ফটোশপ জোন (পর্ব-১:বেসিকঃ তৃণমূল পর্যায় থেকে)

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

ফটোশপ জোন

2D গ্রাফিক্সের জগতে ফটোশপ এক অনন্য নাম।কী করা যায় না এতে!!!এনিমেশন,ব্যানার ডিজাইনিং,লোগো ডিজাইনিং,ওয়েব ডিজাইনিং,টেক্সট ইফেক্ট......আরো কত কি!!! ফ্রিল্যান্সিংএ তথা আউটসোর্সিং ইনকামেও রয়েছে এর ব্যাপক প্রসার।সুপ্রিয় বন্ধুরা,ফটোশপের জনপ্রিয়তা আর এর আবেদনের কথা মাথায় রেখে আমি তাই আজ থেকে আপনাদের কাছে পর্বভিত্তিক ফটোশপ টিউটোরিয়াল উপস্থাপন করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
বিঃদ্রঃ এই টিউটোরিয়ালটি আমার ফটোশপের অন্যান্য টিউটোরিয়ালের আগে প্রকাশ করা উচিত ছিল আপনাদের কাছে বেসিকটা পুরোপুরি পরিস্কারভাবে তুলে ধরার জন্য।আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আমার ফটোশপের উপর লেখা অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখার আগে এই টিউনটি দেখলে আশা করি বুঝতে সুবিধা হবে।
আজ আমরা ফটোশপ সম্পর্কে প্রাথমিক ধারনা নেব।(আমি এক্ষেত্রে photoshop cs ভার্সন ব্যবহার করেছি,তবে এতে পাঠকদের বুঝতে কোনো অসুবিধা হবে না,কারণ,সকলের বধোগম্য হওয়ার জন্যই আমি এই ভার্সনটা বেছে নিয়েছি)।সম্পূর্ণ বেসিক বর্ণনার মাধ্যমে দেয়া সম্ভব নয়। ফটোশপ সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করবেন বিভিন্ন প্রজেক্ট করার মাধ্যমে যা পরবর্তী পর্ব থেকে শুরু করেছি।তবে প্রজেক্ট সহজে বুঝার জন্য যা কিছু জানা প্রয়োজন তা এ পর্বে আলোচনা করা হয়েছে।
ফটোশপ ইন্সটলেশনের পরে (ইন্সটলেশন প্রক্রিয়া অন্যান্য সাধারণ সফটওয়্যারের মত বলে তা দেখানো হল না) তা রান করলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।

এই উইন্ডোর উপরের দিকে আছে মেনুবার।

ডানে আছে প্যালেট

চিত্রে প্রদত্ত প্রতিটি ট্যাবই একেকটি প্যালেট,যেমন নিচের দিকে আছে লেয়ার প্যালেট,চ্যানেল প্যালেট এবং পাথ প্যালেট।এর মধ্যে লেয়ার প্যালেট সবচেয়ে গুরুত্বপূর্ণ।প্রতিটি লেয়ার একেকটি স্বচ্ছ কাঁচের মত কাজ করে,যে কাঁচের ভিতর দিয়ে এর নিচে অবস্থিত কাঁচে(লেয়ারে) আঁকা ছবিটি দেখা যায়।আপনি ইচ্ছা করলে উপরের কাঁচেও(লেয়ারেও) ছবি আঁকতে পারেন,দেখে মনে হবে যেনো,উপরের কাঁচের(লেয়ারের) ছবিটি নিচের কাঁচের(লেয়ারের) ছবিরই একটি অংশ।উপরের কাঁচের(লেয়ারের) ছবিটি মুছলেও নিচের কাঁচের(লেয়ারের) ছবির উপর এর প্রভাব পড়বে না।এটিই লেয়ারের বৈশিষ্ট্য।উপরের দিকে আছে swatches ও color প্যালেট,যা ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করতে ব্যবহৃত হয়।এছাড়াও আছে style প্যালেট।অবশ্য এই প্যালেটের কাজ Blending option থেকেও করা যায়।এই ব্যাপারে আপনারা পরে জানতে পারবেন।

বামদিকে আছে টুল প্যালেট।এতে আছে


১)মুভ টুলঃ এর মাধ্যমে ছবির যেকোনো অংশকে অথবা পুরো ছবিকে মুভ করা হয়।
২))Marquee tool: ছবির যেকোনো অংশ সিলেক্ট করা হয় এর মাধ্যমে।এর বিভিন্ন shape আছে।এর আইকনের নিচের কোণায় ক্লিক করলে এর অন্যান্য shape গুলো দেখা যায়।এই টুলের অধীনে যেসব টুল থাকে তারা হল
ক)Rectangle marquee tool
খ)Elliptical marquee tool


গ)Single row marquee tool
ঘ)Single column marquee tool

৩)Magic wand tool:

এর মাধ্যমে ছবির কোনো জায়গায় ক্লিক করলে ওই জায়গায় যে রঙ থাকে,ছবিতে ওই রংবিশিষ্ট যত জায়গা আছ,ওই জায়গাগুলো একসাথে সিলেক্ট হয়।(প্রজেক্ট করতে গেলে ব্যাপারটা আরো ভালো ভাবে বুঝা যাবে।)
৪)Lasso tool: এর অধীনে তিনটি টুল আছে

ক)Lasso tool: এই টুলটির মাধ্যমে ছবির যে জায়গা সিলেক্ট করতে হবে তার উপর মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে ঘুরিয়ে যেখান থেকে সিলেকশান শুরু করা হয়েছিল


সেখানে এনে শেষ করতে হয়।ফলে একটি লুপ তৈরি হবে।
খ)Polygonal lasso tool: এর কাজও একই তবে এর সাহায্যে নির্দিষ্ট দূরত্ব পরপর ক্লিক করতে করতে প্রয়োজনীয় জায়গা সিলেক্ট করতে হয়।(প্রজেক্ট করতে গেলে ব্যাপারটা বুঝা যাবে)।
গ)Magnetic lasso tool: এক্ষেত্রে মাউসে ক্লিক করে ধরে রাখতে হয় না।যেখান থেকে সিলেক্ট করা শুরু করবেন সেখানে একটি ক্লিক করে যে জায়গা সিলেক্ট করতে হবে তার কিনারা বরাবর মাউস ঘুরিয়ে আনুন।তবে এক্ষেত্রে যে জায়গা সিলেক্ট করবেন তা এক কালারের হওয়া উচিত।এই টুলটি নিজে নিজেই একই রঙ ডিটেক্ট করতে করতে সিলেকশান তৈরি করবে।(প্রজেক্ট করতে গেলে ব্যাপারটি আরো ভালোভাবে বুঝা যাবে)

৫)Brush tool: এর দুটি টুল
Brush tool: এটি হল তুলি।এর ডায়ামিটার,সাইজ ইত্যাদি, মেনুবারের নিচের আরেকটি বার থেকে নির্ধারণ করা হয়।

Pencil tool: এটি হল পেন্সিল যা সাধারণ পেন্সিলের মতই কাজ করে।
৬) ক)Clone stamp tool:
এটি সিলেক্ট করে ডাযামিটার ঠিক করে ছবির কোনো অংশে Alt বাটন ধরে ক্লিক করলে,টুলটির ডায়ামিটার যত,তত ডায়ামিটার বিশিষ্ট এরিয়ার মধ্যে ছবির ঐ অংশের একটি কপি তৈরি হয়।এখন মাউসটিকেছবির অন্য কোথাও ক্লিক করলে ক্লিক করা স্থানে একটি বৃত্ত দেখা যাবে(বৃত্তের ব্যাস হবে টুলটির জন্য সিলেক্টেড ডায়ামিটার) এবং এর নিচে যেখানে Alt ধরে ক্লিক করে ছবির একটি অংশ কপি করা হয়েছিল সেখানে একটি (+)চিহ্ন দেখা যাবে এবং কপি করা অংশটি ঐ বৃত্তের মধ্যে পেষ্ট হবে।এখন ক্লিক করে ছেড়ে না দিয়ে মাউস ড্র্যাগ করতে থাকলে বৃত্ত এবং (+)চিহ্ন উভয়েই ড্র্যাগ হবে নিজেদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।এক্ষেত্রে (+)চিহ্ন যেখানে যাবে ছবির সে অংশের একটি কপি তৈরি হবে এবং তা বৃত্ত যেখানে থাকবে সেখানে পেষ্ট হবে।

খ)Pattern stamp tool: ফটোশপে কিছু বিল্ট-ইন প্যাটার্ন আছে।যেকোনো প্যাটার্ন সিলেক্ট করে এই টুল দিয়ে ছবির যেকোনো অংশে অই প্যাটার্ন আঁকা যায়।

৭)Blur tool,Sharpen tool,Smudge tool:

Blur tool দিয়ে কোনো ছবি ঝাপসা করা হয়।এক্ষেত্রে মাউস দিয়ে বারবার উক্ত জায়গায় ড্র্যাগ করা হয়।

নিচের ছবিটিএকটি স্বাভাবিক ছবি

Blur tool ব্যবহারের পরে

Sharp tool দিয়ে ড্র্যাগ করে ছবির Sharpness বাড়ান হয়

Smudge tool দিয়ে ড্র্যাগ করলে নিচের মত ইফেক্ট পাওয়া যাবে।

৮)Dodge,Burn ও Sponge tool:

Dodge tool দিয়ে ড্র্যাগ করে ছবির Brightness বাড়ান হয়

Burn tool দিয়ে ড্র্যাগ করার ফলে কালার বার্ন ইফেক্ট লাভ করে।

Sponge tool দিয়ে ড্র্যাগ করে ছবি সাদা কালো করা হয়।

৯)Eyedropper tool:

এটি সিলেক্ট করে ছবির যে জায়গায় ক্লিক করা হবে সেই জায়গার রঙ forground color হিসেবে সেট হবে।
ছাড়াও Zoom tool দিয়ে ছবি বড়-ছোট করা,
Shape tool দিয়ে নিচে প্রদত্ত Shape গুলো তৈরি করা যায়।

টুলপ্যালেটের নিচের দিকে পাশের চিত্রের মত দুটি color এর আইকন দেখা যায়।উপরের color টি Forground color এবং নিচের color টি Background color. ফটোশপে যে প্লাটফর্মে কাজ করা হয় তাকে ডকুমেন্ট বলে।মেনুবারের File থেকে New কমান্ড দিলে ডকুমেন্ট open হয়।

ফলে নিচের চিত্রের মত একটি বক্স আসে যেখান থেকে আপনাকে ডকুমেন্টের সাইজ নির্ধারন করে দিতে হয়।

এখানে height এবং width এর মান ইচ্ছামত দিতে পারেন আবার preset বক্স থেকেও predefined মান নির্ধারণ করে দিতে পারেন।Height এবং width এর একক হিসেবে pixel,inch,cm,mm সিলেক্ট করতে পারেন।এরপর ok বাটনে ক্লিক করার পর আপনার দেয়া মানের উপর ভিত্তি করে নিচের মত উইন্ডো পাবেন।এখানেই আপনাকে ফটোশপের কাজ করতে হবে।

মূলত ফটোশপে হাতেখড়ি দেয়ার জন্য যা জানা দরকার,এটা মোটামুটিভাবে তাই।এর বাইরেও অনেককিছু আছে।তবে সব কিছু তো আর এভাবে বর্ণনা করা সম্ভব নয়।আর তাছাড়া এভাবে সব কিছু বর্ণনা করলে আপনাদের তা মনেও থাকবে না।তাই পরবর্তী পর্বে প্রজেক্টের মাধ্যমে ফটোশপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করেছি।আর প্রজেক্টগুলো বুঝতে যেনো কোনো সমস্যা না হয় তাই এ পর্বে ফটোশপ সম্পর্কে সাধারণ ধারণা দিলাম মাত্র,আর কিছু নয়।সবাই ভালো থাকবেন।
ফটোশপ সংক্রান্ত আমার অন্যান্য টিউনঃ

