ার দিন।