সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সাইটের বিজ্ঞাপন! (স্প্যাম ধরলে স্প্যাম!)

নিজের একটা কম্পিউটার আছে নেটও আছে... মেইল আইডিও আছে...

কিন্তুক কি জানি একটা নাই নাই মনে হয়!

হুমম... ঠিকই ধরেছেন! ওয়েবসাইট! নিজের কোন সাইট নাই! 🙁

কিছু কাজ করার পর আজ সময় হল এর আরটিএম (সাইটেরও আরটিএম! ) রিলিজ দেওয়ার!

অনেকগুলো ছোট ছোট কাজ করার পর আজ কিছুক্ষণ আগে আমার মনে হল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যায়...

হুমম... সেটিই!

আজ আপনাদের সবাইকে পরিচিত করে দিচ্ছি আমার প্রথম বাংলা ব্লগিং সাইটের সাথে...

http://www.saiftheboss.co.cc

একটা স্ক্রিনি দিলাম!

ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস 2.9 এর মাধ্যমে চলছে (না চললে কি আর বার বার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস করি! )

সাইটটি বানাতে আমাকে যেকজন সাহায্য করেছেন তাদের কথা আলাদা করে না বললেই নয়...
১) সালেহ ভাই (নানা সময়ে সর্বোতভাবে উনিই সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।)
২) ইনভারব্রাস ভাই ! মাঝে মাঝেই উনাকে ডিস্টার্ব করেছি... সাহায্য করেছেন অনেক।
৩) ইমতু নানা রকম উপদেশ দিয়ে সাহায্য করেছে। আজকেও জালিয়েছি!

নতুন বছরের শুরুতে নতুন একটি সাইট দিয়ে যাত্রা শুরু করলাম... আল্লাহ জানে কপালে কি লেখা আছে! :-#

আপনাদের সবার যেকোন ফিডব্যাক, মতামত, উপদেশ বিশেষভাবে সমাদৃত। আপনাদের সাহায্য ও সহযোগীতা একটি পরিপূর্ন ওয়েবপেজ গঠনে আমাকে সাহায্য করবে এই প্রত্যাশা!

@এডমিন প্যানেল
পূর্বে রংমহল, প্রজন্ম, আমাদের প্রযুক্তি সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত। পেন্ডিং যদি করতে চান একটু শিওর হয়ে নিবেন। যদি লেখাটি সাইফ দি বস ৭ কর্তৃক লেখা হয়ে থাকে সেটি আমিই!!!!!!

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফ – তোমার ব্লগের লে-আউট আমার কাছে খুবই ভাল লেগেছে ।

এগিয়ে যাও 🙂

    ধইন্যাপাতা মাহি ভাই! 🙂 যেকোন সময় যেকোন এডভাইস দিতে চাইলে কন্ট্যাক্ট এ ক্লিক করে ফরম পূরণ করে পাঠিয়ে দিবেন! 😀

খুব সুন্দর হয়েছে তোমার সাইট। এগিয়ে যাও……………….

আরে ভাই, চালাইয়া যান

খুব সুন্দর হয়েছে আপনার ওয়েবসাইট

Level 0

চালিয়ে যান।

সাইফ দি বস ৭ ভাই…
আমি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, কিন্তু কি ভাবে করবো ।

Level 0

ওয়ার্ড প্রেস ডা আমার কাছে অনেক কঠিন লাগে৷ এর উরফে যদি কেউ ধারাবাহিক টিউটোরিয়াল মারতেন তাইলে আমার মত হগলতেই উপকারে উপকৃত হইতে৷ ধন্যবাদ৷ আফনের সাইট দেইক্ষা হিংসা হইবার লাগছে৷ আমার যদি ইমুন একটা….

তোমার থীম বেশি চক্কর বক্কর। এত চক্কর বক্কর ভালো লাগেনা।

    তোমার চয়েস কেমন জানি না! তবে সবারই তো পছন্দ হয়েছে!