১ ওয়েবসাইট এ এত কিছু !!!!!!!!

প্রিয় বন্ধুগন,
আপনারা সবাই কেমন আছেন ?? আশা করি অনেক ভাল ।আমরা সবাই টিউটোরিয়াল সাইট খুজে বেড়াই। কিন্তু মনের মত হয় না। এবং বাংলাদেশী ওয়েবসাইট খুব কম ই চোখে পড়ে।

আমদের মাঝে এমন কেউ নেউ যে প্রোগ্রামিং পছন্দ করে না।।কিন্তু ভয়ের কারনে আমরা প্রোগ্রামিং করতে চাইনা ।আবার আমাদের প্রতিদিন অনেক সফটওয়্যার এর প্রয়োজন হয় কিন্তু হাতের কাছে না থাকায় আমরা অনেক কাজ করতে পারি না ।
আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলচনা করার সুজগ পাবেন এবং অনেক প্রয়োজনীয় আপডেটেড সফটওয়্যার পাবেন ।
ভিজিট করতে এখানে ক্লিক করুন http://simantoromel.ucoz.com/
ওয়েবসাইট এর মেম্বার হতে ক্লিক করুন http://simantoromel.ucoz.com/index/3

ওয়েবসাইট টি সম্পর্কে আপনার মতামত জানতে ভুলবেন না যেন ! 🙂 🙂
আপনার প্রয়োজনীয় মতামত জানাতে ক্লিক্ন করুন http://simantoromel.ucoz.com/gb

প্রতি সপ্তাহে এই ওয়েবসাইট এর মেম্বার দের সফটওয়্যার দেয়া হবে। আপনি কি এখনো বসে থাকবেন মেম্বার না হয়ে ??
কেমন লাগলো জানাবেন ।
আল্লাহ হাফেজ ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখতে তো খুবই সুন্দর বাকীটা কাজ করতে করতে বলা যাবে।

Level 0

রোমেল ভাই, নিজে সাইটি এ্যাড ফ্রিতে করার চেস্ঠা টা ভাল লাগল,,,, তোমার সাইটি ভাল ,ধন্যবাদ,,,,,,,,,।

আসলে আমাদের বড় দোষ কি জানেন ?? আমরা foreign information পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি …তাই আমরা দেশীয় কোন সাইট / তথ্য পছন্দ করি না…যার কারনে আমরা foreign country থেকে পিছিয়ে আছি …
please don’t mind brother ..if i say a lot……

take care…
I wanted to share something …….as u don’t like it then i never tune anything……bye

    এটা আপনি ঠিক বললেন না ভাই। সেই সাইটকে ভালোবাসি/পছন্দ করিই বলেতো এর ভালো চাই।
    আপনাকে এভাবে মনে কষ্ট দেয়ার জন্যতো বলিনি, বলেছি যাথে সামনে একটু খেয়াল করে টিউন করেন।
    অবশ্যই টিউন করবেন। এখানে অনেক কিছু শেখাবেন আবার অনেক কিছু শিখবেন।
    সুতরাং এগিয়ে যান। আমরা আছি।

ভাইজান , আমি সহজে রাগি না…।।আমি কস্ট পেলাম এটাই জ আমার ওয়েবসাইট টা আপনাদের ভাল লাগে নি…।র কিছুই না …আমি আসলে প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকি তো তাই টিউন করার সময় পাইনা…তাই হয়তো আপনাদের মনের মত হয় নি………।

thnx pavel…….

ভাই সাইটটা খুব সুন্দর হয়েছে।যারা প্রোগামিং শিখতে আগ্রহি তাদের জন্য খুব উপকার হবে।আমরা চায় আপনি সাইটাকে আর ও
তথ্যবহুল ও সুন্দর করে তুলুন।ভাই কমেন্টারদের কমেন্টে মন খারাপ করবেন না ।একেক জনের মেন্টালিটি একেক রকম। আর ভাই
সব বাঙালীরা এক না।
so don’t be disapointed be happy and kept going we are giving company with you.good luck………….

thnx yousuf…….আমি তাই ভাবছি থেমে থাকব না……। ঃ)

    ভাই একটা কথা বলতাম, কিন্তু আপনি যদি কিছু মনে করেন।
    নাহ্ বলেই ফেলি সাইটা বাংলায় হলে খুশি হতাম। হয় তো বা যোগও দিতাম। আপনার মত না জানলোও জাভার কাজ কিছু জানি।

    শিবলী ভাই , এটার কিছু অংশ বাংলায় করবো …একটু অপেক্ষা করেন…আর আমার সাথে থাকেন…tips & information center বাংলায় করা হবে…।ধন্যবাদ…

ওয়েবসাইট তো অনেক ভাল। জাভাস্ক্রীপ্ট এর একেবারে পরিপূর্ণ ব্যবহার ! আমি খুশি হইছি। আপনার প্রথম পেজ এ word tail নামক যে জাভা স্ক্রীপ্ট ইউস করেছেন , তা গতি কি একটু কমিয়ে দিবেন? অনেক জোরে ঘুরছে। আপনার সাইটের বিভিন্ন ফিচার দেখতে যেয়ে চোখটা শুধু ঘুরছে ওই লেখার সাথে সাথে।

    ও আচ্ছা আমি কিন্তু অনেক কথা বলব , আর তা যে পালন করতে হবে, এমন কোন কথা নাই। আপনার কাছে যেইটা ভাল মনে হয় সেইটাই করবেন। সব আপনার ইচ্ছা ।

    আপনার সাইটের লেখাগুলোর var rotation = 0.4; এই জন্যই এত বেশি স্পীড এ ঘুরে । এটা .2 করে দিতে পারেন।

    http://simantoromel.ucoz.com/_ld/0/30_TURBO_C.html
    এই লিঙ্ক এ চোখ বুলান। যাই হোক প্রোগ্রাম গুলা পড়তে গেলাম । কিন্তু আপনার জাভাস্ক্রীপ্ট নাম fallen leaves লাগাইল বিপত্তি। পাতাগুলা যে এতো তাড়াতাড়ি পড়ে , প্রোগ্রামের দিকে মনযোগ দিতে কষ্ট হয়। এর স্পীড আরো কমিয়ে দিতে পারেন, যেন ভিজিটর বুঝে কোন একটার নিরব উপস্থিতি এখানে আছে।
    এই সব জিনিস এমনে দেখতে ভাল্লাগে, কিন্তু স্পীড বেশি থাকলে মনযোগ দিয়ে পড়তে কষ্ট হয়।

    http://simantoromel.ucoz.com/index/javascript/0-13
    কষ্ট দিতাছি মনে হয় ? আবার এই লিঙ্ক এ চোখ রাখেন। এখানে জাভাস্ক্রীপ্ট এর কয়েকটা কোড দেয়া হল মনে হচ্ছে। কিন্তু তা .jpg ফরমেট এ কেন? তা হলে আমার কোন কোড এর দরকার হলে কপি পেস্ট করে আমার সাইটে লাগাব কিভাবে? আপনি তো জাভাস্ক্রীপ্ট কোড গুলো dynamicdrive থেকে সংগ্রহ করেছেন। সেখানে কোডগুলো একটা বক্সের ভিতরে থাকে। বক্সের ভিতর থেকে কপি পেস্ট করে আমরা সাইটে বসাই। .jpg ফরমেট এ না রেখে বক্সের ভিতর করে দিলে ভাল হত না?

    আর প্রথম ৫ টার কোড দেয়া হল, বাকি গুলোতে আপনার মোবাইল নাম্বার দেয়া !!!

    #
    CSS
    #
    VBSCRIPT
    এগুলাতে নাই তো কিছু !

    http://simantoromel.ucoz.com/_ld/0/30_TURBO_C.html
    একি ! এই লিঙ্ক এর কথা তো আগে একবার বলেছি। এখন এই লিঙ্ক এ যাওয়ার সাথে সাথেই পেজটি খুলে গেল। আপনি কি সাইটে এমন কোন কোড দিয়েছেন নাকি , যাতে ব্রাউজার সাইটের বিভিন্ন কিছু ক্যাশ মেমরীতে সেভ করে রাখে ? তাহলে কোডটা কি? আমার খুব দরকার।
    আজ যাই, bye.

