ছবি দিয়ে বানিয়ে ফেলুন ভিডিও! মাত্র ৫ মেগাবাইট সফট দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা অনেকে শখ করে ছবি দিয়ে ভিডিও তৈরি করি, আমি অনেক আগে ি ভিডিও ষ্টুডিও দিয়ে কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হয় তা নিয়ে টিউন করেছি কিন্তু সফট মেগাবাইট বেশি কারনে অনেকে সফট ব্যবহার করতে পারে নাই! আর ছবি দিয়ে ভিডিও বানানোর অনেক সফট আছে, অনেকে অনেক ধরনের সফট ব্যবহার করেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ৫ মেগাবাইটের সুন্দর একটি সফট যা দিয়ে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন।

প্রথমে এখান থেকে সফটটি নামিয়ে নিন ।

এরপর Extract করে আপনার কম্পিউটারে ইনস্টল করুন, চালু করুন।

আপনার যে ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন, Add Photos and Media File বাটনে ক্লিক করে ছবি/ গান নির্বাচন করুন। যটা ছবিতে দিতে চান!

এবার Media List থেকে ছবিগুলো টেনে Timeline ফেলে দিন, এখন ছবির মধ্যে গান/শব্দ দিতে চাইলে। নিচের মত কাজ করুন।

কেমন হয়েছে তা দেখতে Privew বাটনে ক্লিক করে দেখুন।
Save করতে হলে এরপর Save Slideshow-এ ক্লিক করুন, তাহলে নিচের মত আসবে।

এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোনো মাধ্যমের জন্য ভিডিওটি রূপান্তর করতে চাইলে তা নির্বাচন করে দিন। সবশেষ Create এ ক্লিক করলে ভিডিওতে রূপান্তর করা শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখবেন, ছবির প্রত্যাশিত ভিডিওটি যথাস্থানে Save হয়ে গেছে।
ব্যাস তৈরি হয়ে গেল ছবি থেকে ভিডিও।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ধন্যবাদ। ভাই আপনি বেশ কিছু দিন আগে কিভাবে ফটোশপে ছবির একটি নির্দিষ্ট জায়গা বাদে বাকী অংশ ঝাপসা করা যায় এ নিয়ে একটি টিউন করেছিলেন, টিউনটি খুব ভালো হয়েছিল। ভাই কিভাবে ছবিতে আমার চেহারা বাদে বাকী অংশ সাদাকালো করবো এই নিয়ে একটা টিউন করেন প্লিজ…

    @ধূপছায়া: ধন্যবাদ ভাই অনেক দিন পর আপনার টিউমেন্ট পাইলাম@ আর সাদা-কালো করার কয়েকটি পদ্ধতি আছে এই নিয়ে একটি টিউনও করেছিলাম এটা দেখতে পারেন https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/205778এই পদ্ধতি যদি ভাল না লাগে তাহলে বলবেন, তাহলে অন্য পদ্ধতি দিতে চেষ্টা করব।

      @হোছাইন আহম্মদ: অনেক ধন্যবাদ ভাই … :mrgreen:

হোছাইন আহম্মদ ভাই আপনার শেয়ার করা সব গুলো সফট ই প্রয়োজন, তাই ডাউনলোড করতে হয়, আপনি 4shared.com ব্যবহার করেন, 4shared.com থেকে আমার ডাউনলোড করতে ঝামেলা লাগে। ভাই আপনি যদি পারেন অন্য কোন ডাউনলোড লিঙ্ক ব্যবহার করেন, তাহলে সহজে ডাউনলোড করতে পারব। ধন্যবাদ, পোস্ট এর জন্য।

Presentation এর কাজে অনেক উপকারী এটা। ধন্যবাদ হোছাইন ভাই। আপনার বিয়ের দাওয়াত তো পেলাম। কিন্তু এমন উড়ো দাওয়াত দিয়ে চিড়ে ভিজবে না। বিয়ের প্রথম ১০ জনের মধ্যে কার্ড আমাকে দিবেন। এইটা আমার দাবী। মানতে হবে। মানতে হবে।

    @উদীয়মান লেখক: দিব মানি সবাইকে দিব @ দোয়া করবেন। @ ধন্যবাদ আর আপনার টিউন তো এখন আর দেখি না।

      @হোছাইন আহম্মদ: ভাই পারিবারিক কিছু ঝামেলা দেখে সময় পাচ্ছিনা। শীঘ্রই আমি টিউন করছি। দোয়া রাখবেন।

Level 0

vi ame ai soft-ta download korte parsena pleass help me……….

Level 2

Download হয় না !

Level 0

Vai Download to hoi na. Please link ta abar dan.Thanks

হোছাইন ভাই, 4shared থেকে ডাউনলোড করতে বিরাট ঝামেলা করে। mediafire এ যদি Upload করতেন।

যারা ডাউনলোড করতে পারতেছেন না তারা এই লিংকে যান http://www.nchsoftware.com/slideshow/index.html অথবা সরাসরি ডাউনলোড লিংক http://www.nchsoftware.com/slideshow/pstagesetup.exe

Level 0

হোছাইন আহমেদ ভাই ডাউনলোড করতে পারতেছিনা। প্লিজ ড্রপ বক্স এ দেন।

4shared.com থেকে ডাউনলোড করতে আমার থেকে অন্য আপলোড সাইট থেকে ভাল লাগে তাই আপলোড করলাম আর যারা 4shared.com থেকে ডাউনলোড করতে পারছেন না তারা এখান থেকে ডাউনলোড https://www.dropbox.com/s/1u2ccp16qkxxfzo/Pstagesetup%20By%20Hossian.rar করে নিন। ধন্যবাদ

খুব সুন্দর সফটওয়্যার । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

সফটওয়্যারটা ফুল ভার্শন কিভাবে করব?

Thanks bro,,,apner post gula amar onek valo lagya,,bises kore ami editing ar kaj gulu jokhon shikhi tokhon next time amar onek kaj e lagya

vai,ami aponer sathe jogajog korte chai,kivabe somvob janaben,koaron ami video editing nia kisu sample dekhia prosno kortam