তৈরি করুন ভিডিও সাইট(পর্ব-১)(৩ পর্বে সমাপ্য)

আসসালামু আলাইকুম।

আজ আমি দেখাবো ব্লগস্পটে কিভাবে ভিডিও সাইট তৈরি করা যায়। হয়ত অনেকে ব্লগস্পট শুনেই কেটে পড়তে যাচ্ছেন। কারণ অনেকের ধারণা ব্লগস্পটে ভালো সাইট তৈরি বেসম্ভব। কিন্তু হয়ত তৈরির পরে সাইটটা আপনার ভালো লাগবে। আমি সবার সুবিধার্থে অনেক বিস্তারিত করে ধাপে ধাপে লিখবো। এখানে আমি Sevida Premiam টেমপ্লেট ব্যবহার করবো। এর দাম ২১ ডলার, যা প্রায় ১৬০০ টাকার মত। আমরা জানি একটা ব্লগস্পট সাইট থেকে মাসে ১০০০০ টাকার ওপরে অনেকেই আয় করেন। তাই প্রোফেশনালি কোন সাইট তৈরি করলে অবশ্যই কিনে নিবেন। আর শেখার জন্য তৈরি করলে আমার দেওয়া লিংক থেকে ফ্রি সংগ্রহ করতে পারেন।

তাহলে শুরু করি। আমি ধরে নিচ্ছি আপনি একদমই নতুন। প্রথমেই ডেমো দেখে নিন।

  1. প্রথমেই ডাউনলোড/ক্রয় করে নিন সেভিডা টেমপ্লেট।
  2. এখন এটা এক্সট্রাক্ট করুন। উইনরার দিয়ে এক্সট্রাক্ট করা যাবে।
  3. এখন এক্সট্রাক্টকৃত Sevida-Theme-Version-2.4.2\Version 2.4.2 ফোল্ডার থেকে Sevida-template-2.4.2.xml ফাইলটি ওপেন করুন। নোটপ্যাড দিয়ে ওপেন করা যাবে।
  4. সব কোড কপি করে রাখুন।
  5. blogger.com এ যান।
  6. গুগল+ প্রোফাইল দিয়ে ব্লগার প্রোফাইল বানিয়ে নিন।
  7.  বাটনে ক্লিক করুন।
  8. টাইটেল ঘরে সাইটের নাম লিখুন। মানে আপনার সাইটের নাম কি হবে। যেমন, ফেসবুকের নাম ফেসবুক, টেকটিউনসের নাম টেকটিউনস।
  9. অ্যাড্রেস ঘরে সাইটের ঠিকানা/ডোমেইন লিখুন। যেমন- গ্রিন রেঞ্জারস+ বাংলাদেশের অ্যাড্রেস blog.grplusbd.net, টেকটিউনসের অ্যাড্রেস techtunes.io. উল্লেখ্য যে, আপনি এখানে বিনামূল্যে .blogspot.com সাবডোমেইন নিতে পারবেন। .com/.net/.com.bd এগুলো টাকা দিয়ে কিনতে হয়।
  10. টেমপ্লেট যেটা সিলেক্ট করা আছে, সেটা পরিবর্তন করা লাগবে না।  বাটনে ক্লিক করুন।
  11. ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখন ব্লগের নামের পাশের  এ ক্লিক করে দেখে নিতে পারেন। তবে দেখে হয়ত আশাহত হবেন। কারণ আপনার ব্লগের চেহারা হবে এখন কিছুটা এরকম-
  12. হতাশ হবেন না। এখন এটাকে ভিডিও ব্লগ হিসেবে গড়ে তোলার পালা। ৪ নাম্বার ধাপে মনে আছে একটা কোড কপি করে রেখেছিলাম? ওটাই এখন লাগবে। blogger.com এ ফিরে আসুন।
  13. আপনার ব্লগের নামে ক্লিক করলে ড্যাশবোর্ড পাবেন। সেখানে সাইড থেকে Template অপশনে যান।
  14. মোবাইল টেমপ্লেটের নিচের সেটিংস বাটনে ক্লিক করুন।
  15. Choose mobile template উইন্ডো আসবে। সেখান থেকে প্রথমে Yes. Show mobile template on mobile devices সিলেক্ট করে এরপর ড্রপডাউন থেকে Custom সিলেক্ট করতে হবে।
  16. এবার  Template অপশন থেকে  এ ক্লিক করুন।
  17. বিভিন্ন কোড দেখতে পারবেন।  দিয়ে সব সিলেক্ট করে  চেপে মুছে দিয়ে  চেপে কপিকৃত কোড পেস্ট করুন।
  18.  এ ক্লিক করে সেভ করে নিয়ে আবার  এ ক্লিক করে ব্লগটা দেখে আসুন।
  19. এখন কিছুটা এরকম দেখাবে-
আপনার সাইটটি ক্রিয়েট করা সম্পন্ন হয়েছে। কিন্তু একে সাজানো অনেক বাকি। টিউন করা, সাজিয়ে তোলা এসব নিয়ে খুব শীঘ্রই ইংশাআল্লাহ দ্বিতীয় পর্ব লিখব।
আমার মনে হয় আপনাদের এই টিউনটা ভালো লেগেছে। যদি লেগে থাকে তবে টিউমেন্টে জানাবেন আর আমার ব্লগটাতে একবার ঢুঁ মারবেন- গ্রিন রেঞ্জারস+
আর যদি ভালো না লাগে তবে টিউমেন্টে টিউনটির খারাপ লাগার কারণ জানিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন। আমারো মোটামটি একটা ব্লগ আছে- mrrumman.blogspot.com । এই সাইট নিয়ে এক্টূ হেল্প দরকার। আপনার ফেসবুক আইডি টা দিলে ভালো হয়।