ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার কিছু প্রয়োজনীয় ওয়েব-টুলস!

আসসালামুয়ালাইকুম! সকলকে আমার আজকের টিউনে স্বাগতম।

আপনি ওয়েব ডিজাইনার বা সাইট ডেভেলপার যাই হোন না কেন, ডিজাইন বা ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার জন্য নিয়মিতভাবে বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করা উচিত। কোন কারণে একটা ওয়েব সাইট জনপ্রিয় হয় এবং কোন কারণে হয় না, এটা জানা থাকলে আপনি আপনার সাইটের জন্য কার্যকর ডিজাইন, উপাদান বা বৈশিষ্ট্য বেছে নিতে পারেন। আপনাকে আপনার এই বিশে-ষণ বা গবেষণায় সাহায্য করার জন্য আমরা এ নিবন্ধে সেরা কয়েকটি ফ্রি ওয়েব টুল-এর খোঁজ দিলাম। কোনো ওয়েব সাইট সম্বন্ধে আপনার জানাকে সম্পূর্ণ করার জন্য এসব টুলের কোনো বিকল্প নেই।

১.এলেক্সাঃ

http://www.alexa.com

১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর এলেক্সা খুব দ্রুতই ওয়েব সাইটের ট্রাফিক র‌্যাংকিং-এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ট্রাফিক র‌্যাংকিং সেবা। এটি ওয়েব সাইটের ট্রাফিকের হিসাব রাখে এবং সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে সংখ্যাগত একটি রেনকিং করে।

২.ইয়াহ্যু সাইট এক্সপ্লোরারঃ

https://siteexplorer.search.yahoo.com/

সাইট এক্সপ্লোরার এর সাহায্যে আপনি একটি ওয়েব ঠিকানা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বিচার করতে পারেন। উপরের লিঙ্কে গিয়ে আপনার সাইটের এড্রেস দিয়ে এক্সপ্লোর ইউয়ারেল লেখা বাটনে ক্লিক করুন। এতে আপনার সাইটের কতগুলো লিঙ্ক ইয়াহ্যুতে আছে তা জানতে পারবেন।

৩.টুইট ভলিউমঃ

http://www.tweetvolume.com/

কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার আরেকটি উপায় হচ্ছে টুইটার-এ এটি সম্বন্ধে মানুষ কথা বলছে কি না তা দেখা। টুইটভলিউম দিয়ে আপনি বিভিন্ন কিওয়ার্ড (যেমন, ওয়েব সাইটের নাম, ঠিকানা ইত্যাদি) দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পারেন কতগুলো টুইটস-এ এটির উলখ আছে।

৪.কোয়ার্কবেসঃ

http://www.quarkbase.com/

কোয়ার্কবেস একটি পরিপূর্ণ ওয়েব টুল যেটি থেকে একটি ওয়েব সাইট সম্বন্ধে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এর সামাজিক জনপ্রিয়তা ট্যাব ব্যবহার করে ডিগ, স্টাম্বলআপন এবং ডেলিশাস-এর মত সাইটগুলোতে ঐ সাইটটির জনপ্রিয়তা কেমন তাও জানা যাবে।

৫. কোয়ান্টকাস্টঃ

http://www.quantcast.com/

কোয়ান্টকাস্ট এ সময়ের একটি জনপ্রিয় সাইট ট্রাফিক মেজারিং টুল। এর সাহায্যে সাইট প্রকাশকরা তাদের সাইটকে ‘কোয়ান্টিফাই’ করতে পারেন। কোয়ান্টিফাই করা মানে হচ্ছে সাইটের পেজগুলোর মধ্যে একটি স্ক্রিপ্ট রেখে দিয়ে সরাসরি ট্রাফিক সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করা।


৬.পপুরিয়াসঃ

http://www.popuri.us/

পপুরিয়াস নামের এই ওয়েব টুল ব্যবহার করে আলেক্সা, টেকনোরাটি, ডেলিশাস বুকমার্ক ইত্যাদি ওয়েব সেবা ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আপনি একটি সাইটের জনপ্রিয়তা মাপতে পারবেন। এই ছোট টুলটি আপনাকে কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা/অজনপ্রিয়তা সম্বন্ধে দ্রুত, নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করবে।

আগে আমার সাইটে প্রকাশিত!

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1479 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস। ধন্যবাদ।

    হ্যা! বিশেষ করে যাদের নিজের ওয়েবসাইট আছে তাদের জন্য অনেক কাজের। ধন্যবাদ!

