যেকোন ভিডিও এডিটিং করুন… কোরেল ভিডিও স্টুডিও দিয়ে (ভিডিও টিউটোরিয়াল)

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, ভাল থকেন সব সময় এই দোয়া করি !
আজ আমি অাপনাদের দেখাবো কোরেল ভিডিও স্টুডিও ব্যবহার করে আপনার মোবাইল ফোন অথবা ক্যামেরা দিয়ে রেকোরর্ডিং করা ভিডিও কিভাবে এডিটিং করবেন..
কোরেল ভিডিও স্টুডিও ভিডিও এডিটিং এর জন্য অসাধারন এক সফটওয়্যার। নতুন এবং প্রফেশনাল সবাই এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন।এটার ইডিট অপশন অনেক সহজ তাই যে কেও এটা ব্যবহার করতে পারবেন। আপনি এই সফটওয়্যার ব্যবহার করে নিজের ভিডিও বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও এক কথাই যেকোনো ভিডিও কে নিজের মন মতো এডিট করতে পারবেন আর এর ব্যবহার ও খুব একটা কঠিন না একটু সময় দিয়ে কাজ করলে আপনি প্রফেশনাল দের মতো এডিট করতে পারবেন। তবে এটা পেইড নট এ ফ্রী এটা ১ মাস এর জন্য ফ্রী দেয়।

এটি বাংলা কোরেল ভিডিও স্টুডিও ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে কোরেল ভিডিও স্টুডিও ব্যবহার করে ভিডিও এডিটিং করা যায়।একটু মনযোগ সহকারে টিউটোরিয়াল গুলি দেখবেন।

এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি!কারণ আমি ভিডিও টিউটোরিয়াল বানাতেই বেশি পছন্দ করী।

ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ। Subscribe করতে..

এই লিংকে যাবেন.. (Bangla Tutorial ইউটিউব চ্যানেলে)
এখন দেখুন ডানপাশে হেডারের নিচে লাল ব্যাকগ্রাউন্ডে Subscribe অপশন দেখতে পাবেন..
টিকদিয়ে Subscribe করতে পারবেন.. Subscribe করলে পরবর্তি টিউটোরিয়াল গুলি আপনার গুগুল একাউন্টে পৌছে যাবে। তবে Subscribe করতে হলে অবশ্যই আপনার গুগুল একাউন্টে লগইন করতে হবে।

কোরেল ভিডিও স্টুডিও ডাউনলোড: http://www.videostudiopro.com/en/free-trials/videostudio-pro.html থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 2

আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you helal vai. onek valo eta

Level 2

@ হেলাল > সত্যিই আপনার প্রসংসা করতে হয়, খুব সুন্দর একটা টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তবে সম্যসার কথা হল যে সফটয়্যার ব্যবহার করে করেছেণ সেটার সাইজ গিগার উপরে। আমি আপনার ভিডিওটি ডাউনলোড করে দেখেছি। কিন্তু সফটয়্যারটি ডাউনলোড করতে পারলাম না।পারলে Camtasia ব্যভহার করে যদি এইরকম একটা টিউটোরিয়াল করতেন তাহলে বড় উপক্রিত হতাম।

    mahmudkoli- আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি আপনাকে পরামর্শ দিবো Camtasia নয় যদি সত্যি আপনি ভাল ভিডিও এডিটিং শিখতে চান অথবা করতে চান তবে EDIUS Pro এবং Adobe Premiere Pro শিখুন।
    আমি আগামীতে এ দুটি সফটওয়ার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করা যায় সেটা দেখাবো। আর যদি আমার টিউটরিয়াল ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

Level 0

ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলে Subscribed করেছি শিখার জন্য। কোরেল ভিডিও স্টুডিও সফটওয়ারের ফুল ভার্ষন টা কি পাওযা যাবে ? তাহলে আমি নিয়মিত আপনার টিউটোরিয়াল গুলি Practice করতাম।

    Hm.. Ache Tobe Onek Boro File Uplod Kora Jhamela..
    Apni Borong IDB theke ekta multimedia DVD nie nen jekhane hoito Paben..

Level 0

ভাই ফুল ভার্ষন পাবো ? না Crack করে নিতে হবে ?

Assalamu Alaikumu
Vhijan, apnar aloconatuku sunlam, darun hoyeche. apnar proti suvo kamona roilo.