10GB Freehosting with 100GB Monthly bandwidth-না দেখলে পুরোটাই মিস করবেন

কেমন আছেন আপনারা?নিশ্চয় ভাল আছেন।আমিও ভাল আছি।তবে খুব বেশী ভাল নেই।আজ 1 মাস 3 দিন হল ইন্ডিয়াতে আছি।অনেকদিন মা-বাবাকে ছেড়ে বাইরে আছি এজন্য মনটা কেমন করছে।

এখানে 3G(spreed 21mbps) তে নেট ব্যাবহার করে খুব মজা পাচ্ছি,আর এটা ভেবে খারাপ লাগছে যে আমরা বাংলাদেশীরা এখনও 3G এর জগতে প্রবেশ করতে পারিনী!কিছুদিন আগে শুনলাম টেলিটক নাকি বাংলাদেশে 3G চালু করেছে।জানিনা spreed টা সত্যিই 3G এর মত হবে কিনা,নাকি এখানকার 2G(spreed 40kbps) এর মত হবে।দেশে থাকতে টেলিটকের spreed কখনও 3kbps এর উপর পায়নি(একতলা তেও 3kbps,তিনতলা তেও 3kbps)।

যাহোক অনেকদিন পর টেকটিউনসে লিখছি।নিয়মিত না লিখলেও,একদিনও টেকটিউনসকে ছেড়ে থাকিনি।আজকে আমি যে বিষয়টা নিয়ে লিখব,সেই বিষয়টা নিয়ে গত কয়েক মাস আগে আমি একটা টিউন করেছিলাম।কিন্তু কয়েক ঘন্টা পর সেটা মুছে দেওয়া হয়েছিল।একটু অভিমানই করেছিলাম।এরপরে আর লেখা হয়নি।আজ swordfish ভাইয়ের কথায় নতুন ভাবে উত্‍সাহিত হয়ে আবার লিখছি।

যাহোক বর্তমানে বেশীর ভাগ ইন্টারনেট ব্যাবহারকারী চায় তার নিজের একটা ওয়েব সাইট থাকুক।কারণ সারা বিশ্বে নিজেকে প্রকাশ করার বড় মাধ্যম এর থেকে আর কিছু নেই।যাহোক এটা মনে হয় প্রত্যেক জানেন যে,একটা ওয়েব সাইট তৈরী করতে গেলে প্রথমত আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে,তাহল:

1.ডোমেইন।এবং

2.হোষ্টিং।

আজকে আমি আপনাদের এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব,যার মাধ্যমে আপনি ফ্রিতে নিজের জন্য একটা ওয়েব সাইট তৈরী করতে পারবেন।সাইটির নাম: http://www.freehostkey.com (হয়ত সাইটি সম্পর্কে অনেকে জানেন)আমি জানি যে,ফ্রি জিনিস অনেকে পছন্দ করেন না।কিন্তু যারা ওয়েব ডেভেলপার হতে চান অথবা শখের বসে সাইট তৈরী করবেন,তারা নিজের দক্ষ্যতা বাড়াতে পরিক্ষামূলক ভাবে এটা ব্যাবহার করে সাইট তৈরী করতে পারেন।এরপর একসময় আপনার সুবিধা মত ডোমেইন এবং হোষ্টিং কিনে খুব অল্প সময়ে নিজের মনের মত একটা সাইট তৈরী করে ফেলতে পারবেন।

আমি এপর্যন্ত এরকম অনেক ওয়েব সাইট ব্যাবহার করেছি কিন্তু এটি সবার সেরা।ওখানে আপনি যে সুবিধা সমূহ পাবেন তাহল:

1.10 GB Freehosting.

2.100 GB Monthly bandwidth.

3.PHP ASP CGI Support and more.

4.ফ্রি সাবডোমেইন।

5.একটি একাউন্ট থেকে একাধিক সাবডোমেইন খোলার সুযোগ।

6.FTP Access এবং একাধিক FTP একাউন্ট।

7.MySQL support এবং একাধিক একাউন্ট।

8.ওয়েব সাইট Backup এর সুবিধা।

9.Auto Installer.(যার মাধ্যমে আপনি জনপ্রিয় ওয়েব সফটওয়্যার সমূহ এক ক্লিকে Install করার সুবিধা পাবেন)

10.আপনার রেজিষ্টেশনকৃত ডোমেইন যুক্ত করার সুবিধা।

11.সবচেয়ে কম সময়ে একাউন্ট Active এর সুবিধা।

এছাড়াও আরও অনেক কিছু।মোট কথা একটা ওয়েব সাইট তৈরী করার জন্য প্রয়োজনীয় সকল টুলসই আপনি এখানে পাবেন।

তাহলে আর দেরি কেন?এখনই রেজিষ্টেশন করুন-Click here to sign up-।প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশনের পর Cpanel এ গিয়ে Login করুন।এরপর আপনার ডোমেইন যুক্ত করুন অথবা সাবডোমেইন খুলুন।সাবডোমেইন খোলা শেষ হলে এবার আপনার ওয়েব সাইটি তৈরীর প্রক্রিয়া শুরু করুন।শুভেচ্ছা রইল।

বি:দ্র: কোন সমস্যা হলে কমেন্টে আমাকে জানান।আমার সাইটির কাজ চলছে।এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলামনা।কাজ শেষ হলে অবশ্যই শেয়ার করব।

আজ এপর্যন্তই।পরবর্তীতে বেশ কিছু বিষয় নিয়ে টিউন করার ইচ্ছা রয়েছে,সে পযন্ত সবাই ভাল থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.