জুমলা শিখুন (পার্ট-২) (Applets Download)

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।

জুমলা শিখার জন্য কি কি লাগবে আমি আজ তা নিয়ে আলোচনা করব।

জুমলা শিখার জন্য বা ব্যবহার করার জন্য প্রথমে জুমলার সর্বোশেষ ভার্শন টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃhttp://www.joomla.org/download.html

এটি আপনার কম্পিউটারে চালানোর জন্য PHP ও MySQL সহ একটি ওয়েব সার্ভার ইনস্টল করা লাগবে। যেমন Apache.

এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ইনস্টল  না করে প্যাকেজ হিসেবে ইন্সটল করা সুবিদা জনক ।

আর windows এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে WAMP(Apache MySQL and PHP for Windows)

ডাউনলোড লিঙ্কঃhttp://www.wampserver.com/en/download.php

Linux এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে LAMP (Apache MySQL and PHP for Linux)

ডাউনলোড লিঙ্কঃhttp://www.howtoforge.com/lamp_installation_ubuntu6.06

MAC এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে MAMP (Apache MySQL and PHP for MAC)

ডাউনলোড লিঙ্কঃhttp://www.mamp.info/en/downloads/index.html

আর যেকোন Operating System এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে XAMPP(Apache MySQL and PHP for X) এখানে X বলতে Any Operating System বুঝায়।

ডাউনলোড লিঙ্কঃhttp://www.apachefriends.org/en/xampp.html

এখানে গিয়ে আপনি কোন Operating syetem এর জন্য ডাউনলোড করতে চান তা ঠিক করুন।

আপনি যে Operating System ই ব্যবহার করেন না কেন কোন সমস্য হবেনা। এগুলো Install করা খুবই সহাজ।

আমরা যেহেতু সবাই Windows  ই ব্যবহার করি তাই আপনি জুমলা(এখান থেকে) এবং WAMP প্যাকেজ Software টি (এখান থেকে) ডাউনলোড করে রাখুন। আমি খুব অল্প সময়ের মধ্যে ই Install প্রক্রিয়া নিয়ে হাজির হব। তাহলে আজকের মত এটুকুই ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি না পারলেও যারা পারে তারা উত্তর দিবে।

জুমলা শিখুন (পার্ট- ১) Intro এর লিঙ্কঃ

জুমলা শিখুন (পার্ট- ১) Intro

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জাকির ভাই, প্রথমেই আপনাকে জুমলা বিষয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি মোট কত পর্বে জুমলা শেষ করবেন তা তৃতীয় পর্বের শুরুতে পর্বগুলোর বিস্তারিত শিরোনাম সহ জানাবেন। একটি বাস্তব সম্মত প্রজেক্ট (যেমন: একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি এন জি ও ইত্যাদি) উদাহরণ হিসেবে রাখলে সকলের উপকার হবে।

    আমি নিজে ও জানি না কত পর্বে শেষ করতে পারবো। তাই অগ্রিম না বলতে পারার জন্য সরি।
    আর আপনার উপদেশের জন্য ধন্যবাদ।

বিস্তারিত লেখার ধন্যবাদ।
পার্ট- ৩ এর অপেক্ষাই রইলাম।

    আপনাকে ও ধন্যবাদ মজহারুল ভাই।

উপকারে লাগবে চালিয়ে যান ধন্যবাদ।

    কারো না কারো উপকারে তো অবশ্যি লাগবে। ধন্যবাদ আপোনাকে।

ধন্যবাদ টিউন্টির জন্য ভাই।

    আপনাকে ও ধন্যবাদ রাজিব ভাই।

আপনার কি জুমলায় বানানো কোনো সাইট আছে

    হা আছে।

    পাকামোটা বন্ধ করবেন প্লিজ। যদিও জানি আপনি অনেক ভাল জানেন তবে আমি সহ আরো অনেকে অনেক কম জানি।

Level 0

জাকির ভাই, তর সইছেনা যে,
অপেক্ষমান পরবর্তী টিউনটির

তৃতীয় পর্বের অপেক্ষায় আছি। nginx সহ আমার সার্ভার রেডি।

জাকির ভাই আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। চালিয়ে যান নিয়মিত। ধন্যবাদ

    ধন্যবাদ। একটু অপেক্ষা করুন প্লিজ।

Eagerly Looking forward to get the next episode.

যে কোন কিছু শিখতে অামার অরুচি নেই। কিন্তু কত দিনে শিখেত হবে এ ব্যপারে সামান্য কথা অাছে। জুমলার ওপর ২০/২৫ টি ইংরেজী ভাষায় বই রয়েছে। জুমলা বিষয়ে গবেষনা এ জীবনে অার শেষ হবে না।
অাপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ
প্রয়োজনে আমার ওয়েবসাইডে একটু ঢু মারতে পারেন। চলুন…

Level 0

জুমলার ইবুক ডাউনলোড করুন আমার কাছে প্রায় ৮টি বই আছে

http://ebookbd.tk/

    ভালো, আর আপনার সাইটি আমার কাছে বুকমার্ক করে রাখা আছে।

জাকির ভাই ধন্যবাদ টিউনের জন্য চালিয়ে যান। আমি আছি, থাকব।

    অবশ্যই থাকবেন। ধন্যবাদ আপনাকে ও।

priyo jakir vai, wamp(32bit) downloag to start hoyna .ki koro?

    আমি এখন ও টেস্ট করলাম, ডাউনলোড হচ্ছে। আপনি দয়া করে আবার একটূ চেষ্টা করুন প্লিজ।

nice

vai mon ta onek kharap onek chesta korlam wamp install hoilo kintu put online e click korle lekha ase internal error the service has not started. ki korbo vai bujte parsi na . matha gulai e jasse

vai amar age xammp install kora cilo seta o delete korte parsi na. please help