আপনার ওয়েবসাইট কিংবা ব্লগসাইটে যোগ করুন Auto Refreshing সিস্টেম

আপনার কি কোন ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে? যদি থেকে থাকে আজ আপনার জন্যই তাহলে শেয়ার করছি একটি ছোট একটি ট্রিক্স।

আমরা অনেক সাইটেই অটো রিফ্রেশ সিস্টেম দেখে থাকি। এর মানে হল ওয়েব সাইট একটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হবে। আপনি জিজ্ঞাস করতে পারেন এতে লাভ কি হবে? লাভ খুব একটা বেশি হবে না! তবে যে লাভটা হবে সেটাই বলি। আপনারা নিশ্চয়ই নিজে লক্ষ্য করেছেন আমরা অনেক সময় কোন ব্লগ বা ওয়েব সাইটে গিয়ে কিছুক্ষন ভিজিট করতে করতে অন্য কোন ট্যাবে চলে যাই। আর ওদিকে ওই সাইট হয়ত ক্লোজ করতেই ভুলে যাই। এতক্ষন ওই সাইট কোন নড়াচরা করেনা! এখন ওই সাইটের মালিক হিসেবে আপনি ভাবুন তো যদি সাইটে একটা অটো রিফ্রেশার লাগানো থাকত তাহলে একটা নির্দিষ্ট সময় পর সাইটটি রিফ্রেশ হতে থাকত। একদিকে আপনার সাইটের পেজ ভিউ বাড়ত আবার অন্যদিকে সাইটে নতুন কোন তথ্য বা টিউন নতুন এসে থাকলে সেটাও আপডেট হয়ে যেত। ফেসবুকের নিউজ ফিডের রিফ্রেশিং সিস্টেমটাকে উদাহরণ হিসেবে নিতে পারেন। পিসিতে বসে ফেসবুকের নিউজ ফিডে থেকে লক্ষ্য করে দেখবেন নতুন নতুন স্ট্যাটাস, ফটো অটোমেটিকভাবে চলে আসছে যা অটো রিফ্রেশ হওয়ার কারণে হয়ে থাকে। আবার জনপ্রিয় বাংলা ব্লগ টেকটিউনসেও লক্ষ্য করবেন নতুন কোন টিউন টেকটিউনসে আসলে সাইটটি অটোমেটিকভাবে লোডিং হয়ে নেয়। আমি আজ মূলত সাইটে কিভাবে এই অটো রিফ্রেশ সিস্টেম  যোগ করতে হয় সেটিই দেখাব। কাজটি খুবই সোজা। নিচের ধাপগুলো লক্ষ্য করুনঃ

  • প্রথমে আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের টেমপ্লেটের এইচটিএমএল কোড এ চলে যান।
  • সাইটের এইচটিএমএল কোড থেকে <head> নামের কোড বা ট্যাগটি খুঁজে বের করুন।
  • ব্যাস, এবার নিচের এক লাইনের কোডটুকু খুঁজে পাওয়া <head> ট্যাগের পরেই বসায় দেন।

<meta content='800;url=http://www.bloggermaruf.com' http-equiv='refresh'/>

  • এখন উপরের কোডটি সামান্য লক্ষ্য করুন। লাল রঙে দাগানো 800 এর বদলে আপনি আপনি আপনার ইচ্ছেমত সংখ্যা বসান। এর মানে হল আপনি এখানে যত বসাবেন তত সেকেন্ড পর সাইটটি রিফ্রেশ হয়ে নিবে অটোমেটিক। ধরুন আপনি 2000 বসালেন তাহলে আপনার সাইট ২০০০ সেকেন্ড পর অটোমেটিকভাবে রিফ্রেশ হবে। তাই আপনি যত সেকেন্ড পর সাইট রিফ্রেশ করাতে চান তত বসিয়ে দিন। আবার লক্ষ্য করুন। লাল রঙে দাগানো http://www.bloggermaruf.com লিংকের জায়গায় আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইট বসিয়ে দিন। এছাড়াও আপনি যদি চান ওই নির্দিষ্ট সময় পর অটো রিফ্রেশ হয়ে অন্য কোন সাইট বা অন্য কোন নির্দিষ্ট পেজে চলে যাবে অটোমেটিক। তাহলে আপনি ওই লিংকও বসিয়ে দিতে পারেন।
নতুন নতুন ঈদ নাটক টেলিফিল্ম কালেকশন পেতে ভিজিট করুন ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ।

Useful Tips.

ধন্যবাদ। এতাতে অনেক উপকার হই। আমার মতে তবে যাদের সাইট এ ইউটিউব ভিডিও শো করাই তারা ব্যাবহার না করাই ভাল ।

    @মোঃ আলমগীর হোসেন: হুম, এটা ভাই সাইটের উপর নির্ভর করবে।

এটা visitor যেই পেজ এ থাকবে সেই পেজই refresh করবে।

    @Mahedi_hasan: জি। তবে শুধু সেই পেজ না। পুরো সাইটই লোড হবে কিন্তু ভিজিটরস ওই পেজেই থাকবে।

meta content=”300″ http-equiv=”refresh”

    @Mahedi_hasan: পোস্টে যেভাবে কোড দিয়েছি সেটি লক্ষ্য করুন।

      @ব্লগার মারুফ: আমি আপনার কোড ভুল বলছি না। কিন্তু যখন আপনার visitor খেয়াল করবে যে আপনার সাইট এ তাদের মেগা বেশী খরচ হচ্ছে তখন তারা আপনার সাইট ছেড়ে বিকল্প দেখবে। তাছাড়া পুরো সাইট রিলোড করতে আপনার নিজের Bandwith ও বেশী খরচ হবে।

        @Mahedi_hasan: ভাই, এই ব্যাপারটা সাইটের এডমিনের একান্ত নিজের ব্যাপার। সে মনে করলে বা ইচ্ছে করলে লাগাতে পারে আবার নাও পারে। আমি জাস্ট উপায় টা শেয়ার করেছি। যাদের প্রয়োজন শুধু তাদের কাজে লাগবে। আমি নিজেও কিন্তু এই সিস্টেম আমার ব্লগে লাগাইনি। 😛 টিটি কিন্তু অটো রিলোডিং সিস্টেম চালু করেছে।