Wondershare Video Editor সফটওয়ারে বাংলা লিখুন সহজেই (ভিডিও) আর আপনার ভিডিওকে করুন আরো গ্রহনযোগ্য।

আমরা অনেকেই চাই আমাদের করা যেকোন ভিডিও  এডিটিং এর সাথে বাংলা লিখা জুড়ে দিতে। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি  তাই বাংলা ভাষা যদি ভিডিও এর সাথে জুড়ে  দেয়া  যায় তবে তার ইফেক্ট অনেক বেশি পরিমানে পড়বে এটাই স্বাভাবিক। ভিডিও এডিটিং যারা করেন তাদের মধ্যে যারা বিগিনিং লেভেলে আছেন তাদের মধ্যে Wondershare Video Editor সফটওয়ারটি খুবই জনপ্রিয়। কিন্তু আমরা অনেকেই এই  সফটওয়ারটি দিয়ে বাংলা লিখতে যেয়ে সমস্যায় পড়ি। সাধারনত যারা 'অভ্র কি বোর্ড' এর সাহায্যে বাংলা লিখতে চাই Wondershare Video Editor সফটওয়ারটিতে তারাই বেশি সমস্যায় পড়ি। দেখা যায় যা লিখতে চাচ্ছি তা সঠিকভাবে সফটওয়ার এর ডিসপ্লেতে শো করছে না। তো এই সমস্যার সমাধান হিসেবে আমার এই টিউটোরিয়ালটি। যদি এটা আপনাদেরকে সামান্য সাহায্য করে থাকে তবেই আমার স্বার্থকতা।

যদি বিষয়টা নিয়ে আগে টিউন করা হয়েই থাকে তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি নিজে অনেক যায়গা ঘুরেও এই সসমস্যার সমাধান পাই নাই। তাই সবার জন্য একটা সাহায্য মূলক টিটোরিয়াল নিজেই বানিয়ে ফেললাম। নিচে আমি সরাসরি টিটোরিয়ালটির ইউটিউব লিং দিয়ে দিয়েছি। খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি বিষয়টা। আশা করি আপনাদের উপকারে আসবে।

যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তবে আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল [email protected] 

তো আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।

How to write bangla in wondershare video editor by using bijoy bayanno.

Level 0

আমি ফজলে রাব্বি শাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for such a good TUTORIAL  !

video editing tutorial continue krle gd hto

King Rayhan- Same to u bro.

অভ্র দিয়ে লেখার কোন পদ্ধতি নেই?