কিভাবে হাই ডেফিনিশান ভিডিও ফরম্যাট বদল করবেন

আজকাল হাই ডেফিনিশান ভিডিওর ছড়াছড়ি। অনেকের কম্প্যুটারেই BluRay ড্রাইভ আছে। কিন্তু অনেকের আবার তা নেই। আমার নেই। কবে কিনবো জানিনা। কিন্তু আমার ভিডিও ক্যামেরাটি হাই ডেফিনিশান চিত্র নেয়, সেটা আমি আমার কম্প্যুটারে চালাতে পারিনা। থেমে থেমে চলে। কারন আমার আলাদা অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড নেই এবং RAM মাত্র ২.৫ GB, তাই হাই ডেফিনিশান ভিডিও থেমে থেমে চলে। তাহলে উপায়?

একটাই উপায়, সাধারনভাবে চলার মতো ফরম্যাটে বদল করে নিতে হবে। কিন্তু কিভাবে? হাই ডেফিনিশান ভিডিও এক্সটেনশান হচ্ছে .m2ts, সেটিকে বানিয়ে নিতে হবে AVI, WMV, Mpeg2 কিম্বা Mpeg4 ইত্যাদিতে। অনেক খোঁজখবর শুরু করে দিলাম ইন্টারনেটে।  সমস্যাটা গত বছরে হয়েছিল। ইউটিউবেও হাই ডেফিনিশান ফাইল নিতোনা তখন। তাহলে নিজে দেখবো কিভাবে, এবং বন্ধুদের সাথে শ্যেয়ার করবো কিভাবে? অবশেষে পেলাম VoltaicHD নামের এক সফটওয়্যার, কিন্তু তাতে ১ gigabyte'এর ফাইল প্রায় ৫ থেকে ৮ gigabyte হয়ে যাচ্ছে। কোনোরকমের এডিট ছাড়াই এতো বেড়ে যাচ্ছে ফাইলের সাইজ। কিন্তু অন্যান্য যেকোনো সফটওয়্যারের থেকে অনেক উন্নত মানের ফরম্যাট বদল হচ্ছে এটি দিয়ে। ফাইল সাইজ নিয়ে আমি প্রায় ভেঙ্গে পড়ার মতো অবস্থায় পড়ে গেলাম তখন। কারন হাই ডেফিনিশানের ১ মিনিটের ভিডিওর সাইজ ১৩৬ মেগাবাইটের মতো হয়। ১ gibabyte মানে ৭.৫ মিনিটের বেশি না। বুঝতে পারছেন, একটি ডিভিডি'তে কতোক্ষণের ভিডিও রেকর্ড হবে? খুব বেশি হলে মাত্র ৪০ মিনিটের মতো।

ইউটিউবে যোগাযোগ করলাম এক ইউজারের সাথে। তিনি জানালেন উপায়। Sony Vegas Pro সফটওয়্যার, সাথে DivX দিয়ে ১৪৪০x১০৮০ কিম্বা ফুল হাই ডেফিনিশান ১৯২০x১০৮০ রিজল্যুশানের যেকোনো ভিডিওকে নিজের মতো এডিট করে নিয়ে আবার হাই ডেফিনিশানেই সেভ করা যাচ্ছে এবং সেটা AVI ফরম্যাটে। ফাইল সাইজও আসলের চেয়ে অনেক অনেক কম। এই হাই ডেফিনিশান ভিডিও যেকোনো স্বাভাবিক কম্প্যুটারেই চলছে, একটুও থেমে থেমে চলেনা। ইউটিউবে আপলোড করলে তারাও সেটিকে হাই ডেফিনিশান হিসেবেই দেখাচ্ছে।

নিঃসন্দেহে খুব উপকৃত হলাম। বিশেষ করে একটি ডিভিডিতে যখন মাত্র ৪০ মিনিটের মতো ভিডিও রেকর্ড হতো, সেখানে এটা দিয়ে যেমন এডিট হচ্ছে, তেমন সাইজ কমানো যাচ্ছে অনেকটাই, সেইসাথে আবার স্বাভাবিক ফরম্যাটের ভিডিও হচ্ছে যা যেকোনো কম্প্যুটারে চলবে। এখন ইউটিউব যদিও হাই ডেফিনিশান .m2ts ফাইল সরাসরি আপলোড করতে দেয়, কিন্তু একটি ভিডিও সামান্য এডিট না করলে কি আর ভালো দেখায়?

টেকটিউনসে আমি এই জ্ঞান আপনাদের সাথে শ্যেয়ার করে দিলাম। জানলে সব সহজ, না জানলেই বিপত্তির সীমা থাকেনা। কাজেই, যারা ইতিমধ্যেই জানেন, তাদের জন্য এই তথ্য নয়, যারা আমার মতো সমস্যায় পড়েছেন তাদের জন্য অনেক কাজে লাগবে। গতবছরে আমি টেলিভিশনের ভিডিও টেকনিশিয়ানদের সাথেও যোগাযোগ করেছিলাম, তারাও আমাকে সমাধান দিতে পারেননি ওই সময়ে। এইজন্য আমি এক প্রিয় বন্ধুর বিয়ের ভিডিও হাই ডেফিনিশান ছেড়ে ওই ক্যামেরাতেই স্ট্যান্ডার্ড ডেফিনিশানে নিতে বাধ্য হয়েছি। সমস্যা এতোই প্রবল হয়েছিল। অথচ অনেক সাধের ভিডিও ক্যামেরা, বার বার তো আর কিনবোনা, তাই হাই ডেফিনিশান কিনেছিলাম!

আমার ব্লগ ঠিকানা: bn.ria8.me.uk

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for your Tune

Level 0

তথ্য গুলো সবার সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আশা করি এরকম টিউনের ধারা অব্যাহত রাখবেন…

    সবে আজকেই এসেছি এখানে, দেখি কতোদূর পারি। আমার জ্ঞান খুব স্বল্প, তবু চেষ্টা করবো। আমার লেখা আপনারা আগেও পড়েছেন, তবে অন্য টিউনারদের নামে। কারন আমার অন্যান্য ব্লগ থেকে অনেকগুলি লেখাই এখানে প্রকাশ হয়ে গিয়েছে, কেউ কপি/পেস্ট করেছে। যাই হোক, মডারেটর অবশ্য আমার অনুরোধে তা মুছেও ফেলেছেন।

    আরো কোন কপি পেষ্ট টিউন পেলে দয়া করে অবশ্যই লিংক সহ এ্যাডমিন প্যানেলে অবগত করবেন ,,,,,,,,, যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

    ধন্যবাদ।

Level 0

এরকম কয়েকটা তথ্য দরকার ছিল। ধন্যবাদ আপনাকে।
পারলে সফটওয়্যারটার ডায়রেক্ট ডাউনলোড লিঙ্কটা দিন। কম রেজুলেশনকে বেশি রেজুলেশনের ফরমেটে আনা যায় কি?

    কম রিজল্যুশানের ভিডিওকে Upscaling করে বেশি রিজল্যুশান করা যায়, Sony Vegas দিয়েই হবে। প্রয়োজনীয় এডিটিং করে নিয়ে রেন্ডার করে নেবেন ইচ্ছেমতো রিজল্যুশানে। তবে, মূল ভিডিও রিজল্যুশানের চেয়ে খুব বেশি বাড়ালে hazy আসবে ছবি।

    (পাইরেটেড সফটওয়্যারের লিঙ্ক এখানে দেওয়া ঠিক হবে কি? যেকোনো warez ওয়েবসাইটে গেলেই প্রচুর লিঙ্ক পেয়ে যাবেন)

    Please mail me the exact link.
    [email protected]

Level 0

রিয়া আপনাকে ধন্যবাদ ।

    ধন্যবাদ Nurjahan, আপনার নামটি বেশ সুন্দর। ঢাকায় শাহীন কলেজে আমার এক বান্ধবীর এই নাম ছিল, এখন যে কোথায় আছে জানিনা।

যাক টেকটিউনে নারীদের সংখ্যা বাড়তেছে এতদিন তো আমরাই একচেটিয়া করছি আর এই টিউনে আইসা দেখলাম টিউনার, কমেন্টার ৩জন……………চমৎকার। ও রিয়া আপুকে ধন্যবাদ টিউনের জন্য।

    শাকিল, Social Networking ওয়েবসাইটেও নারীদের সংখ্যা নাকি বাড়ছে!

সফটওয়্যারের লিংকটা দিয়েই দেন।
আশা করি কোন সমস্যা হবেনা। কি বলেন টিনটিন ভাই !!!!??

    প্রচুর warez sites আছে না? খুঁজে বের করে ফেলুন?

Level 0

এই পৃথিবীতে যত যুদ্ধ, খুন, মারামারি হয়েছে/হচ্ছে, তার সব কিছুর মূলে রয়েছে নারী…..নারী…..নারী।

    Level 0

    রিয়া ধন্যবাদ সাবলিল টিউনিং এর জন্য
    Bill Gates – আপনার এই সুন্দর, অবাক পৃথিবীতে আসার মূলেও রয়েছে নারী…..নারী…..নারী।

Level 0

খাইছে আমারে………..

    Bill Gates ভাই আর কথা বাড়াইয়েন না । নইলে কিন্তু কুরবানীর সাথে সাথে সবাই মিলে আপনেরেও ………… দিব । আপনের তো মনে হয় মনে ছিল না Ladies First ।

Level 0

হাসিব ভাই, ঈদের দাওয়াত দিলাম। ঈদ মোবারক।

হ্যাঁ, ফরম্যাট বদল হলে কোয়ালিটি হ্রাশ পাবেই, তবে হাই ডেফিনিশান ভিডিওর যেহেতু উচ্চমানের তাই দৃশ্যত খুব বেশি তফাৎ চোখে পড়েনা ফরম্যাট বদল হলে। অন্যান্য কিছু ব্যাপারে খেয়াল রাখতে পারলে নতুন ফরম্যাট ভাল মানের হবে যেমন ভিডিওর কাজ করার সময়ে কম্প্যুটারে অন্য কোনো কাজ না করাই ভাল, যতো RAM আছে তার ৭০% ভিডিও রেন্ডার করতে দিয়ে দেওয়াই ভাল ইত্যাদি।

Level 0

অনেক খুঁজেও Download link পেলাম না – জানিনা আমারই চোখ এড়িয়ে গেল কিনা। কেউ কি বলবেন সেটা কেথায়, কিভাবে বা কখন পাবো? ধন্যবাদ

অনেক খুঁজে পেলাম …… ধন্যবাদ ….