জুমলা শিখুন (পার্ট-৩) (Install জুমলা)

জুমলা ইন্সটল করার জন্য প্রথমে আপনার সার্ভার ইন্সটল করতে হবে।  তাই প্রথমে WAMP প্যাকেজটা ইন্সটল করুন। ইন্সটল করা খুব সহজ। তার পর ও আমি ধাপ গুলো দিয়েছিঃ

প্রথমে WAMP সফটওয়ার টা ওপেন করুন। দেখবেন নিছের মত আসবে।

নেক্সট এ ক্লিক  করুন।

I accept the agreement  সিলেক্ট করে আবার নেক্সট এ ক্লিক করুন।

ডিরেক্টরি পরিবর্তন না করলেও চলবে। নেক্সট এ ক্লিক করুন।

আপনার ইচ্ছে হলে সিলেক্ট করুন না হলে নেক্সট এ ক্লিক করুন।

ইন্সটল  এ ক্লিক করুন।

ইন্সটল হচ্ছে

ফিনিশ করুন। এখন wamp server রান হবে। এবং সিস্টেম ট্রে তে নতুন একটি আইকন দেখবেন।

এটার মধ্যে ক্লিক করুন।

এখান থেকে Put Online  এ ক্লিক করুন। প্রথম ধাপ শেষ। আপনার কম্পটার এখন লোকাল সার্ভার এ পরিনত হয়েছে।

এখন আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐখানে localhost (http://localhost/) লিখে Ok করুন। নিছের মত দেখতে পারবেন।

যদি দেখতে না পান তাহলে আপনার কোন ভুল আছে। ভুল গুলো দেখে আবার চেষ্টা করুন।

এখন আপনি Joomla Install করার জন্য প্রস্তুত।

এবার কি ভাবে জুমলা ইন্সটল করবেন তা ধাপে ধাপে দেখাচ্ছি।

প্রথমে আপনার জুমলা Zip File টিকে একটি ফোল্ডারে decompress করুন। ফোল্ডার টির একটি সহজ নাম দিন যাতে মনে রাখতে পারেন। আমি নাম দিয়েছি blog ।

এখন আপনার C ড্রাইভ বা যে ড্রাইভ WAMP ইন্সটল করেছেন তা ওপেন করুন। WAMP ফোল্ডার টি ওপেন করুন। এখনে দেখবেন WWW নামে একটি ফোল্ডার রয়েছে তার মধে আপনার decompress করা জুমলা ফোল্ডার টিকে পেষ্ট করুন।

এবার আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন। ঐ খানে ( http://localhost/আপনার রিনেইম করা ফোল্ডারে নাম)

যেমন আমার ক্ষেত্রে http://localhost/blog লিখে ok করুন। বা http://localhost এখানে গেলে your project এর নিচে আপনার ফোল্ডারটি দেখতে  পাবেন এখানে ও ক্লিক করে যেতে পারেন। ফলে নচের মত দেখতে পবেন,

এখান থেকে ভাষা সিলেক্ট করে নেক্সট করুন।

আপনার কম্পিউটারের ক্ষমতা আছে কিনা আর কি কি আছে তার একটি লিস্ট। নেক্সট করুন।

জুমলার লাইচেন্স সর্ম্পরকে বলছে। যদিও এটা ওপেন সোর্স। নেক্সট করুন।

এটা একটু সুন্দর ভাবে পূরন করুন। এটা ই প্রধান। আমি নিচের মত করে পূরন করেছি।

Host name হিসেবে localhost লিখুন। আপনার নাম এবং পাসওয়ার্ড দিন, এবং ডাটাবেজ নেম হিসেবে আপনার ঐ ফোল্ডারের নাম দিন। আমারটির নাম ছিল blog তাই আমি blog দিলাম।

তার পর নেক্সট করুন।

আপনি FTP মানে File Transfer Protocol ব্যব্যহার করবেন কিনা। তার Configuration করুন। না করলে নেক্সট করুন। আমি করি নাই।

এখানে আপনার Email ID এবং পাসওয়ার্ড দিন। নিচে দেখবেন Install simple Data নামে একটি Option আছে এখানে ক্লিক করলে একটি সুন্দর জুমলা সাইট ইন্সটল হবে। এটা না করে আপনি নেক্সট চাপুন। তাহলে একটি খালি এবং নতুন সাইট ইন্সটল হবে। তবে আপনি জানার জন্য  Install simple Data করে দেখতে পারেন। অনেক কছু জানতে পারবেন।

এটা একটু সুন্দর ভাবে খেয়াল করুন। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থকবে। এগুলো মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।

