KinaMaster ব্যবহার করার পরেও যারা ভিডিও লেয়ার যোগ করতে পারছেন না তারা দেখেন ভিডিও লেয়ার যোগ হবেই

প্রথমে সবাইকে সালাম জানাই, আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

এখন আসল কথায় আসি। Android-এ  KinaMaster দিয়ে আমরা অনেকে ভিডিও ইডিট করে থাকি। কারন এ সফটয়ার টা দিয়ে অনেক ভিডিও ইডিটের কাজ করা যায়।  কিন্তু সব মোবাইলে সাপোর্ট করলেও কিছু কিছু মোবাইলে ভিডিও লেয়ার আসে না। আমি আপনাদের আজ একটা শেয়ার করব সেটা দিয়ে আপনারা ভিডিও লেয়ার দিতে পারবেন। এছাড়াও এই সফটয়াটাতে watermark remove করা আছে। দেখে নেই এটা দিয়ে কি কি কাজ করা যাবে

  1. • ভিডিও, ইমেজ, স্টিকার, টেক্সট, হস্তাক্ষর ভিডিও ক্লিপ জন্য একাধিক স্তর
  2. • ফ্রেম বাই ফ্রেম ছাঁটাই, স্প্লাইসিং এবং slicing
  3. • তাত্ক্ষনিক পূর্বরূপ যে কোন সময়
  4. • হিউ, উজ্জ্বলতা এবং সম্পৃক্তি নিয়ন্ত্রণগুলি
  5.    ভিডিও ক্লিপ জন্য গতি নিয়ন্ত্রণ
  6. •  ফেড ইন সাউন্ড বিবর্ণ (সার্বিক)
  7. • ভলিউম খাম (একটি ক্লিপ মধ্যে  থেকে সঠিক ভলিউম কন্ট্রোল)
  8. • পরিবর্তন প্রভাব (3D রূপান্তরের ধোয়, ঝরে পড়ে, এবং আরো অনেক কিছু)
  9. • থিম, অ্যানিমেশন এবং চাক্ষুষ এবং অডিও বিভিন্ন ইফেক্ট

নিচের স্কিনস্টটা দেখে নেই

এবার নিচের টা দেখুন।

এরপর দেখুন

আমি সবসময় আপনাদের কাছে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কাছে সেই কথা রাখছি। দেরি না করে আমার মোড করা KinaMaster MOD V5- ফুল ভার্শন  টি  গরম গরম ডাউনলোড করে নিন এখান থেকে এখানে মাউস রাখুন ।আমার একটা ফেসবুক একাউন্ট আছে চাইলে আপনারা Add করতে পারেন ফেসবুকে আমি

Level New

আমি আব্দুর রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস