ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করুন তাড়াতাড়ি!!

........................................................................................................................
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে? প্রথমত ডোমেইন লাগে। তারপর হোস্টিং। ফ্রিতে ডোমেইন নেওয়ার পদ্ধতি আজ খোলাসা করব।

http://www.rongmohol.com/uploads/1805_freefo.gif

এর আগে আমরা ডটকোডটসিসি থেকে ডোমেইন নিয়েছি। কিন্তু সেখানে ১ বছরের জন্য ফ্রি সার্ভিস দেয়। খুজতে খুজতে পেলাম আজ একই রকম আরেকটি ডোমেইন কুয়া/ওয়েবসাইট। এখানে ২ বছরের জন্য ফ্রি সার্ভিস পাবেন। (অভিজ্ঞদের কাছে হয়ত আগেই জানা!!) সাইটটি হল http://www.nic.cz.cc/

সাইটের রেজিষ্ট্রেশন পক্রিয়া চিত্রসহ বর্ণনা করা হল

প্রথমে উপরিল্লিখিত সাইটে প্রবেশ করে আপনার ডোমেইন লিখে সার্চ করুন উদাহারণ হিসেবে আমি itblog নামে সার্চ করলাম

http://www.rongmohol.com/uploads/1805_free_domain.jpg

তারপর আপনার প্রদত্ত ডোমেইন ফ্রি থাকলে সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকবে। এখানে ২ বৎসর সিলেক্ট করে update এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-1.jpg

এখানে চিত্রে দেখানো চেক বক্সে চেক কইরে বইসেন না যেন আবার তাহলে আপনাকে এক্সট্রা ৬ ডলার গুন তে হবে। শুধু গুনলে হবে না তাদের দিয়েও দিতে হবে 😛

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-2.jpg

তারপর নতুন একটি একাউন্ট তৈরি করার জন্য ওখানে রেজিষ্ট্রেশন করুন। আগে একাউন্ট থাকলে লগইন করুন। নতুন একাউন্ট তৈরি হলে তারা আপনাকে মেইল করে একটি নম্বর পাঠাবে। সেই নম্বরটি ওখানে সফলভাবে পেষ্ট করতে পারলে নিচের চিত্রের মত আসবে এখানে Finish Free Registration এ ক্লিক করুন

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-3.jpg

তারপর আপনার রিকোয়েষ্ট প্রসেসিং হবে

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-4.jpg

রিকোয়েষ্ট প্রসেসিং হলে এমন চিত্র দেখতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-5.jpg

এখান থেকে My Account এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-6.jpg

এরপর My Domain এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-7.jpg

এরপর Manage এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-8.jpg

এই ডোমেইনে আপনি তিন ধরনের সুবিধা পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-9.jpg

১। ইউআরএল ফরোয়ার্ডিং- বড় কোন ডোমেইন মনে না থাকলে আপনি এটি ব্যবহার করতে পারেন। ডটকোডটএনআর এর মত এতে কোন লিংক আপনার প্রথম পেজে রাখার শর্ত এতে নেই।

২। নেমসার্ভারঃ সরাসরি ডোমেইন। ডটকোডটসিসি এর মত। সার্চ ইঞ্জিন সাপোর্ট। সক্রিয় করার জন্য আপনার হোস্টিং সার্ভারের নেমসার্ভার ঠিকানা দুটি দিন। তাহলেই কেল্লাফতে।

৩। জোন রেকর্ডসঃ এই ব্যাপারে আমি জানি না। =d_d

সীমাবদ্ধতাঃ
৫টির বেশী ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে না। তবে আপনি তাদের ডোনেট করলে আনলিমিটেড ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবেন।

তো শুরু করে দিন ডোমেইন রেজিষ্ট্রেশন!!

কোন সমস্যা হলে তো আমি আছিই...................

পোষ্টটি আমার ব্লগে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

(mona hoy ami 1st comment korlam)…রাসেল আহমেদ vai ki komu akkothy Joss Jotil !!! thanks……………….

বেশি কিছু বলবো না, এক কথায় জটিল।

    Level 2

    ha ha ha….. জটিল।

Level 2

কিন্তু দুই বছর পরে কি করব?

