আপনার ব্লগ কে সুন্দর করে সাজান [পর্ব-৬] ****সম্পূর্ণ ছবিসহ****

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

ব্লগ নিয়ে ধারাবাহিক পর্বের এটা ষষ্ঠ পর্ব।

পর্ব -১ এর  টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)

পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]

পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (গেমা টিউন)

পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৮এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৯এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

১ এবং ৫ নং টিউন টি মিস করবেন না। এখন চলন দেখি আজকে কি নিয়ে লিখছি।

  • কিভাবে আপনার ব্লগ এ ফিডব্যাক অ্যাড করুন ?

অনেকে আছেন ব্লগিং করেন কিন্তু জানেন না যে ব্লগ এ অ্যাড করা যায় অনেক কিছু। ব্লগ এ ফিডব্যাক ও অ্যাড করা যায়।  ফিডব্যাক কি? ফিডব্যাক হল প্রতিক্রিয়া বা পুনর্নিবেশ । অর্থাৎ আপনার ব্লগ সম্পর্কে আপনার ব্লগ রিডার-রা আপনাকে মতামত দিবে। এখন দেখি কিভাবে এটা অ্যাড করতে হয় । feedback দেখতে কি রকম হয় তা দেখতে এখানে ক্লিক করুন  অথবা এখানে ক্লিক করুন

প্রথম এখানে ক্লিক করুন। তারপর নিচের ছবির মত একটা  পেজ আসবে।

পেজ টা আসার পর create an account এ ক্লিক করুন।  তারপর নিচের ছবির মত পেজ আসাবে।

এখন ফর্ম টা পূরণ করুন। তারপর create my account এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মত my formস  এ ক্লিক করুন পরে new form এ ক্লিক করুন ।

এখন নিচের ছবির মত পেজ আসবে। তারপর Form Samples টিক দিন এবং Contact Us নির্বচন করুন। এবং continue এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মত পেজ আসবে।

এখন উপরের ছবির মত পেজ আসবে। এখন আপনি চান তাহলে আপনি ফর্ম টি এডিট করতে পারবেন। এখানে আপনি যদি চান your name লেখাটি required করতে চান তাহলে ঐ লেখাটা সিলেক্ট করেন । ক্রস চিনহ এর বাম পাশে অপশন আছে। এখন অপশন টি-তে ক্লিক করুন । তারপর দেখবেন required লেখা আছে। এবং required লেখাটিতে ক্লিক করুন।

এখন page style থেকে  email alert এ ক্লিক করুন । তারপর add new email এ ক্লিক করুন। তারপর next এ ক্লিক করুন।

এখন দেখেন আপনার মেইল টি ঠিক আছে কি না। না থাকলে ঠিক করুন।

এখন   next এ ক্লিক করন ।ফর্ম এর  ডান পাশে ip address লেখা আছে। আপনি ফর্ম যে যে কন খালি জায়গায় ক্লিক করে ইপ অ্যাড্রেস এ ক্লিক করুন। তাহলে যে আপনাকে ফিডব্যাক পাঠাবে তার আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন। তারপর finish এ ক্লিক করুন।

এখন আসি কিভাবে ফিডব্যাক আপনার ব্লগ অ্যাড করবেন।  ফর্ম এর উপরে দেখেন Form Style , Setup & Embed লেখা আছে। এখন Setup & Embed এ ক্লিক করুন তারপর Embed Form ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবির মত আসবে। এখন feedback এ ক্লিক করুন।

এখন নিচের ছবি দুইটি লক্ষ করুন । এগুলো যদি পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন। এখন feedback button লেখার  নিচে যে কোড গুলো আছে সেগুলো কপি ( copy) করুন।

এখন এখানে ক্লিক করে আপনার ব্লগ এ সাইন ইন করুন।

এখন আপনি আপনার যেকোনো একটা ব্লগ এর design এ ক্লিক করুন।

তারপর add a gadget থেকে HTML/JavaScript নির্বচন করুন।

এখন save করুন। save করার পর আপনার ব্লগ টি দেখুন।  jotform থেমে আরও অনেক কিছু তৈরি করতে পারবেন  যদি আপনি নেট use  করতে expert হন।

  • কিভাবে আপনার ব্লগ এ অন্য ধরনের poll অ্যাড করবেন। 

এ poll  টি অ্যাড করার জন্য আমি বিস্তারিত লিখবনা। শুধু  poll এর কোড টি দিব। poll টি কিরকম দেখার জন্য এখানে ক্লিক করুন।

এ poll  অ্যাড করলে আপনার ব্লগ এ ভিসিটর আসতে বাধ্য হবে। কারন  এ poll ভিসিটর ভোট দেওয়ার পর পরবর্তীতে  poll এর result দেখার জন্য  আবার আসবে।  অথবা আপনি যদি কুইজে অ্যাড করেন তাহলেও ভিসিটর আসবে। যাই হক এখন আপনার ব্লগ এর add a gadget থেকে HTML/JavaScript নির্বচন করুন।  এবং নিচের কোড past করুন। তারপর সেভ করুন।

<div align="center"> <object wmode="transparent" data="http://apps.quibblo.com/static/flash/qwidget/qwidget.swf?

s=&amp;theme=green&amp;quiz=fKJqAoS" allownetworking="all" allowscriptaccess="never" type="application/x-shockwave-flash"> <param name="movie" 

value="http://apps.quibblo.com/static/flash/qwidget/qwidget.swf?s=&amp;theme=green&amp;quiz=fKJqAoS" /> <param name="allowscriptaccess" value="never" 

/> <param name="allownetworking" value="all" /> <param name="wmode" value="transparent" /> <param name="bgcolor" value="ffffff" /> </object> <br /> 

<font size="1"> <a href="http://freecall24.blogspot.com/2012/04/how-to-get-free-voip-phone-calls-to.html">Quizzes</a> by <a 

href="http://freecall24.blogspot.com/2012/02/call-free-to-bangladesh-landline-and.html">Alamin</a> | <a href="http://freecall24.blogspot.com/2012/02/make-free-calls-to-bangladesh.html">Free call PC to Phone 24</a></font> <img 

src="http://freecall24.blogspot.com/2011/10/nymgocom-1750-minutes-to-india.html" alt=""  style="position:absolute;top:-3000px;left:-

3000px;" /> </div>

 

আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন সবসময়।

************** THE END*************

Level 0

আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ, দারুন পোস্ট করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাইয়া সুন্দর হইছে। এরকম আরো দিয়েন।

Level 0

পর্ব -১ এর টিউন টি দেখার জন্য [এখানে ক্লিক করুন]
vai eita kivabe koren? And blogspot blog a kivabe post er vivinno jaygay eita kora jay? Plz vai ek2 janan

    Level 0

    এটা সাধারন ভাবে ব্লগ এ করা যায় না। হতে আপনি html এডিট করে করতে পারেন । যেমন আপনি ব্লগ পোস্ট করার সমর compose এ লেখেন। যেমন আপনি একটি লেখায় ( এখানে ক্লিক করুন ) লিংক অ্যাড করেছেন। এখন আপনি edit html ক্লিক করলে দেখতে পারবেন .com”>এখানে ক্লিক করুন রকম একটা লেখা। এখন আপনি .com” পরে এ কোড টি লিখুন target=”_blank” । তারপর কোড টি দেখতে এ রকম হবে target=”_blank”>এখানে ক্লিক করুন

    ধন্যবাদ আপনাকে।

টিউন অনেক ভাল হইতেছে,চালিয়ে যান ভাই আপনার জন্য রইল অনেক শুভকামনা।

Level 0

ভাইজান বার বার আপনার সাইটে নিয়া যাচ্ছেন কি দেখাইতে বুঝলাম না। এখানে কি ছবি দেয়া যায় না? পোল দেখাইতে নিলেন পোলের কিছুই পেলাম না। যা করার এখানেই কইরেন। অহেতুক দৌড়ায়েন না। হয়রান হইয়া গেলাম।