ফটোশপ জোন(পর্ব-২: একটি সাধারণ কিন্তু দৃষ্টিনন্দন ওয়ালপেপার)

ফটোশপ জোন (পর্ব -৩ : বিষয়- আগুন তৈরি)

ফটোশপ জোন (পর্ব-৪ : দৃষ্টিনন্দন পানির ফোটা)

ফটোশপ জোন(পর্ব-৫ : কাস্টম অর্থাৎ নিজের পছন্দমত যেকোনো আকারের ব্রাশ তৈরি)


Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ,ভালো হয়েছে।আমি প্রযুক্তিতে নতুন তাই আমার কাজে আসবে।পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।ফটোশপের ধারাবাহিক্তা অনুসারে এটি প্রথম পোষ্ট।বাকি গুলো এই পোষ্টের নিচে ধারাবাহিকভাবে সাজানো আছে।আশা করি ভালো লাগবে।

ভাই খুব সুন্দর হয়েছে। এখানে অনেকেই অনেক বিষয় নিয়ে টিউন করে ধারাবাহিক ভাবে। আপনি যদি ফটোশপের ধারাবাহিক টিউন শুরু করেন তাহলে নিশ্চয়ই আপনার সাথে থাকবো।

    Level 0

    ইনশাআল্লাহ,ধারাবাহিকতা রাখার চেষ্টা করবো।দোআ করবেন আর পাশে থাকবেন,এটি আমাকে উতসাহিত করার জন্য যথেষ্ট।

সুন্দর টিউন ,,, ধন্যবাদ …

অনেক অনেক সুন্দর হইতেছে MITHU ভাই,
চালিয়ে যান আপনার জন্য রইল শুভ কামনা।

সমস্যা হলো ধারাবাহিক কোন টিপস এই পর্যন্ত কেউ চালিয়ে যাইনি।তাই ধারাবাহিক শুনলে আর পড়তে চায় না।কারন মাঝ পথে আটকে থাকার চেয়ে ঐ পথে না যাওয়াই ভালো।মিথু ভাই মনে কিছু নিবেন না।আছি আপনার সাথে দেখি কতদুর যাওয়া যায়।ধন্যবাদ আপনাকে ভূমিকা থেকে শুরু করার জন্য।

    Level 0

    না,ইনশাআল্লাহ,আমি থামবো না,কারণ আমি এই টিউটোরিয়াল করছি আমার নিজের ইচ্ছায় তা কেউ দেখুক আর না দেখুক,আমি চালিয়ে যাব।আমার আগের পর্বটিতে ভিজিট করলেই আপনি তা বুঝতে পারবেন,কারণ তা ততটা পাঠক পায়নি।আমি আগে থেকেই জানি,আমার এই ধারাবাহিক টিউনগুলো অতটা পাঠক সমাদৃত হবে না,কারণ আমার এই টিউটরিয়াল “বিনা শ্রমে তাড়াতাড়ি আয় করুন ” টাইপ টিউটোরিয়াল না যে ধরনের আয়ের জন্য আমরা অনেকেই উতসুক থাকি।কিন্তু আমারা এটা মানতে চাইনা যে,যেকোনো হালাল আয় করতে একটু কষ্ট করতে হবেই।আমরা যদি কষ্ট করতে চাইতাম তাহলে যেকোনো টিউটোরিয়ালেই হয়তো আমাদের আগ্রহ থাকত আর পাঠক ও বেশি হত।তাই কোন টিউটোরিয়াল কেউ ধারাবাহিক করে না।যাই হোক,আমি অন্তত তার ব্যতিক্রম,যে যাই করুক আমি চালিয়ে যাব।(আমার কথায় কেউ কিছু মনে করবেন না,প্লিজ।আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি)।

    সহমত আপনার সাথে। আসলে এটি অনেক মানুষের কাজে আসবে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা এখানে আসবেনা। কিন্তু যারা একটু কমজানা তারাই আসবে। অনেকেই হয়তো টেকটিউনসে সাইন আপই করেনি কমেন্ট করবে কিভাবে। কিন্তু এদেরই এধরনের টিউটোরিয়ালগুলো খুবই কাজে আসে। সুতরাং আমার মতো আমি লিখে যাব। যদি একজনেরও কাজে আসে তবেই টিউনটি স্বার্থক মনে করতে হবে। আপনাকে ধন্যবাদ। চালিয়ে যান। সাথে পাবেন।

গোছানো এবং সুন্দর পোস্ট। ধন্যবাদ।

    Level 0

    thanks to u too

মিথু ভাই, আমার বেসিক জিনিসটার প্রতি অনেক লোভ। আপনাকে অনেক ধন্যবাদ। ধীরে ধীরে হলেও চালিয়ে যাবেন আশা করি।

    Level 0

    ধন্যবাদ,বেসিক জিনিসটার প্রতি কারো যে লোভ আছে,এখন বুঝলাম।আপনার মত সবাই বেসিকের উপর জোর দিক আমি তাই ই চাই।কিন্তু দুঃখের বিষয় কি জানেন,আমরা অনেকেই বেসিক না জেনে আসল কাজটাই আগে করতে চাই ।ধন্যবাদ আপনাকে।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া, আমি আসলে এর আগে ফটোশপ শেখার জন্য দ্বিধান্বিত ছিলাম। এখন সে ভয় আর নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @সাতকাহনঃআপনাকেও ধন্যবাদ,ফটোশপের উপর আমার লেখা ব্লগ গুলো ধারাবাহিক ভাবে দেখতে থাকুন।আশা করি কনফিউশান কেটে যাবে।

এখানেও সফল । সব পারি !

ভাইয়া সাথে আছি।

Level 0

খুব ভাল লাগলো।

উপকারে অাসবে।

ভাইয়া . জানি না কথাটা বলা ঠিক হবে নাকি ….. আমি ফটোশপের কিছুই জানি না …… তাই আমি এটা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি , তাই আপনার এই টিউনগুলো আমাকে খুব সাহায্য করবে ….. কিন্তু আমার কাছে ফটোশপের কোনো ভার্সন নেই ..কোন ভার্সন লাগবে ? কিভাবে পেতে পারি জানালে খুব ভালো হয় …….

    Level 0

    ফটোশপ ৭.০ এর পরের ভার্সন অর্থাৎ ফটোশপ সি এস ভার্সনটা সবচেয়ে ভালো শেখার জন্য।

চালিয়ে যান……………!!!

ফটোশপ সম্পর্কে একটু একটু জানার চেষ্টা করছি 🙂

    Level 0

    হ্যাঁ ভাই চেষ্টা করুন 🙂

আসলাম:)

VAI, PHOTOSHOP SOMPORKE JANAR CHESTA KORSI 1 BOSOR JABOT.
বেসিক জানলেও এক্সপার্ট হতে পারিনি। আমি আবার I.T.র ছাত্র। আপনার সম্পূর্ণ চেইন টা pdf করে রাখব। এবং আমার পরিচিত যারা নেট ব্যবহার করে না তাদের দিব। আশা করি অনেক কাজে লাগবে
টিউনের জন্য ধন্যবাদ।
চালিয়ে যান।আম্রা আছি।

Level 2

vaia ami ti photoshop kono din install di nai ami ki apnar ai pothe cholle shikhte parbo?naki kisu jene tarpor apnarta shuru korbo?bujte parsina aktu bolben pls.

    Level 0

    আপনার কমেন্টের উত্তর আমি মেইলে দিয়ে দিয়েছি, চেক করে দেখবেন, ধন্যবাদ।

Level 0

Bi ya Ame New Blogger . Bang la Liktha Pena
Doya Kora Ke Baba Likhobo Boolean

    Level 0

    অত্র ইন্সটল করুন।

Level 2

mithu vai photoshop cs 8.0 atar key ase apnar kase? diben pls

    Level 0

    আপনাকে মনে হয় এই প্রশ্নেরও উত্তর দিয়েছি, মেইল চেক করবেন,

Level 0

Avra Inestal Korar Porao Hoina

    Level 0

    অভ্র প্যনেল থেকে ফোনেটিক সিলেক্ট করুন,

Level 0

Doya Kora Ke Baba Bangla Liktha Parbo Ta Bolban Ke

Level 2

মিথু ভাই অভ্র কি সাংঘাতিক জিনিস।এমন সহজ বাংলা লেখা জায় ভাবতেই পারিনি আগে।

Level 0

valoi
🙂

Level 0

vai ps er madhome kivabe photor sketch touri korbo

অসাধারণ হয়েছে মিঠু ভাই… অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে টিউনটি করার জন্যে…

ধন্যবাদ ভাইয়া
মিঠু ভাই, আপনার সম্পূর্ণ চেইন টা pdf আকারে কি আচে ?
সব সময় নেট এ আসার সুযুগ হয় না।pdf টা দিলে কুশি হতাম।

Level New

ধারাবাহিকতা বজায় রাখলে উপকৃত হব, ধন্যবাদ ।

Level 0

MANY MANY THANKS.

***GREAT HOT OFFER***

http://www.friendhost.in

GET YOUR OWN WEBSITE JUST $13 or BDT.999 or RS.699

FEATURES
.in DOMAIN.

FRIENDLY HOSTING PACK (WROTH $9.99)

and DESIGN (BLOG/FORUM/PORTFOLIO/DOWNLOADING SITE)

FOR ORDER CALL NOW=> +918670725097
or
SMS FH15 to +918670725097
or
Email now=>
[email protected]

(THIS OFFER VALID ORDERING BY CALL/SMS/eMAIL ONLY)

PAYMENT via CASH, PAYPAL, ALERTPAY, LIBERTY.

Our SERVICE IS FRIENDLY, PAYMENT METHOD IS FRIENDLY.
http://www.friendhost.in

SHARE THIS OFFER WITH YOUR FRIENDS, coz ALSO THEY ARE CAN TAKE IT.

Level 2

I take this tune my faba……… Thank’s

ফটোশপ এর যা কিছু শিখেছি এখান থেকেই আশা করছি আরো অনেক কিছুই শিখতে পারবো ধন্য বাদ MITHU ভাই।

ভাল

Level 0

অন্তরের গহীন থেকে আপনাকে জানাই অভিনন্দন..অনেক সময় করে এই টিউন গুলো করেছেন। খুব খুব ভাল লেগেছে।

আনুরাগ ৯ প্রো এর ক্র্যাক টা আপনার কাছে হবে

আজ প্রথম আমি এই ওয়েবসাইট এ । প্রথম দিনেই অনেক শিখলাম। Thank U.

কেউ যদি আমাকে ফটোশপ সি cs3 download করার এড্রেস দিতেন তবে ধন্য হতাম

Level 0

ভাই আপনার পোস্ট এর শেষ এর দিকে বেশি ভাগ ছবি দেখা যাচ্ছে না । যদি ঠিক করে দিতেন তাহলে খুব উপকার হোত ।

ভাই, শেষ এর দিকের ছবি ভাল বোঝা জাসসে না

Level 0

vai tune er seser kono sobi dekte passi na

Level 0

picture dekha gele valo hoto

pic gula crush khaia gasa

এ রকম একটা চেইন টিউন অনেকদিন থেকে খুজছি। ধন্যবাদ মিঠু ভাই