ওয়েব ডিজাইন ধারাবাহিক ভিডিও টিউটরিয়াল পর্ব -১ (ওয়েব টিজাইন বেসিক থেকে এডভান্স)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন দীর্ঘদিন ধরে TT তে একাউন্ট খুলে রেখেছি কিন্তু কোন টিউন করা হয়নি অথচ tt থেকে পেয়েছি অনেক কিছু। এবার হয়তো পালা এসেছে কিছু দেরার। কতটুকু দিতে পারবো জানিনা তবে চেষ্ঠা করবো ইনশাহআল্লাহ। আমি ব্যক্তিগত ভাবে একজন ওয়েব ডিজাইনার হতে চেয়েছিলান এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং সাধনার ফলে আমি আমার স্বপ্নের বাস্তব রুপ দিতে পেরেছি।
আমার মতো প্রতিটা ভা্ই যাতে তাদের স্বপ্নগুলো সত্যি করতে পারে এজন্য আমি আমার ওয়েব ডিজাইন অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে চাই। অর্থা্ত আমি কয়েকটি ধারাাহিক টিউটিরিয়াল এর মাধ্যমে ওয়েব টিজাইন বেসিক থেকে এডভান্স লেবেল পর্যন্ত শেখাব। এই টিউটরিয়াল এর ধারাবাহিক টিউন গুলোতে আমি দেখাবো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটি সম্পূর্ন ওয়েবসাইট বা ওয়েবসাইট টেম্লেট তৈরি করা যায়। যাদের মুটামুটি HTML এবং CSS সম্পর্কে ধারনা আছে আর যাদের নেই তারা HTML এবং CSS টিউটরিয়াল গুলো দেখে নিতে পারেন।আমি আশা করি HTML CSS এর ধারনা না থাকলেও আপনি বুঝতে পারবেন কারন এখানে মুটামুটি HTML CSS সহই আলোচনা করা হবে আশা করি বুঝতে পারবেন।

Responsive Website Template Design বাংলা Video Tutorial Part-1 (What will we do?)

https://youtu.be/VBkA5bYmSXI

টিউটরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই লাইক,টিউমেন্ট ও শেয়ার করবেন
টিউটরিয়াল বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টে প্রশ্ন করবেন
ওয়েব ডিজাইন এর সকল টিউটরিয়াল পেতে ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল
ফেইসবুকে আমাকে সরাসরি প্রশ্ন করতে ফেইসবুকে আমি

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান…… ভাই

আশা করি অনেক ভাল মানের টিউটোরিয়াল হবে ।

ধন্যবাদ

ধন্যবাদ @হাবিবুর রহমান ভাই

মাহবুব মিয়া ভাই কেউ ধন্যবাদ উনি ভদ্রলোক বলে

Level 0

আশা করছি অনেক ভাল কিছু পাবো।

Thanks ভাই চালিয়ে যান আমরা আছি

Level 0

Awesome tune..first tune a apni eto sundor presentation korencen ja dekhe sotti mukdo hoye gelam..and one confident pelam..thank you so much for your nice and brilliant tune…keep going on plzzzz