Blogger সাইট এর background এ যেকোন মিউজিক যোগ করুন

Blogger ,Googleএর একটি জনপ্রিয় সাইট ।  এর মাধ্যমে আপনে ফ্রি ব্লগ খুলতে পারবেন। এবং কাস্টম থিম দিয়ে আপনার ব্লগ  সাজাতেও  পারবেন। যদি অপনার ওয়েবসাইট না থাকে তাহলে  Blogger সাইটটি তে গিয়ে এ new blog ক্লিক করে title এবং address দিয়ে create  এ ক্লিক করুন

আজকে আপনাদের দেখাবো, কিভাবে ব্লগের background এ অটোমেটিক মিউজিক প্লে করতে হয়। এর ফলে  কোনো ভিসিটর আপনার ব্লগ ভিসিট করলে অটোমেটিক মিউজিক প্লে হবে। এবং আপনে চাইলে মিউজিক প্লেয়ার টা হাইডও করতে পারেন।

১)প্রথমে এই ওয়েবসাইট এ যান  soundcloud  ।

২)পছন্দ মত একটা গান সিলেক্ট করুণ বা নিজের কোনো গান upload দেন  ।

৩)এবার  share  button  এ click করুন  ।

৪)এবার embed এ ক্লিক করুন  ।

৫) more option এ ক্লিক করুন ।

৬)Automatic play box  এ টিক দিন ।

৭)এবার embed টি কপি করুন ।

৮)এবার সাইটটির Layout এ ক্লিক করুন এবং তারপর Add a Gadget ক্লিক করুন এবং HTML/JavaScriptAdd সিলেক্ট করুন ।

৯)embed code টি paste করুন ।

১০)সেভ করুন ।

প্লেয়ার হাইড করতে নিচের ধাপ গুলা অনুসরণ করুন ।

৯ নং ধাপের পর :

embed code টির width and height চেঞ্জ করে এরকম করে দেন
width="0%" and height="0"

সেভ করুন  🙂

শুধু ব্লগার নয় যেকোনো ওয়েবসাইটই এরকম ভাবে মিউজিক যোগ করতে পারবেন  ।

wordpress সাইট গুলোতে মিউজিক যোগ করার জন্য embed code  কপি করার সময় wordpress code.box এ টিক দিয়ে নিবেন

আর কনো সমস্যা হলে নিচের ভিডিও টা দেখেন

 

How to add background music in blog

 

 

Level 0

আমি faisalalamapu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a student of khulna zilla school and read in class 9.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বয়ংক্রিয় ভাবে গানটি প্লে হয়না

    পেজটা লোড হতে একটু সময় দিন। সব গুলা ধাপ ঠিকভাবে অনুসরণ করলে আশা কাজ হবে 🙂

Level 2

আচ্ছা যদি এমন হয়, কোন ভিজিটর মিউজিকটি পছন্দ করছে না তখন সেটি ব্লগ থেকেই অফ করার কোন সিস্টেম আছে কিনা। আর মিউজি এর সাউন্ড বাড়ানো বা কমানোর ব্যবস্থা আছে কিনা। মিউজিকটি কতখন চলবে।

    কোন ভিজিটর মিউজিকটি পছন্দ না করলে সে বন্ধ পারবে । সেক্ষেত্ত্রে প্লেয়ারটি হাইড করা যাবে না ,অর্থাৎ ১০ নং ধাপ পর্যন্ত অনুসরণ করুন। তাহলে প্লেয়ার এ ভিসিটর মিউজিক কন্ট্রোল করতে পারবে অর্থাৎ থামাতে পারবে ।দুঃক্ষিত মিউজিক এর সাউন্ড বাড়ানো বা কমানোর ব্যবস্থা নেই। ভিসিটরকে তার নিজের ডিভাইস এর সাউন্ড বাড়িয়ে কমিয়ে সাউন্ড কন্ট্রোল করতে হবে। আর মিউজিকটি যত টুকু সপ্ম্পূর্ণ টুকুই প্লে হবে। 🙂

কোন ভিজিটর মিউজিকটি পছন্দ না করলে সে বন্ধ পারবে । সেক্ষেত্ত্রে প্লেয়ারটি হাইড করা যাবে না ,অর্থাৎ ১০ নং ধাপ পর্যন্ত অনুসরণ করুন। তাহলে প্লেয়ার এ ভিসিটর মিউজিক কন্ট্রোল করতে পারবে অর্থাৎ থামাতে পারবে ।দুঃক্ষিত মিউজিক এর সাউন্ড বাড়ানো বা কমানোর ব্যবস্থা নেই। ভিসিটরকে তার নিজের ডিভাইস এর সাউন্ড বাড়িয়ে কমিয়ে সাউন্ড কন্ট্রোল করতে হবে। আর মিউজিকটি যত টুকু সপ্ম্পূর্ণ টুকুই প্লে হবে। 🙂

Level 2

ধন্যবাদ ব্লগার নিয়ে আরো টিউটোরিয়ল করবেন।

    আপনাকেও ধন্যবাদ। জি ,আপনাদের অনুপ্রেরণা পেলে ভবিস্যতে ব্লগার নিয়ে আরো টিউটোরিয়ল করব। 🙂