{ব্লগার মহল}-৩-ব্লগারে ফেভআইকন পরিবর্তন করা । (আপডেট)

! ব্লগের মহলে সবাইকে স্বাগতম !

সবাই কেমন আছেন ? যারা আগের টিউন গুল মিস করেছেন তারা এখানে দেখে নিন -

{ব্লগার মহল}-২-ব্লগারে ন্যাভিগেশন বার সরানো ।

{ব্লগার মহল}-১-ছবি সহ অটোমেটিক রিডমোর বাটন ।

আজকের পরবে দেখানো হবে কিভাবে ব্লগের ফেভআইকন পরিবর্তন করবেন ।

ফেভআইকন কি ? এটি হল আপনার ব্লগ ওপেন করলে ব্রাউজার এর ট্যাবে ছোট যে আইকন দেখায় তাই ফেভআইকন । নিচে ছবি দেখুন -

এবার আপনি আপনার ইচ্ছা মত ছবি দিয়ে আপনার ফেভআইকন চেঞ্জ করে নিতে পারবেন । ঠিক নিচের মত -

আপনার ফেভআইকন JPG ফরম্যাটের হলে ভাল হবে ।

এবার আসি কিভাবে করবেন ?

১. আপনার ব্লগার ডেশবোর্ড এ লগিন করুন ।

২.  এবার আপনার ব্লগ এর Design এ ক্লিক করুন ।

৩. এবার Edit HTML এ ক্লিক করুন ।

৪. এবার কীবোর্ড এ ctrl+f চাপে </head> ট্যাগ টির জন্য সার্চ করুন ।

৫. এবার নিচের কোড টি </head> ট্যাগের ঠিক আগে পেস্ট করে দিন ।


<link href='{ছবির ঠিকানা}' rel='shortcut icon'/>
<link href='{ছবির ঠিকানা}' rel='shortcut icon' type='image/vnd.microsoft.icon'/>
<link href='{ছবির ঠিকানা}' rel='icon'/>
<link href='{ছবির ঠিকানা}' rel='icon' type='image/vnd.microsoft.icon'/>


( ছবির ঠিকানা তে আপনার ছবির ঠিকানা দিন )

৬. এবার Preview তে ক্লিক করে দেখুন যদি সব ঠিক থাকে তাহলে টেম্পলেট সেভ করে নিন ।

এই সাইট টিতে গিয়ে আপনার ছবি আপলোড করুন । ওখান থেকে Direct লিঙ্ক কপি করে নিন । এবার ছবির ঠিকানা তে লিঙ্ক টা পেস্ট করে দিন ।

ছবি jpg এর হলে ভাল হবে

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন দের কাজে আসবে। ধন্যবাদ

প্রথমত ব্লগার টেমপ্লেট ডিজাইনার দিয়ে ডিজাইন করা টেমপ্লেটে যতটুকু জানি ফেভিকন পরিবর্তন করা যায় না।
দ্বিতীয়ত এর থেকে সোজা নিয়মে গিফ ইমেজও ফেভিকন হিসেবে ব্যবহার করা যায়।

</b:skin> কোডটি খুজে বের করে তার আগে<link href='ADD YOUR FAVICON LINK HERE' rel='icon' type='image/gif'/> পেস্ট করে সেভ করলেই হবে।এখানে ADD YOUR FAVICON LINK HERE এর জায়গায় গিফ ইমেজটির লিংক দিলেই হবে।

    Level 0

    ভাই, আপনাদের দুইজনের একটা নিয়মেও আমি পারলামনা favicon আমার ব্লগে সেট করতে। সব নিয়ম ঠিক মত করলাম। কিন্তু…।।

    আমি যেটা দিলাম সে ভাবেও GIF দেয়া যাবে ধন্যবাদ শেয়ার করার জন্য । আর ব্লগার এ চেঞ্জ করা যায় আমি করছি । দেখতে পারেন – anything4-you.blogspot.com

    @IT pagol, আপনার সমস্যা কোথায় হচ্ছে একটু বললে ভাল হত। যদি ব্লগার টেমপ্লেট ডিজাইনার দিয়ে দিয়ে করা টেমপ্লেট আপনি ব্যবহার করেন তাহলে সমস্যা হওয়ার কথা।এছাড়া ২য় পক্ষের টেমপ্লেট ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা না।

    IT Pagol ভাই টিউন টা আবার পরেন । ঠিক করে দিছি । এবার ১০০% কাজ করবে ! 😛 😀

    Level 0

    কম্পিউটার লাভার ভাই, এইবারো হলনা। কষ্ট করলেন শুধু শুধু। ধন্যবাদ।
    @নিশাচর নাইম, ভাই আমি ব্লগারের টেম্পলেট ব্যবহার করছি। কিন্ত সেটা আগে বললে ভাল হতো। তবু কষ্ট করার জন্য ধন্যবাদ।

    আমার প্রথম কমেন্ট টি খেয়াল করুন @IT Pagol ভাই।

ধন্যবাদ

ধন্যবাদ ! কম্পিউটার লাভার 😛 😀 ভাল একটা টিউন + খুব সুন্দর করে লিখছেন ! আপনার অনেক বর একজন ফেন ! 😀

Icon size কত দিব,মানে কত * কত?

Level 0

কাজ হচ্ছেনা।