একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার এর জন্য চারটি দরকারি সফটওয়্যার

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা এবং ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে এই টিউনটি আপনার একটু হলেও উপকারে আসবে। আজকে আমরা আলোচনা করবো ওয়েব ডিজাইনার এর জন্য দরকারি চারটি সফটওয়্যার। যা আপনার কাজের সময় প্রতিনিয়ত লাগবে। তো চলুন টিউনটি শুরু করা যাক।

১. VS Code

আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কোড ইডিটর লাগবে। যেহেতু একজন ডিজাইনার বা ডেভেলপারের প্রধান অস্ত্র হচ্ছে কোড ইডিটর। তাই কোড এডিটর যত ভালো হবে কাজটা তত মজাদার এবং সহজ হবে। তার জন্য আপনি ব্যবহার করতে পারেন ভিএস কোড। যা মাইক্রোসফট কোম্পানীর তৈরি করা একটি সফটওয়্যার। এবং এটি সম্পূর্ণ ফ্রি।

এই কোড ইডিটরটি প্রায় সকল বড় বড় ডেভেলপাররা ব্যবহার করে থাকে। আপনি যদি একবার এই কোড ইডিটরে কাজ করতে শুরু করেন তাহলে আর আপনার কাছে কোন ইডিটরই ভালো লাগবেনা। তাই আপনার কোডিং লাইফটাকে চেঞ্জ করার জন্য এখনই ডাউনলোড করে নিন ভিএস কোড সফটওয়্যার বা কোড ইডিটরটি। নিচে ডাউনলোড দিয়ে দেওয়া হয়েছে। আর একটা আপনি যদি আপনার ভিএস কোডকে আরো বেশি উন্নত মানের করতে চান তাহলে আমার আগের করা ভিএস কোডের এক্সটেনশন এর টিউনটি পড়তে পারেন।

Official Downlod Link - VS Code

২. Pixie

একজন ডিজাইনার এর জন্য কালার বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি ওয়েব সাইটকে বিভিন্ন ধরনের কালারের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়। সেজন্য একজন ডিজাইনারকে সবসময় কালার নিয়ে কাজ করতে হয়। আর কাজ করার সময় দেখা যায় তাকে বিভিন্ন ফটো অথবা অন্য কোথাও থাকা কালারটাকে নিতে হয়। যার জন্য অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। তবে আজকে আপনাদেরকে একটি জনপ্রিয় সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো। যার মাধ্যমে আপনি যেকোন কালার পারফেক্ট ভাবে নিতে পারবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে pixie।

এই সফটওয়্যারটি হয়তো আপনারা অনেকেই ব্যবহার করতেছেন। কারণ এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। যারা ব্যবহার করছেন তারা তো করছেনই আর ব্যবহার করেননি তারা আজকে থেকে এই সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করে দিন।

Download Link - Pixie

৩. LightShot

এটি একটি স্ক্রিন শর্ট সফটওয়্যার। যার মাধ্যমে সহজেই যেকোন কিছুর স্ক্রিন্ট শর্ট নেওয়া যায়। আপনি যেহেতু একজন ডিজাইনার আপনার কাজ কিন্তু স্ক্রিন শর্ট নেওয়া না। তাহলে কেন আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন? কারণ এই সফটওয়্যারটির আরো একটি দারুণ কাজ রয়েছে। যার কারণে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। আপনি যেহেতু একজন ডিজাইনার তাই সবসময় আপনাকে ওয়েব সাইট ডিজাইন করার সময় সবকিছু পিক্সেল পারফেক্ট করতে হয়। কোন জায়গায় কত পিক্সেল দিতে হবে কোথায় কত পিক্সেল খালি হবে ইত্যাদি কাজের জন্য আপনাকে পিক্সেল মেপে কাজ করতে হয়।

এখন আপনি যদি একটি ছবি থেকে আপনার ওয়েব সাইটটাকে ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এখানে কতটুকু জায়গা পাকা রয়েছে। সেটা বুঝার জন্য আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি অপেন করে আপনি যদি কোন জায়গা সিলেক্ট করে তাহলে সফটওয়্যারটি আপনাকে সে কতটুকু জায়গা দখল করে রেখেছে তা দেখিয়ে দিবে। যার ফলে আপনি সহজেই আপনার ডিজাইনটা করে ফেলতে পারবেন।

Download Link - LightShot

৪. Cacher

আমাদের লিস্টের সর্বশেষ সফটওয়্যারটি হচ্ছে Cacher. এই সফটওয়্যারটি আপনার অনেক কাজে দিবে। আমরা অনেক সময় দেখা যায় একই কোড আমাদের অনেকগুলো প্রজেক্টে লিখতে হয়। আবার দেখা যায় আমাদের কাজের সুবিধাত্তে আমরা অনেক গুলো কোড নোট করে রাখি। কিন্তু পরবর্তী দেখা যায় কোড গুলো কোথায় সেভ করে রেখেছি তা মনে থাকে না। আবার যদিও মনে থাকে কিন্তু একসাথে যদি অনেক গুলো কোড নোট করে রাখি তাহলে পরবর্তীতে নির্দিষ্ট কোড গুলো খুঁজে পাওয়া কস্টের হয়ে যায়।

আর এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে আপনারা সহজেই লিস্ট করে আপনাদের কোড গুলো নোট করে রাখতে পারবেন। এবং পরবর্তীতে সহজেই কোড গুলো খুঁজে পাবেন। এটি একটি অনেক বড় সফটওয়্যার। যার অনেক কাজ রয়েছে আপনারা একটু ঘাটাঘাটি করলে এর ব্যবহার সহজেই বুঝতে পারবেন।

Download Link - Cacher

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের থাম্বনেইলে অন্য সাইটের ওয়াটারমার্ক বা টেক্সট রয়েছে।

করনীয়:

টিউনের থাম্বনেইল হিসেবে কপিরাইট মুক্ত, টিউনের সাথে মিল রেখে প্রাসঙ্গিক থাম্বনেইল যোগ করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।