সুন্দর ও মনোমুগ্ধকর ওয়েবসাইট তৈরি বা ডিজাইন করার জন্য যেসকল বিষয় মাথায় রাখা অতীব জরুরী (পর্ব-২)(মিস করলেন তো বড় ভুল করলেন)

টিটি বন্ধুরা,গতপর্বের পর আজ আপনাদের জন্য ওয়েবসাইট তৈরির আরো কিছু টিপস নিয়ে হাজির হলাম,আশা করি ভালো লাগবে।

ওয়েবসাইটের জন্য কালার কম্বিনেশন নির্বাচন করাঃ

অন্যসব বিষয়ের মত এটিও খুব প্রয়োজনীয়।আপনার ওয়েবসাইটটি কোন রঙের হবে তা সময় নিয়ে ভাবুন। সর্বোচ্চ দুই থেকে তিনটি রঙের কম্বিনেশন থাকা ভালো । এর থেকে বেশী রঙ ইউজ করা উচিত হবে না। রং নির্বাচন আপনার উপর নির্ভর করে,তবে নিচের কম্বিনেশন গুলো ভালো হতে পারে ।

১) লাল,হলুদ,সাদা।

২)নীল এবং সাদা।

৩) লাল,ধূসর ও সাদা।

৪) নীল,কমলা ও সাদা

৫) হলূদ,ধূসর ও সাদা

যদি আপনি কোন ধরণের রঙ নির্বাচন করবেন এ নিয়ে সংশয়ে থাকেন তবে বিভিন্ন সাইটে গিয়ে কম্বিনেশনগুলো দেখে নিতে পারেন।

সহজে ব্যবহারযোগ্য এবং বোধগম্য নেভিগেশন সিস্টেম ব্যবহার করুনঃ

এটি একটি নেভিগেশন বার।

ভিজিটররা যা খুজে পেতে চায় তা তারা যেনো খুব সহজেই খুজে পায়,এটা আপনাকে নিশ্চিত করতে হবে।এজন্য নেভিগেশন বার হওয়া উচিত সহজবোধ্য। সাধারণত যেকোনো ওয়েবসাইটে বামদিকে অথবা উপরে নেভিগেশন বার থাকে,তাই এ ধরনের নেভিগেশন বার ইউজ করতেই ভিজিটররা অভ্যস্ত। তাই নেভিগেশন সিস্টেম বামে বা উপরে রাখাটাই ভালো। তবে আপনার পেজটি যদি অনেক বড় হয় তাহলে ভিজিটরদের যেনো স্ক্রল করে উপরে উঠে নেভিগেশন বার ইউজ করতে না হয় তাই আপনি এটিকে এক্ষেত্রে পেজের নিচেও সেট করতে পারেন।


অতিরিক্ত স্পেশাল ইফেক্ট বা এনিমেশনবিশিষ্ট গ্রফিক্স ব্যবহার থেকে বিরত থাকুনঃ

আপনি আপনার ওয়েবসাইটকে আরো সুন্দর করার জন্য একটি বা দুইটি স্পেশাল ইফেক্ট বিশিষ্ট গ্রাফিক্স ব্যবহার করতে পারেন,তবে বেশী মাত্রায় এনিমেশন বা স্পেশাল ইফেক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন কারন এগুলো ভিজিটরদেরকে মূল কন্টেন্ট থেকে মনোযোগকে বিচ্ছিন্ন করে,তাছাড়া এগুলো ওয়েবসাইটকে ভারী করে যার ফলে  সাইট ডাউনলোডে বেশী সময় লাগে এবং ভিজিটররা পুরো পেজ এমনকি শুধু লোগো ডাউনলোড হওয়ার আগেই আপনার সাইট থেকে  বেরিয়ে যেতে পারে।

ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথাঃ

আপনার সাইটের ব্যাকগ্রাউন্ড থেকে ভিজিটররা যেনো সহজেই লেখা পড়তে পারে এ ব্যাপারে নিশ্চিত হোন।এজন্য গাঢ় নীল ব্যাকগ্রাউন্ডে কালো লেখা বা সাদা ব্যাকগ্রাউন্ডে হলুদ লেখা ইত্যাদি থেকে বিরত থাকুন। তাছাড়া আপনার পেজে যেসকল লিংক রয়েছে সেগুলোও যাতে সহজে সবসময় চোখে পড়ে এ ব্যাপারে সতর্ক থাকুন। এজন্য ব্যাকগ্রাউন্ড যদি গাঢ় রঙের হয় তবে লিঙ্কের রঙ হালকা রাখা উচিত। সাধারণত একটি লিঙ্ক ভিজিট করার পূর্বে নীল এবং ভিজিটের পরে বেগুনী রঙ হয়ে থাকে।

লিঙ্ক নিয়ে দুটি কথাঃ

আপনার পেজে যদি অন্য ওয়েবসাইটের লিঙ্ক দেয়া থাকে তবে তা অন্য উইন্ডোতে বা অন্য ট্যাবে খোলার ব্যবস্থা করুন।এতে ভিজিটররা আপনার দেয়া লিঙ্ক ভিজিট করার পরে সহজেই আপনার সাইটে ফিরে আসতে পারবে।ছবি দেখলে ব্যাপারটা বোঝা যাবে।

উপরে যে লিঙ্ক দেখা যাচ্ছে তাতে ক্লিক করলে

লিঙ্কটি অন্য ট্যাবে ওপেন হলো।

সাইট ম্যাপ বা সার্চ অপশনঃ

আপনার সাইটে যদি ১২-১৫ পেজের বেশী পেজ থাকে তাহলে তাতে সাইট ম্যাপ বা সার্চ অপশন রাখতে পারেন। এর ফলে ভিজিটররা সহজেই সার্চ করে তাদের কাঙ্খিত বিষয়টি আপনার সাইটে খুজতে পারবে।

এটি টেকটিউনসের সার্চ অপশন

কন্টেন্ট বা সারগর্ভঃ

এটি আপনার সাইটের প্রাণ। সুতরাং এটির ক্ষেত্রে বেশী সময় নিয়ে কাজ করুন।

একটি সফল ওয়েবসাইট তৈরির জন্য নিচের বিষয়গুলো খেয়াল রাখুন।

১)হোমপেজ বা ভূমিকাতেই ফ্ল্যাশ ইন্ট্রোডাকশান বা এনিমেটেড মেইলবক্স ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২) সয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড মিউজিক (অর্থাত এমন ব্যবস্থা যার ফলে পেজ খোলার সাথে সাথে নিজ থেকেই ব্যাকগ্রাউন্ডে মিউজক চলা শুরু করে) এড করবেন না।ভিজিটররা যদি চায় তবেই যেনো তা তারা প্লে করতে পারে।

৩) যদি আপনার সাইটটি প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপডেট না হয় তাহলে এতে সময় তারিখ প্রদর্শন ব্যবস্থা না রাখাই ভালো।

পরবর্তী পোষ্টে আরো কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব,ইনশাআল্লাহ।


Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hmm, Thik e, eta dekhe ektu bolunto… banglainternet.com

Hmm

    Level 0

    ভাই,আমিও বাংলা হুম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্ম।

চমৎকার টিপস

    Level 0

    ধন্যবাদ্মকাজে লাগলে খুশি হবো।

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসাধারন লাগলো