নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক ) পর্ব-৪

এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ৪র্থ পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব‍ | ৫ম পর্ব | ৬ষ্ট পর্ব | ৭ম পর্ব

এবার আসুন একটা html বেইজ ওয়েভ সাইট তৈরি করি। এর পর আমরা দেখবো, সি. এম .এস তথা পি এইচ পি স্ক্রীপ্ট দিয়ে কিভাবে সাইট ( ব্লগ , ফোরাম ইত্যাদি হোস্ট করে। )

মূল html দিয়ে কোডিং করে পেইজ তৈরির জন্য Html Language জানা দরকার ( এই বিষয়ে পরে আলেদা করে টপিক খুলা হবে। ), কিন্তু html কোড না বুঝেও আপনি চমৎকার করে সাইট তৈরি করতে পরেন। আর এই জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভিজুয়্যাল ইডিটর জাতীয় প্রোগ্রাম। যেমনঃ ফ্রন্ট পেইজ, এডোব ড্রিমওয়েভার , কফি কাপ এইচ টি এম এল ইডিটর, WYSIWYG Web Builder ইত্যাদি। আরো নাম জানতে এবং ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

ব্যাক্তিগতভাবে WYSIWYG Web Builder আমার সবচেয়ে পছন্দের একটা html ইডিটর এবং আমি এটাই ব্যবহার করি। তবে এই ইডিটরে ইউনিকোড সাপোর্ট নেই (ভিন্ন প্রক্রিয়ায় তা করা যায়), তাই কেউ যদি তার পেইজে ইউনিকোড সাপোর্ট টেক্স নিয়ে কাজ করতে চায় তাহলে ফ্রন্ট পেইজ ব্যবহার করুন।

তাহলে শুরু করি , WYSIWYG Web Builder দিয়ে এইচ টি এম এল দিয়ে।

ডাউনলোড করুন এইখান হতে । আর বিস্তারিত জানতে ক্লিক করুন এইখানে

ডাউনলোড করে সেটআপ করে নিন এবং উক্ত প্রোগ্রাম চালু করুন।

এবার file > new website from template এ ক্লিক করুন এবং Business 2 সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন।

এবার যে কোন একটি নাম দিয়ে সেটি save করুন।

এবার টেম্পপ্লেট এর বিভিন্ন খানে আপনি আপনার প্রয়োজনুযায়ী টেক্স গুলোর পরিবর্তন করে নিন।

Properties প্লেট হতে Page title পরিবর্তন করে নিন।

পরিবর্তিত রূপটা দেখুন।

টেক্স পরিবর্তন করার জন্য টেক্স এর উপর ডাবল ক্লিক করুন এবং ইমেজ পরিবর্তন করার জন্য ইমেজ এর উপর ডাবল ক্লিক করে Browse বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইমেজটি বসিয়ে নিন। সাইজ ঠিক করার জন্য ইমেজ এর উপর ক্লিক করে প্রয়োজন মতো রিসাইজ করে নিন।

হয়ে গেল index পেইজ।

(চলবে)

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজ আপনার সিরিয়ালটা পড়ে শেষ করলাম …………. জটিল একটা সিক্যুয়েল লেখলেন ভাই ……….

Level 0

ধন্যবাদ আপনি এতো সুন্দর করে বুঝিয়ে লিখেছেন ।কাতার ভাই পর্ব 3 তো 2 বার দিছেন নিচের দিকে

Level 0

ধন্যবাদ, কাহিনী আরো বাকি আছে।

ভাই আমার কাছে সমস্যা হলো পর্ব-2+3 এ আমরা যে index.htm ফাইল বানাইলাম ওটা আপলোড করলে আমি যে এইচ.টি.এম.এল কোড গুলা লিখি ওই কোড গুলাসহ পেজ এ দেখায়। আর পরে যে microtest.wbs ফাইলটা বানাইলাম সেটা কিভাবে index.htm এর সাথে লিংক করবো আর microtest.wbs ফাইলটা আপলোডই বা করবো কিভাবে? ইমেজ আর বেকআপ ফোল্ডার সহ কি আপলোড করবো ? আর microtest.wbs আপলোড করার সময় কি আগের index.htm ফাইলটা ডিলিট করে দেবো। একটু বুঝিয়ে বলবেন।

