চলুন একটা ওয়াপ সাইট বানাই ১ম পর্ব ( Registrarion & Settings )

কি লিখব ঠিক বুঝতে পারছিলাম না । তার পরও চেষ্টা করছি । ভুল হলে ক্ষমা করবেন । এটা আমার পোস্ট । কাজেই লিখা খারাপ বা ভাল যাই হউক কমেন্ট না করলে এটাই হয় তো আমার লাস্ট পোস্ট হতে পারে ।

যাই হউক শুরু করা যাক । আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি ।

এবার চাইলে আপনারাও বানাতে পারেন একটি সুন্দর ওয়াপ সাইট । চাইলে এটা আপনারা মোবাইল দিয়েই করতে পারবেন । এটার জন্য আপনাকে কোন কোডিং শিখতে হবে না ।

কিভাবে করবেন ? চলুন জেনে নেই ।

১। নিবন্ধন............

প্রথমে এখন থেকে রেজিস্ট্রেশান করুন । রেজিস্ট্রেশান এর চুক্তি পত্রটা কিছুখন পড়ুন । আসলে এটা পড়ার প্রয়জন নেই কিন্তু পড়ার মত ২০-৩০ সেকেন্ড অপেখা করুন । তার পর Agree তে ক্লিক করুন । এবার ফরমটা পূরণ করে registration এ ক্লিক করুন । ব্যস ।  হয়ে গেল আপনার ওয়াপ সাইট ।

২। আপনার সাইট Link?

Registration করার পর আপনার সাইট লিঙ্ক হবে যা আপনি ইউজার নেম দিয়েছিলেন । আর ডমিন হবে wapka.mobi

যেমনঃ আমারটা ইউজার NAME : HsMini আমার Domin http://www.HsMini.Wapka.Mobi

৩। শুরু করবেন যেভাবে ?

এবার সেটিংস্‌ এ গিয়ে নিচের ছবিটির মত মিলিয়ে আপনার সেটিংস টা ঠিক করে নিন । এবার Save Change দিন ।

০৪। কাজ শুরু করুন ।

এবার শুরু করুন আপনার কাজ । ADMIN MODE এ জান । তার পর নিচের ছবিটির মত একটা কন্ট্রোল প্যানেল দেখতে পারবেন ।

কন্ট্রোল  প্যানেলের সাহায্যেই আপনাকে সব করতে হবে । নিজে নিজে চেষ্টা করুন আপ্নারাই পারবেন ।

আর যদি এবিষয়ে আপনি খুব আগ্রহী হউন তা হলে আমাদের ওয়াপ / ওয়েব মাস্টার গ্রুপে জয়েন করুন

Groups Link : http://fb.com/groups/hsmini

আজ এ পর্যন্তই । আপাতাত আপনি নিজে নিজে চেস্টা করুন । দেখুন কিছু করতে পারেন কি না ।

কারও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন ।

আগামি পর্বে কন্ট্রোল প্যানেলের কাজ শেখানো হবে । আল্লাহ্‌ হাফেজ ।

Level 2

আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টাইপের টিউন তো আগেও করা হয়েছে

এই টাইপের করা হয়েছে । কিন্তু wapka.mobi নিয়ে এখানে কেউ পুরাঙ্গ কোন টিপস শেয়ার করেছে । ব্বলে আমার মনে হয় না। আমি চেয়েছিলাম আমি এ বিষয়টা ধারাবাহিক ভাবে উপস্থাপন করব । যাতে করে একজন মানুষ প্রাথমিক ভাবে ওয়েব এর কাজ গুলো সম্পর্কে জানতে পারে ।
যা হউক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

এ বিষয়ে আমার দ্বিতীয় পোস্টটি করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ।
কারন আমি চাই পাঠক চাহিদা । পাঠক যে বিষয় টির প্রতি আগ্রহী আমি সব সময় চেষ্টা করি সে বিষয়টাকে অগ্রধিকার দিতে ।

আর আমি চাই সব সময় ভিন্ন কিছু দিতে ।

সবাই এখন ব্যাক্তিগত ব্লগের গন্ডী পেরিয়ে ইমকমার্স সাইট কিভাবে বানাতে হয় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে । আর আপনি এখনো ওয়াপ সাইট নিয়েই পড়ে আছেন :/

vai, wapka er wap site e kivabe file upload korte hoy and kivabe nirdisto jaygay rakhte hoy…seita sommondhe ektu bolen plz..

Level 0

vaia chaile jan