    দুইবছর পরে আমি এরকম ২০ টা সাইটের খবর নিয়ে হাজির হব। সুতরাং নিশ্চিন্ত থাকুন।

    দুইবছর একটা হিসাবের জন্য যেমন বাংলালিংক আজীবন বলতে ৫ বছর মেয়াদ আর তেমনি এরাও দুইবছর পর ফ্রিই দেবে রিনিউ করতো আর আপনি যদি এই দুবছর এটা কাজে লাগাতে পারেন আমি নিশ্চিত যে আপনি তখন এর লাভের অংশ দিয়ে অনেক ডোমেইন কিনতে পারবেন।

    এরকম উত্তরই তো খুজছিলাম!! ধন্যবাদ শকিল ভাই।

    Level 2

    ধন্যবাদ শাকিল ভাই ,
    co.cc তে নতুন একটা ডোমেন নিয়েছি এবং ফ্রি হোস্টেসিয়াতে হোস্টিং করেছি। শাকিল ভাই আসলে ফ্রি বলে সাইটাকে সমৃদ্ধ করার ইচ্ছাটা নিজের মধ্যে তেমন ভাবে জাগ্রত হচ্ছে না। আমি এই মুহর্তে ওয়েভ ডিজাইনের উপর এক বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত । কোর্স শেষে নিজে একটা ডোমেন কিনে একটা সাইট তৈরির পরিকল্পনা করেছি। এই মুহর্তে আমার কি করা উচিৎ , সাইটটাকে সমৃদ্ধ করব না কি শুধুমাত্র ওয়েভ ডিজাইনের বিভিন্ন টার্ম শেখার ব্যপারেই শুধু ব্যবহার করব।

    আর co.cc তে রিনিউ করার সিস্টেমটা যদি একটু শেয়ার করতেন।

    মুল্যবান পরামর্শের জন্য সকলকে ধন্যবাদ।

    দুই বছর পরে কেন? আজই ভিজিট করুন http://www.zymic.com
    বিস্তারিত জানতে http://www.zymic.com/free-web-hosting/
    এখানে মেয়াদ কোন সমস্যা নেই। কারন আমি মেয়াদের কোন কিছুই দেখি নাই।
    zymic.com এর হোস্টিং এ http://www.mybd.99k.org এটা আমার তৈরী করা সাইট।

    ধন্যবাদ রাসেল ভাই এবং অসীম ভাই।

    আর অসীম ভাই আপনি ওয়েব ডিজাইনের বিভিন্ন টার্ম আপনার সাইটটাতে প্রয়োগ করুন তাতে আপনার সাইট যেমনি সমৃদ্ধ হবে অন্যদিকে আপনার অনুশীলনও হয়ে যাবে।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য৷ দেখি আপনার দেয়া সূত্র মতে কাজ করে৷ যদি পারি তো ভাল৷ আর না পারতে তো আপনি বলছেনই আপনে আছেন!!!

দুই বছর পরে কেন? আজই ভিজিট করুন http://www.zymic.com
আর বিস্তারিত জানার জন্য http://www.zymic.com/free-web-hosting/
এখানে মনে হয় মেয়াদ কো সমস্যা নয়।।
এতে আমার একটা সাইট আছে http://www.mybd.99k.org

    H!R@ ভাই,
    site এর add নাকি!!!!!!!

    সানি….. আসলে হইছে কি…. আমি দুইবার রিপ্লে করার পর আমার কমেন্ট দেথি নাই। আগে তো কমেন্ট লিখলেই দেখা যেত। এখনতো আবার টেকটিউনস্ ৫ মিনিট পরপর রিফ্রেশ হয়। ভাবাসলাম আমার কমেন্টই রিফ্রেশ হইল কিনা। তাই আমার একই কমেন্ট ৩বার হইছে। আমি টিউনার কে অনুরোধ করব আগের ২টো মুছে ফেলার জন্য।।

বাংলাদেশের সাইট গুলো কি কি ? কেউ একটু জানাবেন pls pls pls

Level 0

আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

স্বাধীনতার মাস ডিসেম্বর
গোরবের মাস ডিসেম্বর
বিজয়ের মাস ডিসেম্বর
বিজয় ১৬ ই ডিসেম্বর।

ভুলিনাই ভুলবনা
যত আছ হেবীর,
শ্রদ্বাজানাই তোমাদের
অব ণত শির।।”

হিরা ভাই ঐ সাইটে http://www.zymic.com .html,image publish হয়না আমি publish করতে পারিনি .

Rasel Vai ami onekbar chesta korlam kintu update button a click korla oitai ghura fira asha. aki window barbar open hoe. akhon ami ki korbo

Ami Aronik Abir New in tuning

josh to , vala val ,free khaia khaia pet voraia dei

ফ্রি কোন কিছুই ভাল হয় না। আর ডোমেইন তো মোটেও নয়। সবাই সাবধান