Level 0

আপনার সাইট এর লিংক টা দেন । এইচটি এম এল পেইজের কি অবস্থা তা সচক্ষে দেখতে চাই।
আর microtest.wbs এটা আপলোড করতে হবে না, কি করতে হবে ,তার জন্য পর্ব ৫ পর্যন্ত একুট অপেক্ষা করুন।

http://www.bdjava.hostbangla.0lx.net/ এটা হলো লিংক। আর WYSIWYG Web Builder 5 এ সফটওয়ারের ফুল ভার্সনটা কি কোনভাবে পাওযা যাইতে পারে। আরও ব্যাপার হলো FileZilla কাজ করতে করতে Don’t send error দেয়। আপনি এটার কোন ভার্সন ইউজ করেন একটু বলবেন।

মোশারফ ভাই কই আপনে ……………… সর্বনাশ হইয়া গেছে ভাই!!

Level 0

টিন টিন ভাই, সর্বনাশ খালি তোমার একার না আমারও হয়ছে, আরো চার জন্যকে দিছিলাম রেপি ব্যবহার করতে , এর পর দেখি ঐ একাউন্টের পাসওয়ার্ড আর কাজ করে না। কে যেন এটার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলছে। হায়রে বাঙ্গালী।

Level 0

ব্যাড বয়, আপনি আসলেই ব্যাড বয়। ফান করলাম।
আপনি কোড গুলি এস. এস ওয়ার্ড এ পেস্ট করে Html ফাইল করেছেন, তাই এমন আসছে।
আপনাকে প্রকৃত পক্ষে উক্ত কোড গুলো নোট প্যাড ( notepad ) এ টাইপ করে index.html নামে save করতে হবে।

:: Salman Home Page ::

Welcome to my home page.

Name : Salman

Address : Bilashpur, Dhanbari, Tangail, Bangladesh.

E-mail : [email protected]

আশা করি বুঝতে পেরেছেন।

আমরা সবাই একা একা খাইতে চাই ………….. কি আর করা ………. ধন্যবাদ বড় ভাই

হায়রে কপাল পাসওয়ার্ড দিছেন এই জামানায় !!!!

কাতার ভাই আপলোডিং সফটওয়ারটা দিয়ে কাজ করাতে পারছিলাম না। পরে সি-প্যানেল এ গীয়ে দেখি ওখানে এফটিপি ম্যানেজার আছে পরে ওখানে htdocs এ আমার নোট প্যাডে লেখা index.html file আপলোড করতেই কাজ হো গেয়া। কী মজা। ভাই কেন যে আপনে এইগুলা আমার ওয়েব কোর্সের আগে শেখালেন না অথবা আমি যে কেন আগেই ওয়েব কোর্সটা করে ফেলছি। আপনে তো আমাদের স্যারের চাইতে ভালো শেখাতে পারেন। যাইহোক পর্ব-5 এর অপেক্ষায় আছি।

আর একটা সাহায্য চাই —- আমি এই “ইউনিজয়/ইউনি বিজয়” সিস্টেমে ওয়ার্ড বা এক্সসেলে কিভাবে লিখতে পারবো। বিজয়ের চাইতে ইউনিজয়-ই ইজি লাগে।

Level 0

ইউনিজয় দিয়ে লিখার জন্য আপনি অভ্র ডাউনলোড করে নিন।
http://www.omicronlab.com/avro-keyboard.html

আমার তো বিজয় ইন্সটল করা আছে। ওটা কি রিমোভ করতে হবে নাকি 2 টা একই সাথে চালানো যাবে। আর বিজয় ইউজ করতে যেমন Ctrl+Alt+B চেপে কাজ করতে হয় অভ্রতে কি এমন কোন কিছু করা লাগে নাকি ? আর আমি টেকটিউনস এ 2 3 4 এই গুলা বাংলায় লিখতে পারছি না কেন ?

Level 0

বিজয় রিমুভ করার প্রয়োজন নাই, আর অভ্রতে বাংলা টাইপ করার জন্য আপনি F12 কী কে কনফিগার করে নিন, সেটআপ করার সময় অপশন পাবেন।
টেকটিউনে অভ্র দিয়ে সংখ্যা টাইপ করলে বাংলা আসে। উদাঃ ১২২৩৩৩৯৩৭৪৩৭৫৪৭।
আর সরাসরি কেন আসে না , এটা মনে হয় এই সাইটের এডমিন ভালো বলতে পারবে।
ধন্যবাদ।

পুড়াই বসিক পুষটানি হইতাচে ৷কাতাড় মামা,তুমি ইজ দা গেরেট …