ব্লগস্পট টেমপ্লেট রাজ্য[পর্ব-৫]:: eGamer(ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পটের জন্য)

আসসালামু আলাইকুম।

আজকে আমি ব্লগস্পট টেমপ্লেট রাজ্যের পঞ্চম টিউন করতে যাচ্ছি। হুবহু একই টেমপ্লেট ওয়ার্ডপ্রেসের জন্যও পাবেন। আজকের টেমপ্লেট eGamer. এটি আমার খুবই ভালো লেগেছে। কিন্তু সমস্যা হলো এই টেমপ্লেটটা রেসপোন্সিভ না। তবে পিসি গেমিং নিয়ে কোন সাইট বানানোর জন্য এটা বেশ ভালো।

এমনিতে ডার্ক টেমপ্লেট আমার পছন্দ না। কমলা রংও বেশি ভালো লাগে না। কিন্তু এটা ব্যতিক্রম। জাস্ট কম্বিনেশনটা অসাধারণ।

টেমপ্লেটটা সম্বন্ধে:

নাম: eGamer

ডেভেলোপার: Sora Templates

টাইপ: গেমিং

স্টাইল: ডার্ক/গ্রিড

ফাস্ট: হ্যাঁ

স্টাইলিশ স্লাইডার

সাইডবার: লেফট

ফ্রি: পার্সোনাল ব্যবহারের জন্য ফ্রি। তবে Encrypted Scripts এবং ফুটার ক্রেডিট থাকবে

লাইসেন্স: This free Blogger template is licensed under the Creative Commons Attribution 3.0 License, which permits both personal and commercial use. However, to satisfy the 'attribution' clause of the license, you are required to keep the footer links intact which provides due credit to its authors.

সমস্যা:

রেসপোন্সিভ না।
এসইও ফ্রেন্ডলি: মিডিয়াম।

ডেমো ও ডাউনলোড

ব্লগস্পট টেমপ্লেট ডেমো                         ব্লগস্পট টেমপ্লেট ডাউনলোড

ইন্সটলের নিয়ম (বাংলা)                         Documentation (English)

ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডেমো                         ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডাউনলোড

 আশা করি এই ব্লগস্পট টেমপ্লেটটি আপনার ভালো লেগেছে। আমি ওয়ার্ডপ্রেস বিষয়ে অভিজ্ঞ না। ওয়ার্ড প্রেস টেমপ্লেটটা পরীক্ষা করে দেখিনি। তাই ওয়ার্ড প্রেস টেমপ্লেট নিয়ে সমস্যা হলে সাহায্য করতে পারব না। কিন্তু ব্লগস্পট টেমপ্লেট নিয়ে কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। অথবা আমাকে ফেসবুকেও নক করতে পারেন। আশা করি সাহায্য করতে পারব।

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

প্রযুক্তি বিষয়ক সর্বশেষ সংবাদ, বিভিন্ন গ্যাজেট, টেমপ্লেট, গেমস ইত্যাদি পেতে আমাদের ব্লগে ঘুরে আসবেন। আর এছাড়াও এখানে আপনি অনলাইন বিভিন্ন গেমও খেলতে পারবেন।

আর এই টিউনটা যারা এখনো পড়েননি অবশ্যই পড়বেন।

রোড রাশ থেকে রোড রিডিম্পশন, একটি সময় যন্ত্র(১৯৯১-২০১৬)

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস