নতুন ওয়েব ডিজাইনারদের জন্য মারাত্মক টিপস,,, মিস করলে লস !!!

আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন । আজ আমি অপনাদের মাঝে হাজির হলাম ওয়েব ডিজাইনের একটা জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে । আপনারা যারা ওয়েব ডিজাইনের সাথে জড়িত আছেন তাদের হয়ত প্রতিদিন বহু ওয়েব পেজ ডিজাউন করতে হয় । এই টিপসটি তাদের জন্য যাদের একটা ওয়েবসাইট আছে বা ব্লগ সাইট আছে এবং এটিতে একধিক ওয়েবপেজ আছে । বা যারা ওডেক্স বা ফ্রিল্যান্সারে ওয়েব ডিজাইনের কাজ করেন । এই ধরণের ভাই দের একটা কাজ করতে হয় আর সেটা হল হয়ত একটা ওয়েবসাইটের জন্য ২৫ টা পেজ ডিজাইন করতে হবে । এখন একই ওয়েবসাইটের লেআউট সাধারণত একই ধরণের হয় । যেমন উপরের দিকে মেনু , ডান পাশে সাম্প্রতিক প্রকাশিত পোষ্ট প্রভৃতি । এখন আপনি কী করেন ? হয়ত প্রতিটা ওয়েব পেজের জন্য আপনাকে একই কোড বারবার লিখতে হয় । এতে আপনাদের কষ্ট বহুগুণে বেড়ে যায় । কিন্তু এ কষ্ট করার কোন প্রয়োজন পড়ে না । কারণ একবার একটি সাইটের জন্য মূল কাঠামোর কোডটি লিখে ফেললে সেটি বারবার প্রতিটি পেজে ব্যবহার করা যায় ছোট্ট একটা পি এইচ পি কোডের মাধ্যমে । সেটাই আমি এখন আপনাদের দেখাব । প্রথমে আপনার ওয়েবসাইটের যে অংশটুকু সব পেজে ব্যবহার করতে চান সেটি লিখে ফেলুন । যেমন ধরুণ আপনি আপনার মেনু ও ব্যাকগ্রাউন্ড কালার সব পেজে ব্যবহার করতে চান । তাহলে তার এইচ টি এম এল কোডটি লিখুন :

<html>
<body bgcolor="red">
<a href="http://www.arindampaul.com/index.php">Home</a>- 
<a href="http://www.arindampaul.com/about.php">About Us</a> - 
<a href="http://www.arindampaul.com/links.php">Tutorial</a> - 
<a href="http://www.arindampaul.com/contact.php">Contact Us</a> <br />
</body>
</html>

এবার ধরুণ আপনি এই লেআউট টিকে আপনার বাদবাকি সব পেজে ব্যবহার করবেন । তাহলে কী করতে হবে । এই কোড গুলোকে নোটপ্যাডে লিখে .php ফরম্যাটে সেভ করুন । যেমন : menu.php ।
এবার আপনাকে এই কোড আর দ্বিতীয় বার লেখা লাগবে না । এর জন্য আপনাকে ইউজ করতে হবে ছোট্ট একটা কোড । পরবর্তীতে আপনি যখন আরেকটি ওয়েবপেজ নিয়ে কাজ করা শুরু করবেন তখন লিখুন :

<html>
<body>
<?php include("menu.php"); ?>
<p>Content goes here!</p>
</body>
</html>

দেখুন এখানে আমরা একটা ছোট্ট পিএইচপি কোড ব্যবহার করেছি । এই কোডটি আমাদের আগে তৈরী করা বা ওয়েবে আপলোড করা পিএইচপি ফাইলটি আমাদের পরবর্তী পেজের সাথে জুরে দিয়েছে । ফলে এটি আগের ওয়েবপেজের যে বেসিক কন্টেন্ট ছিল তা পরবর্তী পেজেও সো করছে । আর এ কাজটি যখন করবেন তখন এ ওয়েব পেজ গুলো অবশ্যই একই ডাইরেক্টরিতে রাখবেন । আর আপনার ওয়েব পেজে যদি কোন ভিজিটর সোর্স কোড দেখে তবে সে দেখতে পাবে এরকম :

<html>
<body bgcolor="red">
<a href="http://www.arindampaul.com">Home</a> - 
<a href="http://www.arindampaul.com/about.php">About Us</a> - 
<a href="http://www.arindampaul.com/links.php">Tutorial</a> - 
<a href="http://www.arindampaul.com/contact.php">Contact</a> <br />
<p>Content goes here!</p>
</body>
</html>

যাই হোক যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তারা এখন থেকে সাইটের মূল কন্টেন্ট আগে লিখে ফেলুন । তারপর সেটি প্রত্যেক ওয়েব পেজে জুড়ে দিন । ব্যাস কাজ শেষ ।
এখন আপনাদের আরও একটি টিপস বলি । আপনারা include এর স্থলে require কমান্ডটি যদি ইউজ করেন তবে একই কাজ হবে । কিন্তু include ইউজ করলে যদি আপনার তৈরী করা ফাইলটি না থাকে তবে পেজের বাদ বাকী কন্টেন্ট গুলো শো করবে । কিন্তু require ইউজ করলে তা আর করবে না । যখনই ফাইলটি খুজে পাবে না তখন বাদবাকী কন্টেন্ট হাওয়া হয়ে যাবে ভিজিটরের কাছে ।

বি:দ্র: = "এটি শুধুমাত্র এই লাইনে নতুনদের জন্য । অভিজ্ঞরা যারা এ সম্পর্কে জানেন তারা দয়া করে এড়িয়ে যান । "

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for this post, visit this link- http://bit.ly/17xAVjw and know how u can add skype button in your website and your visitor can chat with you from your website…

Thanks

আপনাকেও ধন্যবাদ ।

Level 0

আজব!!!
নিজের সাইটের ইনবন্ড লিঙ্কে কেউ rel=”nofollow” ইউস করে?????
আর ইনবন্ড লিঙ্কে ডোমেইন না লিখে যেমন /index.php দিলে কষ্ট কম হবে এবং ডোমেইন পাল্টালেও লিঙ্ক ঠিক থাকে। রিম্যাপ করা লাগে না। আশা করি অরিন্দম ভাই বিষয়দুটি ঠিক করবেন।

vai, asole site ta amar na. Ai nam e kno site e nai. Ami just akta exmpl disi. Ar oi gulo ami likhi ni. Post korar somoy auto add hoya gasa. Advice er jonno thanks.

Level 0

মারাত্মক কথাটার অর্থ কি??? এই মারাত্মক এর ইংরেজি শব্দটা কি?? বলবেন কি?

অসংখ্য ধন্যবাদ। এই কাজটির জন্যই আমি আমার সাইটের কাজ বন্ধ করে রেখেছি। আজকে থেকে আবার এই টিপ্সটি কাজে লাগিয়ে continue করব ইনশা আল্লাহ। এর >>> http://www.amaderprojukti.tk জন্য দোয়া কইরেন।

hum, vai apner site ta valo. Carry on bro…