অনলাইনের সকল ধরনের কাজ কে আমি দুই ভাগে ভাগ করি

অনলাইনের সকল ধরনের কাজ কে আমি দুই ভাগে ভাগ করি

  • 1. Programing
  • 2. Non-Programming

এইবার এই দুইটা ক্যাটাগরির ব্যাখ্যা দিই আমার ভাষায়। Programing এর ভিতর সকল ধরনের Coding related কাজ গুলা হয়। যেমন ধরুন ওয়েবসাইট এর কাজ।

একটি ওয়েবসাইট তৈরীর জন্য দুইটি পার্ট পূর্ণ করতে হয়।

  • ১। ওয়েবসাইট ডিজাইন
  • ২। ওয়েবসাইট ডেভোলপমেন্ট।

এই দুইটি পার্ট এর কোম্বিনেশনে একটি পূর্নাজ্ঞ ওয়েবসাইট তৈরী হয়।

ওয়েবসাইট ডিজাইন বলতে বুঝায়

একটি ওয়েবসাইটে এর বাইরের চেহারাটাকে।ওয়েবসাইট ডিজাইন এর জন্য কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ HTML,CSS, Java script, Ajax, jquery, আর এই লাঙ্গুয়েজ বাদে অবশ্যই একটি জিনিস লাগবে সেটা হল ফটোশপ। যখন ফটোশপের কথাই বললাম তখন একটা ইনফরমেশন দিয়ে রাখি। ফটোশপ ব্যবহার হয় অনলাইন মিডিয়ার জন্য। অনলাইন মিডিয়া বলতে আমারা নরমালি যা বুঝি ইন্টারনেট। আর ইলেস্ট্রেটর ব্যবহার করা হয় প্রিন্ট মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়া বলতে কাগজে যেই প্রিন্টিং গুলা করা হয় সেই গুলা।

এবার আসি ওয়েবসাইট ডেভোল্পমেন্ট এ

ধরুন আপনি ফেসবুকের একটি পেজ এ কিল্ক করেছেন। যার ফলে সে আপনাকে ওই পেজের সেই সব ইনফরমেশন আছে সেইগুলা দেখাচ্ছে। ডেভোলপমেন্ট এর কাজ হ্ল, আপনি যেই পেজে লিংকে কিল্ক করেছেন সেই লিংকটা জেনারেট করা এবং সেই লিংক এ কিক্ল করলে যেই ইনফরমেশন শো করছে তাকে ডাটাবেজ থেকে নিয়ে ওই লিংক এর আন্ডারে দেখানো। এখন ডাটাবেজ কি? ডাটাবেজ হল এমন একটি তথ্য ভান্ডার যা বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে তথ্য সংরক্ষন করে। এখানে আর একটি কথা আছে, আপনাকে যে ডাটা বা তথ্য গুলা দেখাচ্ছে সেটা কিভাবে দেখাবে তা ডিজাইন নির্ধারন করে।

ডেভোলপমেন্ট এর কিছু লাঙ্গুয়েজ হলঃ

PHP,ASP.NET,Python etc. আর MySQL একটি ডাটাবেজ সিস্টেম। যেখানে তথ্য সংরক্ষন করা হয়। এইখানে একটি অক্ষর মাত্র বাইট পরিমান জায়গা নেই।
আবার এই দুইটি পার্টে বা কিভাবে কাজ করছে তার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়

  • 1. static
  • 2. Dynamic

আজ এই পর্যন্ত। অনেক দিন বাংলাই লেখালিখি করি না তাই কান্ত হয়ে গেছে আঙ্গুল গুলি। এর পরে 1. static 2. Dynamic নিয়ে একটু আলোচন করব। সাথে আরো আলোচনা করব "ওয়েবসাইট ডিজাইন এবং ডেভোল্পমেন্ট এর পর এর ভিতরের তথ্য অনুযায়ী আরো কয়েকভাবে ভাগ করা হয়। সেই গুলা সম্পর্কে কিছু জানব"

Level 0

আমি আমার জগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভালো একটি Tune thinks bro
==========================
বাংলাদেশে সব চেয়ে বড় অনলাইন রেডিও হাঁসি এখানে আপনারা সব দরনের ভালো গান শুনতে পারবেন তা হলে চলুন শুনতে থাকি সব দরনের ভালো গান শুনতে ভিসিট করুন : http://www.radiohashi.com ওয়েবসাইট
রেডিও হাঁসি – গান হাসি আডডা সব এখানে |
লাইক দিয়ে আমাদের সাথে থাকুন= http://www.facebook.com/radiohashibd
আমাদের গ্রুপ এ জয়েন করুন = http://www.facebook.com/groups/radiohashibd/
🙂 রেডিও হাঁসি থেকে ভালো কিছু পাবেন আমাদের সাথে থাকুন ধণ্যবাদ 🙂