Google Form কীভাবে আপনার ব্লগার সাইটে ব্যাবহার করে সুন্দর একটি Contact Form তৈরি করবেন।

প্রথমে ডেমোটা দেখুন।
একটি ওয়েব সাইটে ফর্মের প্রয়োজনীয়তা বিভিন্ন কারনে হয়ে থাকে। যেমন ওয়েব সাইটে কাউকে ইনভাইট করতে। অথবা কোন ডাটা নিতে অথবা অন্য কোন কারনে। কিন্তু ব্লগার সাইটে আপনি এটা কিভাবে করবেন ? আসুন দেখে নেই।
প্রথম ধাপঃ-
আপনার Google Account থেকে Drive এ প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপঃ-
More থেকে Google Form এ প্রবেশ করুন। আর তৈরি করুন নতুন ফর্ম। আপানার চাহিদা মতো।
তৃতীয় ধাপঃ-

 

এবার Send Form এ যান।

চতুর্থ ধাপঃ-

এখান থেকে Embed এ যান।

পঞ্চম ধাপঃ-

এবার কোডটি কপি করুন।

ষষ্ঠ ধাপঃ-

এবার নতুন একটি পেজ ওপেন করে কোডটি কপি করে দিন। তবে কোডটি কপি করার সময় অবশ্যই HTML মুড এ লিখবেন।

 

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro