আর কেউ আপনার ব্লগের লেখা কপি করতে পারবে না

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

যারা ইউনিক ব্লগ টিউন লেখেন তারা সবচেয়ে বেশী সমস্যায় পড়েন লেখা কপি নিয়ে। অনেক আজেবাজে তথাকথিত ব্লগার আছে যারা অন্যদের লেখাগুলো কপি করে নিজের সাইটে পাবলিশ করে দেয়। আমাদের প্রিয় ব্লগ এই টেকটিউনস এর লেখা যে কতজন কপি করেছে তার কোন ইয়ত্তা নেই। আজকে আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখাবো যা  অবলম্বন করলে আপনার সাইটের লেখা আর কেউ কপি করতে পারবে না।

কপি কনটেন্টের সমস্যা

যারা কনটেন্ট কপি করেন, তারা কোনভাবেই লাভবান হতে পারেন না। গুগল এইসব লেখাকে সার্চ রেজাল্টে দেখায় না। অনেক ক্ষেত্রে একই কনটেন্ট দুই সাইটে দেখতে পাবেন যা আসলে একই ব্যক্তি লিখেছে বলে গুগল ধরে নেয়। আর, কোন ওয়েবসাইটে নির্দিষ্ট Percentage এর ইউনিক কনটেন্ট না থাকলে সেই সাইটের র‍্যাংক এমনিতেই সার্চে কমে যায়। সুতরাং, এই কাজ কেউ করবেন না। আর, নিজেদের ওয়েবসাইট বা, ব্লগে ইউনিক লেখা লিখুন। আমি একটি কোড দিয়ে দিচ্ছি। এই কোড সাইডবারে বা, ফুটারে যেকোন জায়গায় Widget এ HTML/Javascript Widget এড করে  সেখানে পেস্ট করে দেবেন। তাহলে ঐ ব্লগের লেখা আর কেউ কপি করতে পারবে না।

নিচের কোড কপি করুন-

<!-nextpage->

<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script>

<script type='text/javascript'>

if (typeof document.onselectstart!="undefined") {document.onselectstart=new Function ("return false");} else {document.onmousedown=new Function ("return false"); document.onmouseup=new Function ("return true");}

</script>

<a href="https://www.bloggingnseo.xyz">protected by bloggingnseo </a>

<!-nextpage->

 

ব্লগস্পট বা, ওয়ার্ডপ্রেস যেকোন ব্লগের Widget এ এই কোড যোগ করলেই সেই ব্লগ কপি থেকে মুক্ত হবে। এখনই যোগ করুন, আর কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।

 

তথ্যসূত্রঃ ব্লগিং টিউটোরিয়াল

 

আমার আগের লেখাঃ

  1. ব্যাকলিংক পাওয়ার পদ্ধতি
  2. সেরা পাঁচটি ব্লগস্পট টেমপ্লেট

Level 0

আমি প্রচ্ছন্ন প্রকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 71 টিউনারকে ফলো করি।

ব্লগিং এবং এস ই ও শেখার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আমার লেখাগুলো পড়লে অনেকেই উপকৃত হবেন। ঠিকানা- https://www.bloggingnseo.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস