ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের তৈরি ব্লগে নিজস্ব লগইন স্ক্রীন যোগ করবেন?

ধরুন, আপনার একটি ব্লগ আছে এবং সেটার নাম "http://shawon.gmsujon.com" এবং সেটার লগইন স্ক্রীন দেখতে এরকমঃকিন্তু, আপনি চান যে, যেহেতু এটি আপনার নিজস্ব ব্লগ/ওয়েবসাইট, সেহেতু আপনার নাম এটার লগইন স্ক্রীন এ থাকবে। যেমনঃ

হয়ত ভাবছেন, অনেক কঠিন? কিন্তু এই কাজ টা আসলেই অনেক সোজা। তাহলে আসুন, নিজের তৈরি ব্লগের লগইন স্ক্রীন টাতে নিজের নামটাই দিয়ে দেই। নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

১। প্রথমে এইখানে ক্লিক করে Fluency Admin নামের প্লাগিনটি ডাউনলোড করে নিন।

২। দ্বিতীয়ত, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ লগইন করুন ((yourname.com/wp-login.php)এবং বামদিকের সাইডবারে প্লাগিন ট্যাবে ক্লিক মারুন।

৩। অ্যাড নিউ তে ক্লিক করে এই প্লাগিনটি ইন্সটল করে ফেলুন। (যদি ইন্সটল করতে না পারেন, তবে এই পোস্ট টা পড়ুন)

[একটা লগইন পিকচার তৈরি করতে হবে। এর জন্য অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচের মাপ মতো একটা নিউ ডকুমেন্ট খুলুন।]

৪। ইন্সটল শেষে বামের সাইডবারে Setting > Fluency Admin এ যান। সেখানে আপনার নিজের তৈরি করা লগইন পিকচার এর আপলোড করা ওয়েব লিঙ্ক বসাতে হবে। সেজন্য http://এখানে আপনার সাইট নাম.com/wp-admin/media-new.php এখানে যান, এবং একটা নতুন ফাইল আপলোড করেন। তারপর, আপলোড হলে সেই লিঙ্কটা কপি করে আগের যায়গায় গিয়ে পোস্ট করে দিন।

 

Fluency Login Style ঘরের টিক চিহ্ন উঠিয়ে দিবেন।

Login screen custom logo ঘরে .jpeg/.gif/.png আপনার ছবিটার লিঙ্ক বসান।

Login screen custom link ঘরে আপনার ছবিতে ক্লিক করলে কোন সাইটে যাবে, সেটার লিঙ্ক। আর সেখানে অবশ্যই আপনার ওয়েবসাইট/ব্লগের অ্যাড্রেস দিবেন।

 

৫। সবশেষে Save Changes বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন।

এখন আপনার সাইটের লগইন স্ক্রীনে আপনার তৈরি করা ছবিটা শো করবে।

ধন্যবাদ। সময়ের অভাবে গুছিয়ে ও সুন্দর করে লিখতে পারলাম না। বুঝতে কষ্ট হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ...

{পোস্টটি প্রথমে আমার ব্লগে প্রকাশিত}

Level 2

আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলোজি + ❤ = আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

মারাত্বক ।

এত দিন কোথায় ছিলান ভাই এই রকম টিপর্স নিয়ে??

http://www.facebook.com/groups/pchelpcenter/

ভাই যদি একটু হেলপ করতে পারেন তো করেন। আমি কিভাবে wordpress এ একটা একাউন্ট খুলতে পারি ফ্রিতে??……এবং সেখানে সকলে রেজিষ্টাসন করে লিখতে পারবে..এই টেকটিউনস এর মত যার ভাল লাগবে..সেই রেজিষ্টাসন করে আমার সাইডে লেখতে পারবে…আর যদি ফ্রি ব্যবস্তা না থাকে ..তাহলে এই রকম একটা সাইড করতে টোটাল কত টাকা খরচ হবে?? এবং এ থেকে কিভাবে আয় করা যাবে?? আমার এই বিষয়ে কোন ধারনা নেই যদি একটু ধারনা দিতেন খুবই উপকৃত হব। এবং যদি ….হেলপ করা সম্ভব ফোনে তাহলে আমাকে একটু ফোন নাম্বারটা দিবেন আপনার…….আমার যোগাযোগ এর ঠিকানা…..Facebook..http://www.facebook.com/h.m.abul
Facebook Groups: http://www.facebook.com/groups/pchelpcenter/
E-Mail: [email protected]……..পিল্সি ভাই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ । কাজের একটা জিনিস জানতে পারলাম ।

Eta personal website e korte gele ki korte hob ?

সবাইকে অনেক ধন্যবাদ। @বিপাশা আপু, আমি তো পারসোনাল সাইট এরই সিস্টেম দেখিয়েছি। আপনার যা খুশি, তাই বানাতে পারবেন।

@বাশার ভাই, আপনাকে ফেসবুক এ ফ্রেন্ড পাঠালাম। গ্রহণ করেন, সেখানে দেখি আপনাকে একটু হেল্প করতে এই অধম পারে কি না? ধন্যবাদ।

আপনাদের সবাইকে আমার ওয়েবসাইট এ আমন্ত্রন রইল। সময় হলে ঘুরে আসতে পারেন এই ঠিকানায়ঃ http://microcmd.wordpress.com/

thankz a lot broooo

Level 0

thank you, etai khuchilam,

http://www.bondhu.in

a ashar amontron roilo.