    Level 0

    গুড বাই টেকটিউনস, গুড বাই টেকটিউনসের সকল সদস্যবৃন্দগন। টেকটিউনস থেকে অনেক কিছুই শিখেছি সে জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে টেকটিউনসকে একটু বেশিই ভালবাসতাম কিন্তু, সে ভালবাসার ও একটা সীমারেখা ছিল আমি এখন শেষ প্রান্তে।এখন আর টেকটিউনস এর সাথে থাকতে পারছি না বলে দুঃখিত। আমি টেকটিউনসের সাথে না থাকলে টেকটিউনসের বিন্দুমাত্র লাভ লোকসান হবে না।

    যে কারনে আমি টেকটিউনস থেকে বিদ্বায় নিচ্ছি তার প্রধান করনগুলো নিম্নে উল্লেখ করা হল।

    আমার দেখা যত ব্লগসাইট আছে তার মধ্যে টেকটিউনসের পেজ লোড হতে অনেক অনেক বেশি সময় লাগে। এই প্রবলেম টা আমি শুরু থেকেই দেখতেছি আর এখন তো এই সাইটে প্রবেশ করা রিতিমত হিমালয় ডিঙ্গানোর সমান। মাঝে মাঝে সাইটে প্রবেশ করতে পরলেও ১০ থেকে ১৫ মিনিট লাগে পেজ লোড হতে। ২৪ ঘন্টার মধ্যে ১৫ ঘন্টাই সার্ভার ডাউন থাকে। আমার নেট তো স্লো না আমি Qubee sky 256 ব্যবহার করি তার পরও এই অবস্থা। কিন্তু যারা সিম নেট ব্যবহার করে তাদের কি অবস্থা .? অথচ এটা একটা টেকনোলজী সাইট এখানে বিভিন্ন Tips and tricks নিয়ে আলোচনা করা হয়। আমার একটা জিনিস আর্চায্য লাগে যে এই সমস্যা নিয়ে কেউ কোন কোন কথা বলে না । কারন কি, না কি শুধু আমার এখানেই সমস্যা.?

    যত ব্লগসাইট আছে তার মধ্যে টেকটিউনসে টিউন করা জটিল মনে হয় আমার কাছে। যদিও এটা একটা হাস্যকর কারণ কিন্তু আমার কাছে আসলেই জটিল মনে হয়। আমার সইটটি গুগল ডিলিট করে দিছে সে বিষয়ে আমি গত ৩ দিন ধরে একটি টিউন করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না অদ্ভুত রকমের সব সমস্যার সম্মুখীন হইতেছি।
    দেখা গেল ২০ মিনিট চেষ্টা করে সাইটে প্রবেশ করে দেখি এই অবস্থা http://img189.imageshack.us/img189/7601/techtunes.jpg

    আবার অনেক সময় ৪০ মিনিট চেষ্টা করে সাইটে লগ ইন করে টিউন করার জন্য গিয়ে দেখি এই অবস্থা। http://img692.imageshack.us/img692/6697/techtunes2.jpg
    আবার আজকে সারাদিন চেষ্টা করছি টিউন কারার জন্য কিন্তু না, টিউন টি লেখার পর কোথাও প্রকাশ কারার বাটন পেলাম না। আবার Quick link থেকে প্রকাশ করলাম লেখা আসে আপনার টিউনটি প্রকাশ হয়েছে অথচ টেকটউনসের কোথাও আমার টিউন পেলাম না হাওয়ায় মিলিয়ে গেল।

    মুলত উপরোক্ত কারনগুলোর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি টেকটিউনসের সাথে আর নয়।

    এমনিতেই কয়েকদিন থেকে আমার মেজাজ চ্রম খ্রপ কারন আমার সাইটটি গুগল ডিলিট করে দিয়েছে। আবার আজকে আমার মোবাইল হারিয়ে গেছে। হালকা পাতলা বিবরণ এখানে http://www.somewhereinblog.net/blog/BULBUL24rocks/29249088

    যেখানে যাই না কেন টেকটিউনস কে খুব মিস করব।

    সকলের প্রতি শুভকামনা জানিয়ে টেকটিউনস থেকে চিরতরে বিদ্বায় নিচ্ছি ভাল থকবেন সাবাই।

    বিঃ দ্রঃ : টেকটিউনস থেকে চিরতরে বিদ্বায় নিচ্ছি বলতে আমি বলতে চেয়েছি যতদিন টেকটিউনসের উপরোক্ত সমস্যা সমুহ দুর না হবে ততদিন আর টেকটিউনসে আসব না। এটাকে কি বলব অনশন না ধর্মঘট। আশা করি অতি দ্রুত উপরোক্তো সমস্যা সমুহ দুর হবে এবং টেকটিউনস বাংলাদেশর সবচেয়ে জনপ্রিয় সাইটে পরিনিত হব।

    ধন্যবাদ সবাইকে।

খুব ভালো টিউন।আশা করি কাজে লাগবে।ধন্যবাদ আপনাকে।

    জেনে আমার খুবই ভালো লাগল! আপনাকেও অসংখ্য ধন্যবাদ!

উপকারে আসবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আলহামদুলিল্লাহ! ভালো লাগল শুনে! আপনাকেও ধন্যবাদ!

ভাল ও কাজের টিউন।
ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য।

    টিউনটি ভালো হয়েছে শুনে খুবই ভালো লাগল। আপনাকে অশেষ ধন্যবাদ আতাউর ভাই!

Level 0

Thanks for this nice tune.I support M H BULBUL. so i created my own blog about technology.You can visit this http://techsloution4u.com/