ডোমেইন সুরক্ষায় টুকিটাকি দরকারি বিষয়

ডোমেইন হ্যাক নিয়ে অনেকের মাঝেই উতকন্ঠা দেখা যায়। এর জন্য অনেকে whois অন করে রাখেন। কি দরকার whois অন করার। আপনি কি জানেন আপনার whois ইনফো দেখতে না পেলে অনেক প্রতিষ্ঠান আপনার সাথে ডিল করবেনা বা করতে চায়না। তারা মনে করে যেহেতু আপনার ইনফো লুকিয়ে রাখা হয়েছে তার মানে আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান। সেখানে সন্দেহ ঢুকে যায়। এই টপিক টা অনুসরণ করতে পারেন আপনার হাতের ডোমেইনটাকে সুরক্ষিত রাখতে। কিছু জিনিস খেয়াল করলে অনেক কিছু নিজেই করতে পারবেন। আপনি যখন কোথাও ডোমেইন রেজিস্ট্রেশন এর অর্ডার করবেন তখন দেখবেন যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ঠিক ঐ ইমেইল ই আপনার ডোমেইন এর ইনফোতে সেট হয়েছে। কি কি করা যায় ডোমেইন সুরক্ষায়?

১। আপনার ডোমেইন পানেলে দেখবেন আপনার লগিন ইনফো এবং ডোমেইন ইনফো এর জন্য আলাদা আলাদা প্রোফাইল আছে অথবা আলাদা করে নিতে পারবেন। সুতরাং আলাদা করে ফেলুন। চাইলে whois প্রোফাইলে ভুল ইনফো দিয়ে রাখতে পারেন। লজিকবক্স এ লগিন ইমেইল পরিবর্তন করুন। এবং এমন ইমেইল ব্যাবহার করুন যা আপনি ছাড়া বাইরের কেউ জানেনা। আর লজিকবক্স ছাড়া অন্য যেসব ডোমেইন প্যানেল আছে সেখানে লগিন ইউজার থাকে। অপরিচিত ইউজার নেম এবং রিকভারি ইমেইল ব্যাবহার করুন। এবং কারো কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন।

২। domain lock এবং theft protection ব্যাবহার করুন।

৩। whois ফাংশন অফ করে রাখুন যাতে আপনার ডোমেইন ইনফো দেখা যায়। যেহেতু আপনার ডোমেইন ইনফো এবং লগিন ইনফো আলাদা সুতরাং ভয়ের কিছু নেই। বরং ডোমেইন ইনফো দেখা গেলে hacker ঐ ইনফো নিয়ে কিছুক্ষন চেষ্টা চালিয়ে অবশেষে ক্লান্ত হবে।  আর যদি আগেই আপনি ডোমেইন ইনফো না দেখতে দেন তাহলে hacker অন্য পথ অবলম্বনের চেষ্টা করবে।

এই কাজগুলো করুন। দেখি আপনার ডোমেইনটা কতদুর নিতে পারে 🙂

Level 2

আমি চুপ চাপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

অনেক অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে টিউন করার জন্য।

গুড টিপস 🙂