ভিডিও এডিটিং শিখতে আগ্রহী ভাইদের জন্যই এই সফটওয়্যার।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের টিউন শুরু করছি।আজ আমি যে সফটওয়্যারটি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই সফটওয়্যারে অনেক সুন্দর সুন্দর  ইফেক্ট প্রয়োগ করে আপনি আপনার ভিডিওটি কে অনেক সৌন্দর্যপূর্ন করে তুলবেই।এমনকি এই সফটওয়্যারে আপনি চাইলে প্লাগিন ব্যবহার করে বাড়তি FX পাবেন।যা থেকেও অনেক  সৌন্দর্যপূর্ন ইফেক্ট প্রয়োগ করতে পারবেন।তবে  প্রথমেই বলে রাখি আমার এই সফটওয়্যারটি একদম নতুন যারা ভিডিও এডিটিং শিখতে আগ্রহী তাদের ১০০% দিয়ে বলব এই সফটওয়্যারটি তাদের প্রয়োজন হবেই।আমি নিজেও এই সফটওয়্যারটি ইউস করি।এই সফটওয়্যারটি তে আপনি যে সুবিধা পাবেন তা হচ্ছে আপনি ইচ্ছা করলে ভিডিওটি রেখে অডিওটি মুছে ফেলতে পারবেন।আবার অডিও  রেখে ভিডিওটি মুছে ফেলতে পারবেন।এ ছাড়াও আরো অনেক অনেক সুন্দর কাজ রয়েছে যা এভাবে লিখে বর্ননা করা সম্ভব না।আপনারা  সফটওয়্যারটি  ডাউনলোড করার পর সেটাপ দিয়ে সফটওয়্যারটির ইন্টারফেস দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা সফটওয়্যারটির নাম জানব:: Ulead media studio pro 8।এটি আপনি ফ্রী ডাউনলোড করতে পারবেন।ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

ডাউনলোড শেষে অন্যান্য সফটওয়্যারের মতই সেটাপ দেন।তারপর আপনি একটু চেষ্টা করলেই কাজ পারবেন।

কোন সমস্যা হলে আমাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।আর যাদের tt তে রেজিঃ নাই তারা আমার Facebook fan পেজে comment করে জানাবেন।

আজ এ পর্যন্তই।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

যারা আমার আগের টিউন দেখেন নাই তারা এখানে দেখতে পারেন।

আমাকে Facebook page এ পেতে এখানে ক্লিক করুন।

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

🙁 lol

কাজ নিয়ে টিউটোরিয়াল করেন

    আপনাদের উৎসাহ পেলেই টিউন করতে সাহস পাবো।কমেন্ট করার জন্য ধন্যবাদ।অপেক্ষা করুন।

এটা কি ফুল র্ভাসন

হ্যা ।ভাই একটা কথা ফুল র্ভাসন আর ট্রায়াল ভার্শন যাই হোক না কেন ,আপনি কি পারছেন,আর কি আছে সেটাই বড় বিষয়।আপনিতো একদিনে বড় হন নাই।আমার কথাই কিছু মনে করবেন না।

ভাইয়া এটা তো অনেক পুরাতন সফ্টওয়ার Pro 8 এর পরে কিছু থাকলে সেয়ার করবেন।

কাজ নিয়ে টিউটোরিয়াল করেন

আমাদের এখনে যে স্পিড পেজ অপেন ই হয় না আবার টিউটোরিয়াল দিব tt তে

আমি samsung dous 2
ব্যবহার করি, আমাকে মাঝে মাঝে বিভিন্ন video cutting করে ছোট করতে হয়,তার জন্য আমি play store থেকে অনেক গুলো video cutter ব্যবহার করেছি, একটাও মনের মত হয়না। তারপরে একটা পছন্দ হলো কিন্তু free বারসন দিয়ে ৩মিনিট cutting হয়,ফু্ল বারসনটা নিতে গেলে Doller চাই তাই নিতে পারিনা,google cearch করেছি পাইনি।আপনাদের কারো কাছে থাকলে আমাকে দিন,, please
নিচে link দিলাম
https://play.google.com/store/apps/details?id=com.intee.videocutterfull

[email protected]