    পাতাগুলি কি বাদ দিব ভাইজান ??? যদি বলেন তাহলে দিয়ে দিব …।। কারন, আপনাদের সমস্যা হলে সেটা বাদ করে দিব…
    অনেক ধন্যবাদ ভুল শুধরে দিবার জন্য…

    আপনার code প্রয়োজন হলে e-mail no. দিবেন …।আমি মেইল করে দিব …আর ৫ টা দিয়েছি আরও দিব…শুধু সময়ের ব্যাপার মাত্র …তাই মোবাইল নং দিয়েছি যদি কারো খুব বেশী প্রয়োজন হয় তারা যাতে আমাকে কল করে কাঙ্খিত কোড পেয়ে যায়…ধন্যবাদ…।

মামু নিজের সাইটের বিঙ্গাপন এইভাবে দিলেন

যাক মোটামুটি ভালো লাগলো।

thnx .thnx a lot….আপনারা এত সুন্দর করে আমার ভুল গুলো ধরেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ …আমার এরকম ভুল আর ভবিষ্যতে হবে না আশা করি…জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার মনে হয় বেশি করে ফেলেছি …এগুলো একটু কমিয়ে দেব…আবার ও ধন্যবাদ……।।
সাধীন ভাই, আমার আপলোডিং এখনো শেষ হয়নি , তাই CSS এ দেয়া হয়নি ,JAVASCRIPT এ কম …চিন্তা করবেন না ,খুব তাড়াতাড়ি দিয়ে দিব…
আল্লাহ হাফেজ ।।

ভালো সাইট বানাইছেন একটা ডোমাইন কিনেন এবং হোস্টিং লাগান তাহলে আরো জটিল হইবে।টেংকু।

    রাফসান ভাই,
    আগে সাজিয়ে নেই ,পরে ডোমাইন -হোস্টিং করবো……।ধন্যবাদ……

http://simantoromel.ucoz.com/_ld/0/30_TURBO_C.html
একি ! এই লিঙ্ক এর কথা তো আগে একবার বলেছি। এখন এই লিঙ্ক এ যাওয়ার সাথে সাথেই পেজটি খুলে গেল। আপনি কি সাইটে এমন কোন কোড দিয়েছেন নাকি , যাতে ব্রাউজার সাইটের বিভিন্ন কিছু ক্যাশ মেমরীতে সেভ করে রাখে ? তাহলে কোডটা কি? আমার খুব দরকার।
আমার ইমেইলঃ likewarid{dot}gmail{dot}com

    কোন ওয়েবসাইট এ ফাইল যদি ফ্রেম এ ভাগ করা থাকে তবে সেই পেইজ খুলতে কম সময় লাগে……।।
    আর আমি কোড পাঠিয়ে দিয়েছি আপনার মেইল এ ……।।

This is one of the “FALTU” website ever I have seen……………….

ভাই, চিনতে পেরেছি আপনাকে……।। কোন পোষ্ট এর বিপরীতে এরকম কটু মন্তব্য আসবেই…তাই আমি চিন্তিত নই…

আমি অচিরেই আপনাদের দলে টিউন নিয়ে হাজির হবো আশা করি।আমি টেকটিউন্সের একজন নিয়মিত পাঠক এবং ভক্ত। প্রোগ্রামার রোমের ভাই আপনার কাছ থেকে ভিজুয়াল বেসিক দিয়ে পেরোল সফটোয়্যারের উপড় একটি পরিপূর্ণ টিঊন আশা করছি। ধন্যবাদ

    ঠিক আছে ভাই visual basic এর উপর আগামিতে টিউন করবো……

Level 0

সাইট টির ডিজাইন এর দিক এ একটু গুরুত্ব দিলে আমার মনে হয় ভাল হবে।

    ধন্যবাদ …আগামিতে আরো অনেক ওয়েবসাইট খুলা হবে তখন এগুল মাথায় থাকবে…।

there are many important thing we should think for understand of our corrupt world.i want to request if some one can bangla dabbed of those video………(this is very serious this)
http://www.youtube.com/watch?v=TrZ14NRbT-s&feature=related
http://www.youtube.com/watch?v=6Dys3xE2Bnk&feature=related
http://www.youtube.com/watch?v=MQfstHYZZlE
http://www.youtube.com/watch?v=npIKCtBhb7k&feature=related