যাত্রা শুরু করলো দেশের প্রথম মাল্টিপল প্রক্সি ওয়েবসাইট, প্রক্সি থেকেও বেশিকিছু | Aluminium Security

http://proxy.aluminium-security.com/

দেশের সর্বপ্রথম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Aluminium Security অবশেষে উন্মুক্ত করলো দেশের প্রথম মাল্টিপল প্রক্সি ওয়েবসাইট। প্রায় আড়াই মাস পরীক্ষামূলক সংস্করণ শেষে উন্মুক্ত করা হলো পূর্ণ সংস্করণ।

এটি মূলত একটি প্রক্সি স্ক্রিপ্ট এবং পিএইচপি ভিত্তিক একটি প্রক্সি ওয়েবসাইট, ফলে ভায়া ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটি প্রক্সি ওয়েব সুবিধা দিয়ে থাকে। প্রথমত এটি একটি ওয়েব পেজকে ডাউনলোড করে এবং সংস্করণ করার পর তা প্রক্সি সুবিধা দিয়ে থাকে।

http://proxy.aluminium-security.com/

proxy.aluminium-security.com বৈশিষ্ট্য:

  • সম্পূর্ণ গোপন ভাবে ওয়েবসাইট ব্রাউজিং এর সুবিধা।
  • শতভাগ আইপি হাইডের সুবিধা।
  • বিশ্বের যে কোন ওয়েবসাইট ব্রাউজিং এর সুবিধা।
  • ব্লক করে দেওয়া যে কোন ওয়েবসাইট ব্রাউজিং এর সুবিধা।
  • ব্লাউজর এডিটর এবং কুকি ম্যানেজিং এর সুবিধা।
  • ওয়েব ইউআরএল এবং ওয়েব পেজ এনক্রিপ্ট করার সুবিধা।
  • জাভাস্ক্রিপ্ট সমর্থন এবং কুকি ক্লিনিং সুবিধা।
  • ওয়েব স্ক্রিপ্ট এবং অবজেট বাতিলের সুবিধা ছাড়াও থাকছে অনেক কিছু...

ভিজিট করুন:

http://proxy.aluminium-security.com

সৌজন্যে: Aluminium Security

বাংলাদেশের প্রথম প্রফেশনাল অনলাইন ভিত্তিক ইথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি কোর্স ও সেবাদাতা প্রতিষ্ঠান।

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Brother, this is good

Level 0

‘ব্লাউজর এডিটর এবং কুকি ম্যানেজিং এর সুবিধা ‘ ব্লাউজার বিষয়টি কি ভ্রাতা? বুঝতে অক্ষম। নেট বিষয়ক জ্ঞান সীমিত।

    @শুভ: মন্তব্য করার জন্য ধন্যবা… একটু গুগোল এ সার্চ করলেই বুঝতে পারবেন।

      Level 0

      @Aluminium Security: ‘ব্লাউজর এডিটর’ এর সাথে ব্লাউজের কোন সম্পর্ক আছে কি না জানতে চাইছি আরকি…যদি না থাকে তাহলে ওটাকে কি দয়া করে ব্রাউজার লেখা যায়?

Level New

vai airokom 1ta jinis khojtasilam amar onek opokar hoibo. thankyou.

ধন্যবাদ আমার ও ভাল লাগল

Level 0

মাল্টিপল ফেসবুক একাউন্ট লগইন করলে কি কোনো উপকার পাওয়া যাবে ??
না কি সমস্যা হবে ?

    @nuruzaman: অসংখ্য ধন্যবাদ……… আশা করছি সমস্য হবে না।

আমারদের খুব উপকার হবে।…………………… 🙂

শুধু একটা কথাই বলবো , আপনার তুলনা শুধুই আপনি !!

প্রক্সি তে এত্তো স্পিড আমি কখনো কল্পনাও করিনি 😛 ফুল ব্রাওজিং স্পিড পাচ্ছি তবে একটা কথা ভাইয়া এটাতে কি কুকিজ গুলো মুছে দিলে আইপি চেন্জ হবে ?? 173.233.66.34 নাকি ফিক্সড ?? অথবা এটা চেন্জ করার কোন সিস্টেম থাকলে একটু বলবেন প্লিজ

ভালো জিনিস

Level 2

Bandwidth Limit Exceeded দেখায় !

Level 0

eta glype proxy die toiri