আসুন ভিডিও ইডিটিং শিখি একদম প্রথম থেকে পর্ব ১

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি প্রায় ২ বছর যাবত Techtunes ভিজিট করি। আর একাউন্ট খুলি কয়েক মাস আগে।অনেক দিন ধরে ভাবছি কিছু লিখব কিন্তু কি লিখব বুঝে উঠতে পার ছিলাম না। তার উপর ডর করে।যদি কোন ভুল করে ফেলি। এই Techtunes আমাদের অনেক কিছু শিখিয়েছে। এখানে অনেক বড় ভাইয়েরা আছে।যদি আমার লেখায় কোন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। এটাই আমার Techtunes প্রথম টিউন। আমি ভিডিও ইডিটিং সম্পর্কে যত টুকু পারি ততটুকু চেষ্টা করব সবার কাছে তুলে ধরার জন্য।  যেহেতু এটার আমার  ভিডিও ইডিটিং এর প্রথম পর্ব তাই শুধু এই পর্বে কিভাবে Software ইন স্টল করতে হয় এবং কিভাবে ফুল ভারসন বানাতে হয় তা দেখাব। এটা শুধু নতুন দের কথা ভেবে। আমি যানি না আপনাদের কতটুকু শেখাতে পারব। তবে চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করার জন্য্।

আমি  মূলত Software দিয়ে ভিডিও ইডিটিং করব তার নাম Cyberlink PowerDirector। অনেকেই এই Software এর কাজ জানেন যারা জানেন না শুধু তারা এই টিউনটা পরবেন। অন্যরা মন চায়লে পড়তে পারেন।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Software এবং   Path ফাইল টা ডাউনলোড করেন।

link 1

ডাউনলোড হয়ে গেলে প্রথমে Cyberlink PowerDirector.exe টা ইনস্টল করুন। তারপর path ফাইল টা ওপেন করে path এ কিল্ক করুন।

path ডান লেখা আসলে কেটে Cyberlink PowerDirector যান দেখবেন ফূল ভারসন হয়ে গেছে।

আর কোন সমাস্যা হলে ভিডিও tutorial টা দেখে নিন সেখানে সব ডিটেল্স দেওয়া আছে

Video LInk

Level 1

আমি আজিজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে যান।সাথে আছি