আসুন শিখি HTML [পর্ব-১]

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।অনেক দিন পর techtunes এ টিউন করলাম।আমার ইচ্ছা আছে html এর উপর ধারাবাহিক টিউন করার।দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।আর আমি Microsoft word,excel এর উপর টিউটোরিয়াল চালিয়ে যাব।সবাই সাথে থাকবেন।

আজকে আমি html এর একদম বেসিক জিনিষ দেখাব।সাথে থাকবেন।

***আপনাদেরকে html এর বেসিক format টা দেখাচ্ছি।

<html>

<head>

<title>

</title>

</head>

<body>

</body>

</html>

***খেয়াল করুন সব লেখার শুরুটা হবে <html> দিয়ে আর শেষ হবে </html> এই লেখা দিয়ে।

***এই লেখার মাঝে <head> হতে </head> একটা পার্ট।আর <body> হতে </body> আরেকটা পার্ট।

***<head> হতে </head> এর মাঝে <title> আর </title> থাকে।

***আর এটা notepad এ লিখতে হবে।note pad এর জন্য start menu হতে notepad লিখে সার্চ দিতে হবে ।

*** তারপর তা যেকোন নাম তারপর একটা ডট দিয়ে html লিখে সেভ করতে হবে।যেমনঃ alif.html

***আসুন একটা example দেখি।

<html>

<head>

<title>

amra parbo

 </title>

</head>

<body>

amra emon ek jati zara sob korte pare

</body>

</html>

***এটা নোটপ্যাড এ লিখে alif.html নামে সেভ করুন।

***তারপর যেখানে সেভ করেছেন, সেখানে গিয়ে double click করে ওপেন করুন।
আপনার web page তৈরি হয়ে গেছে।

কেমন হয়েছে জানাবেন।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks,
Chalea zan, ase.
Onek thanks.

    আপনাকেও ধন্যবাদ।

    খুব ভালো লাগল .
    সুন্দর ভাবে সাজিয়ে লিখার জন্য ধন্যবাদ।

যদি আপনি ধারাবাহিকভাবে পর্বগুলো লিখে যান তাহলে তো খুবই ভালো।এই কথাটা বলার একটাই কারন সেটা হল,টেকটিউনস এমন অনেক টিউন আছে যা পর্ব ১,২,৩,৪ পর্ব টিউন করার কেউ পর্ব শেষ করে না।

    চেষ্টা করব।ইচ্ছে আছে ২ মাসের মধ্যে html এর সবগুলো লেখা দেওয়ার।

অনেক দিন পর ভাই আপনার টিউন পেলাম। ধন্যবাদ। নতুন দের অনেক কাজে লাগবে। ধন্যবাদ আবারো। চালিয়ে যান নিয়মিত

Level 0

সাবিহা আপু আপনাকে অনেক ধন্যবাদ। চালিয়ে যান। আপু আমি একটি সমস্যায় আছি। তা হলো কীভাবে কোন সাইটটের কপি করা বন্ধ করা যায়। কোন এক ভাবে বন্থ করেছে কিন্তু কিন্তু মজিলায় কপি করা যায় না। কিন্তু অপেরা দিয়ে সেগুলো কপি করা যায়। সমাধান দিলে কৃতজ্ঝ থাকবো। যাতে কোন ব্রাউজার থেকেই কপি করা যায় না।
Email: info@ mcqexambd.com
web: http://www.mcqexambd.com ভিসিট করার আমন্ত্রন রইল

আমার শেখার ইচ্ছা আছে। আপনি যদি সহজ, সুন্দর ও নিয়মিত ভাবে টিউন করেন তাহলে হয়তো শিখতে পারবো। এ টিউনটা সহজ মনে হয়েছে। আপনাকে ধন্যবাদ।

অনেক ভালো লাগলো

Boss excel part 3 kobe suru korben?

Level 0

aj theke pora start korlam…..doa rakben…….

ক্লাশে আছি সবসময় 😀 এইবার ইনশাহআল্লাহ শিখেই ছাড়বো

শুরু করে দিলাম ভাই। আপনার সাথে শিখার মজাই আলাদা। 😛 শুভ কামনা।

Level 0

very nice. I am inspired to learn !

দারুনতো, এখন ২য় টউনটা দেখি

Level New

Very nice…

Level 0

ভাইয়া অনেকদিন পর একটা মনের ভাল ক্লাস পেলাম………thank you

thanks for html tutorial

thank u apuni.

Level 2

আপু আপনার ভার্চুয়াল হাত ধরেই আজকে এইচটিএমএল পা রাখলাম। -thank you so much

Level 0

Thanks sister.

onek valo kaj vhi ………….sobai k ei forum welcome roilo valo lagle join korben >>>>>>> http://www.addamasti.com

Level 0

thnx ….chaliye jan!!!!!!!!!:)

HTML শেখা শুরু করলাম। দেখা যাক কি হয় 😛

আচ্ছা আপু, আপনি উদাহরন হিসেবে যে ট্যাগ গুলো লিখসেন সেগুলো কিভাবে প্রিন্ট হল? কারন এই পেজটা ও HTML এ লিখা, তাই না? আশা করি প্রশ্নটা বুঝতে পারসেন।

Akta problem Not pad a font change korle sob lekhar font change hoe jai English font select korle sob english, bangla select korle sob bangla hoe jai asole ai problem ar solve ki?

Level 0

carry on

kub valo

Level 0

ভাই এই িটউনটা আমাব় খুব ভাল লেগেছ ৷ আলহামদুিলল্লাহ

অনেক সুন্দর টিউন!
থ্যাংকস।

অনেক ভাল ।

খুব সুন্দর টিউন ভাল লাগল পড়ে ।

সুন্দর টিউন

sabiha @ apnar Microsoft Excell er tutorial er link ta din,plzzz
amar email aminur_ [email protected]

Level 0

jose hoise boss…and many many thanks for u……