দেশীয় নির্মাতার তৈরী ইউ আর এল সর্টেনীং টুল

ইউ আর এল সর্টেনীং টুল আজকের হট টপিক । (ফেসবুকের) পর গুগলও নিয়ে এল নিজস্ব ইউ আর এল সর্টেনীং সার্ভিস । এবার এলো দেশীও নির্মাতার তৈরী , দেশী এক ইউ আর এল সর্টেনীং সার্ভিস (নির্মাতাটা আমি নিজেই ! প্লিজ হাসবেন না) ।
এটা হল ইজ (ezze.tk)
এটাকে বাংলায় করিনি , কারণ সাইটিতে লেখা আছে মাত্র দুই লাইন (!) , এতটুকু ইংরেজীতো আমিও পারি , অন্যরাতো পারবেই ।
একটু কোডিং জানলেই এই ধরনের সাইট করা সম্ভব (আমি পেরেছি ! , এখন বুঝুন ! ) (শুধু কাট কপি পেষ্ট জানলেও হবে ) । আল্লাহ বাচালে শীঘ্রই এটা বানানোর পদ্ধতি নিয়ে পোষ্ট দিব ।
আপনার তাড়া থাকলে ইংরেজীটাই পড়তে পারেন । এখান থেকে ।

ধন্যবাদ সামুর এক ব্লগার ভাইয়াকে (নামটা মনে নাই) তার পোষ্ট দেখেই এই কাজটার আইডিয়াটা পাই ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হয়েছে। দেশি জিনিস, আমরা হাসবো কেন? আমি তো বাহবা জানাবো!
আমি আপনার এই টিউনের শর্ট লিঙ্ক বানিয়েছি http://ezze.tk/f 😀