কিভাবে ডোমেইনে DNS হোস্ট/সার্ভার কনফিগারেশন করবেন? যারা Name silo তে আছেন….তাদের জন্য!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা।

আজকের এই টিউনে আপনাদেরকে দেখাব Name silo তে হোস্টিং DNS যোগ করে কিভাবে আপনার সাইট একটিভ করবেন। আসলে অন্যান্য ডোমেইন প্যানেলের মতই Name silo তে কাজের প্রক্রিয়া প্রায় একই রকমের। তবে হয়ত কিছুটা ইউজার গ্রাফিক্যাল পার্থক্য থাকে। ২/১ দিন কাজ করলেই নিজেই উক্ত সমস্যার সমাধান পাবেন।

উল্লেখ্য বেশ কিছুদিন পূর্বে আমি টিটিতে Name silo বিষয়ে একটি টিউন করেছিলাম এখানে। সেখানে মূল কথা ছিল কোন মাস্টার/পেপাল কার্ড ছাড়াই বিট কয়েনের সাহায্য যে কোন ডোমেইন ক্রয়/ট্রান্সপার করতে পারবেন। যেহেতু অনেকেরই বিট কয়েন রয়েছে ও আয় করছেন। সেহেতু মনে করি বিদেশী প্রোভাইডার Name silo হতে ডোমেইন ক্রয়ে তেমন একটা সমস্যা হবে না। আমি নিজেও উক্ত পদ্ধতিতে ২ টি ডোমেইন ক্রয় করেছি। তাছাড়া  আমাকে  অনেকেই বার্তা দিয়েছিলেন যে, বিট কয়েনের সাহায্য ডোমেইন ক্রয় করেছেন। আসলে Name silo হতে ডোমেইন ক্রয়ের বেশ কিছু সুবিধা  আমার পচ্ছন্দ হয়েছে যে গুলো খুবই কম সংখ্যক ডোমেইন প্রভাইডারগণের আছে!!

ক। অন্য যে কোন প্রোভাইডার হতে মূল্য অনেক কম।

খ। কোন লুকায়িত চার্জ নাই।

গ। আজীবণ প্রাইভেসী নিরাপত্তা সম্পূর্ণ ফ্রি! যেখানে অন্যকে চার্জ প্রদান করতে হয়।

ঘ। ডোমেইন পার্কিং ও এফিলিয়েট মার্কেটিং  এর সুযোগ আছে।

ঙ। এখান থেকে আপনি রিসেলার হতে পারবেন তথা ব্যবসা করতে পারবেন। অন্যরা যেমন রিসেলার হিসাবে ডোমেইন ব্যবসা করছেন।

যাইহোক আলোচনা করতে গিয়ে অনেক কথা বলা হল। কাজের কথাতে আসি-

১। প্রথমে আপনার Name Silo তে- একাউন্ট Log in করুন।

২। ডান পাশের Panel হইতে Domain Manager নির্বাচন করুন

৩। এবার আপনার ডোমেইনটি সিলেক্ট করে Change Name server’s অংশে ক্লিক করুন

৪। এবার Name server’s বক্স আসলে তাতে আপনার হোস্টিং সাইটের DNS ইনপুট করুন।

যেমন: আমি দিয়েছি-

NameServer 1: ns1.hostmight.com

NameServer 2: ns2.hostmight.com

(Host might হতে হোস্ট নিয়েছি, তাই আমার তথ্যগুলো ব্যবহার করেছি)

সুতরাং আপনি যেখান হতে হোস্ট নিয়েছেন সেখানকার হোস্টের ডিএনএসগুলো আপনাকে ইনক্লুডেড করতে হবে। হোস্টের DNS গুলো হোস্টিং রেজি: এর সময় আপনার ইমেইলে প্রেরন করা হয়ে থাকে।

৫। সম্পূর্ণ কাজ করার পর Submit করুন।

এবার লগ আউট করে বাহির হউন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সার্ভার অনুযায়ী ২৪-৭২ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তবে মূলত ২/১ ঘন্টার মধ্যেই কাজ হয়ে যায়। এই সময়টাকে ইন্টারনেট পরিভাষাতে DNS Propagation বলে।

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস