আপনার পছন্দের ভিডিও কে কেটে ফেলার এবং জোড়া লাগানোর দারুন এক পিসি সফট

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমি ফটো নিয়ে অনেক টিউন করছি Android/PC এর জন্য আজ আমরা ফটো নিয়ে নয় আজ আমরা ভিডিও নিয়ে কাজ করব অনেক সময় আমরা ভিডিও তে কোন ভাললাগা কিছু দ্রশ্য দেখললে ভাল লাগে তখন আমাদের ভাল লাগা ভিডিও টুকু নিতে হলে এরি পিসি সফট এর কোন তুলনা নেই। আর আপনার পছন্দের ভিডিও এর সাথে অন্য ভিডিও এড করতে পারবেন নিচের নিয়ম গুলো অনুসরণ করে।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন, অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করুন, এবার চালু করুন ।

এবার Add Video File বাটনে ক্লিক করে আপনার ভিডিও টি দেখিয়ে দিন।

প্রথমে গানটি প্লে করুন এবার আপনি যেটুকু পর্যন্ত নিতে চান তা উপরের নিয়ম মত কাজ করে Cut এ ক্লিক করুন । তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার আপনি কোন ফরম্যাট এ গানটি সেভ করবেন কোথায় সেভ করবেন এবং একটি টাইটেল দিয়ে Start Cut বাটনে ক্লিক করুন। তাহলে কাজ হলে আপনাকে নিচের মত এক সাকসেস ফুল মেসেজ দিবে।

উপরে তো আমরা ভিডিও কাটার নিয়ম শিখলাম এবার আমরা কিভাবে ভিডিও কে আরেকটা ভিডিও এর সাথে জয়েন করতে হয় তা শিখব। Video Jonier বাটনে ক্লিক করুন।
এবার Add Video File ক্লিক করে আপনার ভিডিও গুলো দেখি দেখিয়ে দিন তারপর Join বাটনে ক্লিক করুন।

তাহলে নিচের মত একটি ডায়ালগ বক্স আসবে।

এবার উপরে দেখানো মত কাজ করে Start Join বাটনে ক্লিক করে আপনার পছন্দের ভিডিটি জয়েন করে নিন। ভিডিও অনুযায়ী কিছুটা সময় লাগতে পারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।

ব্যাস কাজ শেষ।

আর হ্যাঁ আপনাদের কাছে যদি কোন ভিডিও তৈরি না করা থাকে তাহলে ডিজিটাল শিল্পীদের নিয়ে ভিডিও তৈরি করে তারপর কাজ করুন 😆 🙄 😆

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good post হুসাইন ভাই

আপনার ডিজিটাল শিল্পীদের ছবি টা খুব দারুন লাগছে ভাই। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে হোছাইন ভাই, শিল্পীদের ছবিটা দারুন লাগছে।

উপরে টেবিল সহ সব কিছু আমার দেখার সক আছে দাম কত?

Level 0

nice tune thnx

ডিজিটাল শিল্পীদের নিয়ে ভিডিও তৈরি করে তারপর কাজ করুন

ভিডিও জোড়া লাগানোর কাজতো ফরম্যাট ফ্যক্টরি দিয়েই করা যায়। আমি ফরম্যাট ফ্যক্টরি ব্যবহার করি।

onek sundor post, thank you hossain vai

অনেক ধন্যবাদ হোছাইন ভাই

Level 0

VI, ami apnar tune kora software Download korlam install korar pore Akta Message ase, ” the Program can’t start because mfc90u.dill is missing from your computer. Try re install this program to fix this problem” Vi, ami 2ta computer try korse, but same error message ase? keno amon message ase please let me know Thank you, i wait for your comment .