এখনে বলা হয়েছে যে Installation Directory টি Remove করতে। তার জন্য প্রথমে C Drive এ ডুকে

WAMP এ যান । তার পর WWW  থেকে আপনার রিনেইম করা জুমলা ফোল্ডারে ঢুকুন। আমার জন্য এ ফোল্ডারের নাম blog. এখান থেকে Installation ফোল্ডার টি Delete করে দিন। তার পর উপরের চিত্রের মত যেখানে ক্লিক করতে বলা হয়েছে সেখানে ক্লিক করুন। ব্যস আপনার জুমলা ইন্সটলেশন শেষ হয় গেলো। আপনাকে আপনার নতুন জুমলা সাইটে নিয়ে যাবে।

যা দেখতে ইউপরের চিত্রের মত হবে।

ধন্যবাদ সবাইকে।

জুমলা শিখুন (পার্ট-২) (Applets Download) এর লিঙ্কঃ https://www.techtunes.io/web-development/tune-id/34098/#comment-96442

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

go go go go ahead………………… speed up………………. ভাই এইভাবেই screen shoot দিয়া লিখতে থাকেন তাহলে ভালো বুঝতে পারি। আর kindly দ্রুত করেন একটু যাতে দ্রুত শিখতে পারি । আর একটু বলবেন কি আনুমানিক কয় পর্ব লাগবে আপনার। আর জুমলা দিয়া বাংলা সাইট কেমনে বানায় সেটা অবশ্যই দেখাবেন কিন্তু।

    ভাই কাল থেকে যে আমার নিয়মিত ক্লাস করতে হবে। কি করা যায় বলুন। কত পর্বে শেষ করব তা বলতে পারবো না। কারন আমি নিজে ও জানি না। কমপক্ষে ১৫ পর্বে শেষ হতে পারে।

vai….. screenshot soho ei dhoroner post khubi valo lage. apnar dharabahik ei post ta amader moto beginner der onek upokar hobe inshallahh.
Good job vaia…. go ahead. plz dont stop.Thanks

    OK, ধন্যবাদ। আপনাদের কাজে লাগলেই আমি খুশি।

দিতাছি ইন্সটল।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

আপনার টিউন আগের চেয়ে অনেক ভাল হইতেছে স্ক্রিন শটের কারনে আর আপনার ধারাবাহিক টিউন গুলাও অনেক উপকারী।
এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

মারাত্মক ঝামেলার শেষে…আপনার সরাসরি সাহায্যের কারণে আমার এই পর্বের শুভ সমাপ্তি হল। ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯টা ধন্যবাদ।
ভাইয়া আমি আছি, থাকব।

    ওকে ভাইয়া। আমি আপনার অরিজিনাল রুপ তাহলে জেনে গেছি। হা হা হা। আপনাকে ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯টা Congrats.

database option e next dile error dekhacche………………………?

    “Unable to connect to the database:Could not connect to MySQL”-ei message dekhachhe

ভাই আমি আপনার টিউন দেখে জুমলা সেটাপ দেওয়া শুরু করলাম কিন্তু Database Configuration যাবার পরে ""Could not connect to the database. Connector returned number: Unable to connect to the Database: Could not connect to MySQL. ""

প্লীজ আমাকে সাহায্য করুন ।

    আপনার দেওয়া ডাটাবেস ইনফরমেশনে ভুল আছে। আগে php my Admin থেকে একটি ডাটাবেজ তৈরি করেনিন। এর পর একটি ইউজার তৈরি করুন। এবার ঐ ইউজার কে ডাটাবেজের মধ্যে এসাইন করুন।
    এবার এ ডাটাবেজ নাম, ইউজার নাম, এবং পাসওয়ার্ড দিয়ে আবার ট্রাই করুন।

      Level 0

      php my admin থেকে ডাটাবেজ কিভাবে তৈরী করবো? ইউজার কিভাবে বানাব? কিছুই বুঝি নাই। দয়া করে একটু বুঝাঁয়ে দেন

Level 0

Put Online এ ক্লিক korar por bai ai massage ta ase “””” could not exicute menu item( internal error) [Exception] could not perform service action.

pls help me.

Level 0

vai amk show kortese j server online bt ami localhost likhe browser enter press korar por apnar screenshot a dekhano page ta astase na…r foysal vai jei prob tay porse amio same prob a porsilam…bt WAMPSERVER software ta close kore abar open korate oi prob ta thik hoe gese..server now onilne..ki kora jay akhon?? plz help koren

Level 0

ai screenshot ta aktu dekhen>> http://www.mediafire.com/i/?93aa8jqddan2vvc

akhne ki likhbo??

Level 0

amar server akhon online…. but localhost page ta asche na…page blank dekhay… 🙁